ডাই পোস্টঃরঙ্গিন কাগজ দিয়ে পাতা সহ গাদা ফুল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৪ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল । ২৯শে সেপ্টেম্বর , ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা ,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি রঙ্গিন কাগজ ও ক্রেপ পেপার দিয়ে কিছু গাদা ফুল বানিয়েছি। সেই গাদা ফুলগুলো কিভাবে বানিয়েছি, সেই পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। যদিও সময় লাগে। তবে বানানোর পর বেশ ভালই লাগে। আশাকরি আপনাদের ভালো লাগবে। গাদা ফুল ও পাতাগুলো বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি ক্রেপ পেপারসহ আরও কিছু উপকরণ । ক্রেপ পেপার ও রঙ্গিন কাগজ দিয়ে দিয়ে পাতা সহ গাদাফুলগুলো আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সবুজ রং এর ক্রেপ কাগজ
২।কাঁচি
৩।কাঠি
৪।গাম
৫। রঙ্গিণ কাগজ
৬।তার
রঙ্গিণ কাগজ দিয়ে পাতা সহ গাদা ফুল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে হলুদ রং এর কাগজ ১ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি।
ধাপ - ২
কেটে নেয়া হলুদ রং এর কাগজের এক পাশ চিকন চিকন করে কেটে নিয়েছি।
ধাপ - ৩
কাঠিতে গাম লাগিয়ে কাগজটি প্যাচিয়ে নিয়েছি। সবুজ রং এর ক্রেপ পেপার চিকন করে কেটে নিয়ে কাঠিটি প্যাচিয়ে নিয়েছি। ব্যস তৈরি করে নিলাম গাদা ফুল। একইভাবে আরও কিছু বানিয়ে নিয়েছি।
ধাপ - ৪
এবার সবুজ রং এর কাগজ দিয়ে কিছু পাতা কেটে নিয়েছি।
ধাপ - ৫
পাতার পাতার ডাল বানানোর জন্য সবুজ ক্রেপ পেপার তারে প্যাচিয়ে নিয়েছি। কাগজ প্যাচানো তার গাম দিয়ে পাতার সাথে লাগিয়ে দিয়েছি। একইভাবে আরও কিছু পাতা বানিয়ে নিয়েছি।
উপস্থাপন
সব শেষে বানানো গাদা ফুল ও পাতা একটি ফুলদানিতে রেখে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।
আশাকরি আমার আজকে রঙ্গিন কাগজ ও ক্রেপ পেপার দিয়ে বানানো পাতা সহ গাদা ফুলগুলো আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৫ ইং |
| মোবাইল | Samsung A-10 |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।


















https://x.com/selina_akh/status/1972694169375084816
Link
https://x.com/selina_akh/status/1972699085347147845
https://x.com/selina_akh/status/1972700793267535892
পাতা সহ গাদা ফুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপু আপনি অনেক পরিশ্রম করে কাজটি করেছেন। দেখে খুবই ভালো লাগলো আপু।
জি আপু বেশ সময় নিয়ে বানাতে হয়েছে এই ডাই পোস্টটি। ধন্যবাদ আপু।
যেভাবে আপনি আজকের এই সুন্দর ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটিকে একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ একই সাথে এখানে এটি শেয়ার করার মধ্য দিয়ে আপনার প্রতিভাকেও আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ রঙিন কাগজ দিয়ে যেভাবে আপনি এই ফুল তৈরি করেছেন তা তৈরি করতে আপনি অনেক বেশি সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে৷
চেস্টা করছি কিছুটা হলেও বাস্তবের মতো করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ।