ডাই পোস্টঃটিউলিপ ফুলের ডিজাইনের বুক মার্ক তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৫ই বৈশা্খ গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ। ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
উপকরণ
১। রঙ্গিন কাগজ
২।গ্লু
৩।কাঁচি
টিউপিল ফুল এর ডিজাইন এর বুক মার্ক তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে বিভিন্ন সাইজ ও বিভিন্ন রং এর তিন টুকরো কাগজ কেটে নিয়েছি।
ধাপ-২
প্রথমে টিউলিপ ফুল বানানোর জন্য ১০ সেঃমিঃX১০সেঃমিঃ সাইজের এক টুকরো কেটে নেয়া কাগজ নিয়ে নিলাম।
ধাপ-৩
কাগজের দু'কোনা কাগজের মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
কাগজের অতিরিক্ত অংশ দু'বার ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
কাগজের এক ভাঁজ খুলে উল্টো পাশে ভাঁজ করে নিয়েছি। দু'পাশের কোনা কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
পুনরায় কাগজের দু'পাশের কোনা কোনা করে ভাঁজ করে নিয়ে ফুলের পাপড়ি বানিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিয়েছি টিউলিপ ফুলটি
ধাপ-৭
ধাপ-৮
কাগজের দু'কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-৯
ভাঁজ করা সবুজ কাগজটি পুনরায় কোনা করে ভাঁজ করে নিয়েছি ছবির মতো করে।
ধাপ-১০
ভাঁজ করা কাগজটি দু'ভাঁজ করে নিয়েছি। দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।
ধাপ-১১
এবার ফুলের ডাল বানানোর জন্য সবুজ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি। কাগজটি চিকন করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-১২
উপস্থাপন
পোস্ট বিবরণ
পোস্ট | ডাই |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ১৮ই এপ্রিল, ২০২৫ইং |
লোকেশন | পার্বতীপুর-দিনাজপুর। |
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর বুক মার্ক তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের বুক মার্ক গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই বুক মার্ক টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না।
যেহেতু ৩টি অংশ বানাতে হয়েছে। তাই সময় লেগেছে। কিন্তু বানানোর পর বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
https://x.com/selina_akh/status/1913283432572240058
https://x.com/selina_akh/status/1913281818020991076
https://x.com/selina_akh/status/1913176902669680714
ফুলের ডিজাইনের বুক মার্ক তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। ফুলের ডিজাইনের বুক মার্ক দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপু। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া।
https://x.com/selina_akh/status/1913279265380118715
টিউলিপ ফুলের চমৎকার সুন্দর বুকমার্ক তৈরি করেছে আপু। দারুণ লাগছে ফুলটি।ধাপে ধাপে ফুল তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাগজের তৈরি টিউলিপ ফুল তৈরি পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আমার বানানো বুক মার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।