ডাই প্রজেক্টঃ একটি থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন।

in আমার বাংলা ব্লগlast year

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ৭ই চৈত্র্য। বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ২১শে মার্চ,২০২৪ খ্রীস্টাব্দ।

d17.jpg

চৈত্র মাসে শীতের আমেজ। গতকাল থেকেই বৃষ্টি। ইফতারের পর ঘন্টা খানেক ধরে থেমে থেমে মূষল্ধারে বৃষ্টি শীতের আমেজ নিয়ে এসেছে।কোথায়ও কোথায়ও বজ্রবৃষ্টি হয়েছে হয়েছে। এই সময়ে সাবধানে চলাফেরা করা উচিত আমাদের সবার। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আমি উপস্থাপন করবো, রঙ্গিন কাগজ কেটে তৈরি করা, একটি থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন। আগের সময়ের অনুষ্ঠানে মানেই কাগজ কেটে ডিজাইন তৈরি করে সাজসজ্জা।যে যত সুন্দর কাগজের নকশা তৈরি করতে পারতো তার অনেক কদর ছিল।এখন আবার পহেলা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের কাগজের ডিজাইনের কাজ চোখে পরছে। পুরানো সাজ রিসাইকেল হয়ে আবার ফিরে আসছে। আমি আজ সেই রকম একটি কাগজের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। এ ধরনের ডিজাইন তৈরিতে সব সময় পাতলা কাগজ ব্যবহার করা ভালো।তাহলে এঁকে নেয়া ডিজাইন কাটতে সুবিধা হয়। উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাগজ সহ সামান্য কিছু উপকরন, যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে কাগজ কেটে তৈরি করলাম একটি থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন। আশাকরি, আপনাদের ভালো লাগবে।

উপকরণসমূহ

১।রঙ্গিন কাগজ
২।কাঁচি
৩। পেন্সিল
৪।গাম
৫।পুথি

তৈরির পদ্ধতি

ধাপ-১

d1.jpg

প্রথমে এ4 সাইজের দু' টুকরো হলুদ রং এর কাগজ জিকজাক করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

d2.jpg

দু'টো কাগজই মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৩

d3.jpg

d4.jpg

এরপর কাগজের উপর পেন্সিল দিয়ে একটি ডিজাইন এঁকে নিয়েছি। এবং কেটে নিয়েছি।

ধাপ-৪

d6.jpg

d7.jpg

d8.jpg

d9.jpg

এবার কাগজের মাঝখানে হাফ করে কেটে নিয়েছি। একটি কাগজের মধ্যে অন্যটি ঢুকিয়ে নিয়েছি। এবং কাগজের এক প্রান্তের সাথে অন্য প্রান্ত গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৫

d10.jpg

এবার ফুলের মাঝখানে গাম দিয়ে পুথি লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d11.jpg

d12.jpg

d13.jpg

এবার এক টুকরো কাগজ কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি এবং চিকন করে কাটা কাগজটি কাগজের সাথে প্যাচিয়ে টারসেল এর মত বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

d14.jpg

d15.jpg

এবার সেই টার্সেলটি গাম দিয়ে ফুলের সাথে লাগিয়ে নিয়েছি। এবং ফুলটিকে ঝুলানোর জন্য আরেক টুকরো কাগজ চিকন করে কেটে গাম দিয়ে ফুলের অন্য প্রান্তে লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি আমার থ্রিডি ইফেক্ট এর ফুল।

উপস্থাপন

d20.jpg

d18.jpg

d19.jpg

আশাকরি আমার রঙ্গিন কাগজ কেটে তৈরি একটি থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন আপনাদের ভাল লেগেছে। এ ধরনের ফুল বানিয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ডেকোরেশন করতে পারি এবং ঘর সাজাতেও ব্যবহার করতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীকাগজের নকশা
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ২১শে মার্চ,২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 last year 

ঠিক বলেছেন আপু এই সিজনে হঠাৎ বিদ্যুৎ চমকে বৃষ্টি আসে। এজন্য রাস্তাঘাটে প্রায় সময় মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। তাই সবার সাবধানে আমাদের চলাফেরা করা উচিত। যাই হোক আপনার থ্রিডি ফুলটি খুব সুন্দর হয়েছে। অনেক সময় নিয়ে এটি তৈরি করেছেন বোঝা যাচ্ছে। কালারের কারণে আরো বেশি ভালো লেগেছে আমার কাছে।

 last year 

জি আপু কিছুটা সময়তো লেগেছে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

সত্যি বলেছেন আপু চৈত্র মাসে যেন শীতের আমেজ পড়ে গেছে। এরকম আবহাওয়া আসলে আমরা কখনোই আশা করি না। থ্রিডি ইফেক্টে ফুলের ডিজাইন তৈরি করেছেন দেখে বেশ ভালো লাগলো আপু। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

সবই বৈশ্বিক আবহাওয়ার প্রভাব। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

রঙিন কাগজ কেটে চমৎকার একটি ফুলের ডিজাইন তৈরি করেছেন আপু দেখতে খুবই সুন্দর লাগছে বিশেষ করে ডিজাইনের উপরের অংশে পুথি ব্যবহার করায় বেশি ভালো লাগছে। আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

আমার বানানো কাগজের ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 last year 

জি আপু বেশ কয়েকদিন ধরে মুষলধারে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তবে রমজান মাসে রোজাদার ব্যক্তিদের জন্য আশীর্বাদ। আপনি আজকে খুবই চমৎকার একটি থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন তৈরি করেছেন। এই ডিজাইনটি তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

বিশ্ব আবহাওয়ার পরিবর্তনের জন্যই এই বৃষ্টি। তবে রোজাদারদের জন্য ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া মতামতের জন্য।

 last year 

বেশ দারুন ভাবে একটি থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন করেছেন আপনি এবং সেটি আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। আসলেই এ জাতীয় ডিজাইনগুলো তৈরি করতে পাতলা কাগজ বেশি কার্যকরী হয়। তাহলে এই সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করা যায়। আর এরকম ডিজাইনগুলোতে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। ডিজাইনটি তৈরি করার ধাপ গুলো আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন আপু যা দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে।

 last year 

এটা ঠিক কাগজ কেটে কোন ডিজাইন বানাতে গেলে বেশ সাবধানতা অবলম্বন করতে হয়।্তানা হলে নস্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ ভাইয়া।

 last year 

থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু এটা দেখে খুবই ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমিও বেশ পছন্দ করি কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 last year 

থ্রিডি ইফেক্ট এর ফুলের ডিজাইন অসাধারণ হয়েছে।আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করলেন মএই ডিজাইনটি আমার খুবই ভালো লেগেছে ইউনিট লেগেছে।

Posted using SteemPro Mobile

 last year 

আমার বানানো কাগজের ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।