ক্লে দিয়ে ফুলের ঝুড়ি তৈরি পদ্ধতি ❤️

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো

আমার বাংলা ব্লগবাসি বন্ধুরা ঈদ মোবারক সবাইকে। আজ পবিত্র ঈদুল আজহা।ঈদ ও আজহা দুটোই আরবি শব্দ। ঈদের অর্থ উৎসব বা আনন্দ। আজহা শব্দের অর্থ ত্যাগ বা উৎসর্গ করা। আজকের এই দিনে পশু সৃষ্টি কর্তার নামে উৎসর্গের পাশাপাশি মনের পশুকেও ত্যাগ ও উৎসর্গ করা উচিত এবং ধর্মপ্রাণ মুসলমানেরা তা করে থাকেন সেই প্রত্যাশা করি।

IMG_20240617_221409.jpg

কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব ক্লে দিয়ে চমৎকার সুন্দর ফুলের ঝুড়ি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
ক্লে দিয়ে যে কোন কিছু বানানো অনেকটা সহজ। সবাই ক্লে ব্যাবহার করে চমৎকার চমৎকার সব জিনিস পত্র বানিয়ে থাকে।আমিও আজ ক্লে ব্যাবহার করে চমৎকার সুন্দর ফুলের ঝুড়ি ও ঝুড়ি ভর্তি ফুল বানিয়েছি। খুব সুন্দর হয়েছে ফুল ভর্তি ফুলের ঝুড়িটি।

তো চলুন দেখা যাক ফুলের ঝুড়িও ফুল বানানো পদ্ধতি কেমন ছিলো

IMG_20240614_111132.png

কয়েক প্রকারের ক্লে

InShot_20240617_193740226.jpg

প্রথম ধাপ

প্রথমে ক্ল নিয়েছি নানান কালারের এবং এবং গোল করে নিয়েছি।

IMG_20240617_195132.jpg

দ্বিতীয় ধাপ

এখন গোল করো নেয়া ক্লেটি চ্যাপ্টা করে নিয়েছি হাতের সাহায্যে।

IMG_20240617_203117.jpg

তৃতীয় ধাপ

এখন ব্রাউন কালারের ক্লে হাতের সাহায্যে দুটো লম্বা করে নিয়েছি ও দাড়ি আঁকারে বানিয়েছি।

PhotoCollage_1718635278624.jpg

চতুর্থ ধাপ

আগে থেকে চ্যাপ্টা করে রাখা ব্রাউন কালারের ক্লের প্লেটটির চারপাশে বসিয়ে নিয়েছি।

PhotoCollage_1718635642507.jpg

পঞ্চম ধাপ

এখন সাদা কালারের ক্লে গোল করে নিয়েছি এবং তা ফুলের ঝুড়ি টিতে বসিয়ে নিয়েছি।

PhotoCollage_1718635812149.jpg

ষষ্ঠ ধাপ

এখন আবারও ছোট ছোট করে গোল করে নিয়েছি নানান প্রকারের ক্লে এবং একে একে তা হাতের সাহায্যে চেপ্টা করে নিয়ে গোলাপ ফুল তৈরি করে নিয়েছি

PhotoCollage_1718636049506.jpg

সপ্তম ধাপ

এখন সব গুলো ফুল বানিয়ে নিয়ে একে একে সব গুলো ফুল ফুলের ঝুড়িতে বসিয়ে নিয়েছি।

IMG_20240617_205656.jpg

অষ্টম ধাপ

এখন সবুজ কালার ক্লে দিয়ে পাতা বানিয়ে নিয়েছি ও বসিয়েছি ফুলের মাঝে।

PhotoCollage_1718636448919.jpg

নবম ধাপ

এখন আবারও ব্রাউন কালারের ক্লে দিয়ে ফুলের ঝুড়িটির হেন্ডেল বানিয়ে দিয়েছি।

PhotoCollage_1718636659867.jpg

দশম ধাপ

এভাবেই বানিয়ে নিয়েছি সুন্দর ফুলের ঝুড়ি টি।

IMG_20240617_210742.jpg

ফাইনাল লুক

IMG_20240617_210803.jpg

IMG_20240617_210821.jpg

IMG_20240617_221409.jpg
এই ছিলো আমার আজকের ক্লে দিয়ে সুন্দর ও আকর্ষণীয় ফুলের ঝুড়ি তৈরি পদ্ধতি। আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।

টাটা

পোস্টবিবরণ
পোস্ট তৈরি@shapladatta
শ্রেণীডাই
ডিভাইসOppoA95
লোকেশনবাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG_20240617_223243.jpg

Sort:  
 10 months ago 

বর্তমান সময়ে কমিউনিটির মধ্যে ক্লে ব্যবহার করে তৈরি করা জিনিস পত্র একটু বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করেছেন। আপনার তৈরি করা ঝুঁড়ি টি একদম বাস্তবের ঝুড়ির মতোই হয়েছে। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো।

 10 months ago 

ঠিক বলেছেন ভাইয়া একদমই বাস্তবের ঝুড়ির মতে হয়েছে। রেখে দিয়েছি শো পিস হিসেবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

আপু আপনার পোস্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অনেক সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করেছেন। ঝুড়ি এবং ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 10 months ago 

ধন্যবাদ আপু আমার পোস্ট টি ভালো লেগেছে জন্য।

 10 months ago 

এই জাতীয় ডায় পোস্টগুলো আমার খুব ভালো লাগে আপু। তবে এই ক্লে কোথায় পাওয়া যায় সেটাইতো আমি জানিনা। কিছুদিন আগে আমি বাজারে খোঁজ করলাম কিন্তু সেখানে পায় নাই। আপনাদের দেখাদেখি আমারও খুব ইচ্ছে এটা দিয়ে এই সমস্ত জিনিস গুলো তৈরি করার। অনেক সুন্দর হয়েছে আপনার ঝুড়িটা।

 10 months ago 

এগুলো লাইব্রেরিতে পারবেন আপু বাচ্চাদের লাইব্রেরিতে ।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

অনেক সুন্দর কথা বলেছেন দিদি,পশু হত্যার পাশাপাশি মনের পশুকেও চিরতরে হত্যা করতে হবে।যাইহোক আপনার ক্লে দিয়ে তৈরি ফুলের ঝুড়িটি সুন্দর হয়েছে।রং -বেরঙের ফুলের জন্য আকর্ষণীয় লাগছে দেখতে, ধন্যবাদ দিদি।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

ক্লে দিয়ে ফুলের ঝুড়ি। বেশ সুন্দর লাগছে। ক্লে দিয়ে ফুলের ঝুড়ি টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। এটা বেশ অন‍্যরকম ছিল। এবং এখানে আপনার ক্লে এর ব‍্যবহারের প্রশংসা করতেই হয়। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 10 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সাবলীল মন্তব্য করার জন্য।

 10 months ago 

বাহ আপনার তো অসাধারণ আইডিয়া। আপনি ক্লে দিয়ে খুব সুন্দর ফুলের ঝুড়ি বানিয়েছেন। বর্তমান সময়ের ক্লে দিয়ে অনেকে খুব সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে। তবে আপনার ক্লে দিয়ে ফুল বানানো অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ঝুড়ি তৈরি করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 10 months ago 

ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে ক্লে দিয়ে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করে থাকে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

ক্লে দিয়ে তৈরি আপনার ফুলের ঝুড়িটি অসাধারণ হয়েছে ।দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগছে। ইদানিং ক্লে দিয়ে সবাই দারুন সব জিনিস তৈরি করছে যা দেখে সত্যিই ভীষণ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ফুলের ঝুড়ি শেয়ার করার জন্য।

 10 months ago 

ঠিক বলেছেন আপু ক্লে দিয়ে চমৎকার চমৎকার সব জিনিস ব্যাবহার করে যা দেখতে অনেক ভালো লাগে।ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 10 months ago 

বেশ দারুণ একটি অভিজ্ঞতা প্রকাশ করেছেন আপনি। এমন সুন্দর আইডিয়া মোটেও মাথায় ছিল না আমার। তবে আপনার এ ঝুড়ি তৈরি করা দেখে অনেক ভালো লাগলো। আমিও নতুন একটি আইডিয়া পেয়ে গেলাম। কিভাবে তৈরি করতে হয় সেগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে বেশ ভালো লাগলো।

 10 months ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর করে ফুলসহ ফুলের ঝুড়ি তৈরি করেছেন আপু। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটা ডাইপোস্ট শেয়ার করার জন্য।

 10 months ago 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 10 months ago 

ক্লে দিয়ে ফুলের ঝুড়ি তৈরি পদ্ধতি অসাধারণ হয়েছে।দেখতে পেয়ে মুগ্ধ হলাম। খুবই সুন্দর ও দক্ষতার সাথে আপনি এই ঝুড়ি তৈরি করেছেন। ধাপগুলো দেখে খুব সহজেই শিখে নিলাম।পরবর্তীতে তৈরি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ।

 10 months ago 

অবশ্যই তৈরি করবেন অনেক সুন্দর হবে।ধন্যবাদ আপনাকে।