অরিগমি পোস্ট//সাদা কাগজ দিয়ে একটি চশমার অরিগমি
বেশ অনেকদিন হয়ে গেল কোন অরিগমি পোস্ট করা হয় না। গত কয়েকদিন থেকেই ভাবছিলাম একটি অরিগমি পোস্ট শেয়ার করব। তারই প্রেক্ষিতে আজকে একটি সাধারণ অরিগমি তৈরি করলাম এবং সেটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। যদিও বা এটি একটি সাধারণ অরিগমি কিন্তু এই জাতীয় জিনিসগুলো বানাতে গেলে সর্বদা সজাগ থাকতে হয় একটু কম বেশি হয়ে গেলেই অরিগামিটি আর সৌন্দর্যমন্ডিত হয় না। চলুন তাহলে কিভাবে আমি আজকের অরিগামি টি বানালাম দেখে নেওয়া যাক।
প্রথমেই আমরা একটি সাদা কাগজ নিয়ে নিবোজার দৈর্ঘ্য হবে 22 সেমি আর প্রস্থ হবে 11সেমি এবং সে সাদা কাগজটিকে চিত্রে দেখানো তীর চিহ্নের ইঙ্গিতে এক দিকের মাথা হতে অন্য মাথার দিকে একটা ভাজ দিয়ে নিব।
আগের ভাঁজ করা কাগজটিকে পুনরায় উপরের ফটোগ্রাফিতে দেখানো তীর চিহ্নের ইঙ্গিতে আরো একটি ভাঁজ দিয়ে নিব।
কাগজ টিকে পুনঃরায় সোজা করে নিবো।আর উপরের চিত্রে দেখানো ফটোগ্রাফির তীর চিহ্নের মত করে ভাঁজ দিবো আরো একটি।
এখন উপরের চিত্রে দেখানোর মত করে কাগজ টিকে ভাঁজ করে নিবো।আর ভাঁজ করে চিকন করে নিবো ।
এখন চিকন ভাঁজ করা কাগজটিকে দুই মাথার দিকে পিন আপ করে নিব যাতে খুলে না যায়। তারপর দুই মাথাকে ভাজ করে নিব।
বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।
Device | Redmi 9A |
---|---|
Camera | 13 MP |
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
সাদা কাগজ দিয়ে তৈরি চশমার অরিগামি টা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। প্রত্যেকটা ধাপ খুব সুন্দর করে তুলে ধরেছেন। যেটা দেখে খুব সহজেই বোঝা যাচ্ছে এটি কিভাবে তৈরি করেছেন। ধন্যবাদ সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু মন্তব্য করে আপনার মতামত প্রকাশের জন্য।
সাদা কাগজ দিয়ে অনেক সুন্দর করে একটি অরিগ্যামি তৈরি করেছেন ভাইয়া। চশমা দেখে ইচ্ছে করছে একটু চোখে পড়ে ফেলি। দারুন হয়েছে চশমা তৈরি। দেখে শিখে গেলাম। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্য করার জন্য।
সাদা কাগজ দিয়ে খুব সুন্দর একটি চশমার অরিগামি তৈরি করেছেন ভাইয়া।আপনার চশমাটি খুবই দুর্দান্ত হয়েছে।খুব সুন্দরভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন ভাইয়া। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
কমেন্ট করে আপনার মন্তব্য প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সাদা কাগজ দিয়ে খুবই সুন্দর একটি চশমা তৈরি করেছেন আপনি। চশমাটি তৈরি করার প্রতিটি ধাপ আপনি ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যেটা দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ কাগজে চশমা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।