ডাই প্রজেক্টঃ প্রজাপতি ডিজাইন এর বুক মার্ক।

in আমার বাংলা ব্লগ6 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। প্রত্যাশা করি সবাই ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৮ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, শরৎকাল, ১৪৩১বঙ্গাব্দ। ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

b12.jfif

b14.jfif

বন্ধুরা,আজ আবারও নতুন আর একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হলাম একটি ডাই পোস্ট নিয়ে। আজকে আমি একটি বুক মার্ক তৈরির পদ্ধতি কয়েকটি ধাপের মাধ্যমে উপস্থাপন করবো। যে কেউ চাইলেই যেনো বুক মার্কটি তৈরি করতে পারেন। আজ একটু ভিন্নভাবে বুক মার্কটি তৈরি করেছি ।যারা বাই পড়তে পছন্দ করেন তাদের জন্য বুক মার্ক বেশ প্রয়োজনীয়। বুক মার্ক ব্যবহার করলে পৃষ্ঠা ভুল হবার সম্ভাবনা থাকে না। সেই সাথে একই পৃষ্ঠা বার বার পড়ার সম্ভাবনা তৈরি হয় না। যদিও এই বুক মার্কটি বানাতে পেরেছি আমি দু;বারের চেস্টায়। প্রথম আমি ভুল পার্শ্বে প্রজাপতিটি এঁকে নিয়েছিলাম। তাই সেটি বাদ দিয়ে আবার সঠিক ভাবে আঁকি। তাই বুক মার্কটি বানাতে একটু বেশি সময় লেগেছে। কিন্তু বানানোর পর আমার কাছে বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। এই ডাই প্রজেক্টটি তৈরিতে, আমি ব্যবহার করেছি আর্ট পেপার ও সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক প্রজাপতি ডিজাইন এর বুক মার্ক তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

b1.jfif

b11.jfif

১।আর্ট পেপার
২।কালো ও আকাশী রং এর সাইন পেন
৩।পেন্সিল
৪।স্কেল
৫।আকাশী রং এর পেন্সিল রং
৬।কাঁচি

প্রজাপতি ডিজাইন এর বুক মার্ক তৈরির ধাপ সমূহ

ধাপ-১

b2.jfif

b3.jfif

প্রথমে ৩০ সেঃ মিঃ X৭ সেঃ মিঃ সাইজের আর্ট পেপার কেটে নিয়েছি।কাগজের দু'প্রান্তে অর্ধেক প্রজাপতি এঁকে নিয়েছি।এবং মাঝখানে ২ সে;মিঃ সমান দাগ এঁকে নিয়েছি।

ধাপ-২

b4.jfif

এঁকে নেয়া প্রজাপতির দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৩

b5.jfif

b6.jfif

কালো রং এর সাইন পেন দিয়ে প্রজাপতির শরীর,শুর ও পাখার কিছু অংশ রং করে নিয়েছি।

ধাপ-৪

b7.jfif

এবার প্রজাপতির পাখা আকাশী রং এর সাইন পেন দিয়ে রং করে নিয়েছি। সেই সাথে কালো রং পেন দিয়ে পাখায় কিছু রেখা টেনে নিয়েছি।

ধাপ-৫

b7.jfif

b8.jfif

মাঝখানের ফাঁকা কাগজের অংশে পেন দিয়ে সঙ্খ-র মতো ডিজাইন এঁকে নিয়েছি। লাল সাইন পেন ও আকাশী রং এর পেন্সিল রং দিয়ে রং করে নিয়েছি।

ধাপ-৬

b13.jfif

অন্য পাশেও আকাশী রং করে নিয়েছি। যাতে সুন্দর লাগে।

ধাপ-৭

b15.jfif

b16.jfif

এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। সেই সাথে প্রজাপতির আঁকা অংশ বরাবর ভাঁজ করে নিয়েছি। ফলে একটি প্রজাপতি তৈরি হয়ে গেছে। আর এভাবেই তৈরি করে নিলাম প্রজাপতির ডিজাইন এর বুক মার্ক।

উপস্থাপন

b12.jfif

b18.jfif

আশাকরি প্রজাপতির ডিজাইন এর বুক মার্ক এর ডাই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina75
মোবাইলRedmi A-5
তারিখ৩রা অক্টোবর,২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

Sort:  
 6 months ago 

আপনি ডাই প্রজেক্ট করতে বেশ পছন্দ করেন বোঝা যায়। বিগত দিনেও আপনার হাতের কাজ দেখেছি। সবমিলিয়ে আপনার ডাই প্রজেক্ট মানে দারুন কিছু। আজকের প্রজাপতির আদলে তৈরি বুকমার্ক দারুন ছিল।

 6 months ago 

আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট করা। ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

আপু আপনার আর্ট চমৎকার হয়েছে। আসলে আপু মানুষের চেষ্টার শেষ নেই। মানুষ ইচ্ছে করলে সব পারে।আপনি দুবার হলেও পেরেছেন জেনে অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

ঠিক তাই মানুষ চেস্টা করলে সব পারে। দুইবারের চেস্টায় কাজ্টি করতে পেরে বেশ ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

এত সুন্দর বুকমার্ক দেখেই তো নিতে ইচ্ছে করছে আপু। সত্যি আপু প্রজাপতি দেখতে অনেক সুন্দর লাগছে। এই ধরনের বুকমার্কগুলো বেশ আকর্ষণীয় লাগে। দারুন হয়েছে আপু আপনার তৈরি করা বুকমার্ক।

 6 months ago 

এ ধরনের বুক মার্ক ব্যবহার করতে পারলে বেশ ভালো লাগে। আর এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 6 months ago 

প্রজাপতি ডিজাইন এর বুক মার্ক দেখতে বেশ সুন্দর লাগতেছে। প্রজাপতিরং ডানার মধ্যে রং করাতে চমৎকার ফুটে উঠেছে। ভালো লাগলো আপনার ভিন্ন রকম আয়োজন দেখে ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

প্রজাপতিটি যাতে সুন্দর লাগে তাই কালার করেছি। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 6 months ago 

প্রজাপতির বুক মার্ক দেখতে খুবই সুন্দর লাগছে আপু । বেশ চমৎকার ভাবে প্রজাপতির ডিজাইন এর বুক মার্ক তৈরি করেছেন আপনি। প্রজাপতির ডিজাইন খুবই দারুণ হয়েছে। আমাদের মাঝে পোস্ট ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এতো চমৎকার ডাই পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 6 months ago 

বুক মার্ক দেখতে এবং বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। এরকম একটি বুকমার্ক অনেকদিন আগে আমিও তৈরি করেছিলাম। খুব সুন্দর লাগে দেখতে। আপনার বুকমার্ক তৈরি চমৎকার হয়েছে। কালার কম্বিনেশনের কারণে আরো বেশি ভালো লাগছে। বইয়ের মাঝে রাখার কারণে খুব চমৎকার লাগছে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 6 months ago 

আমারও বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের বুক মার্ক বানাতে। আর আমার বানানো বুক মার্কটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 6 months ago 

প্রজাপতি ডিজাইন এর বুক মার্ক সুন্দরভাবে তৈরি করেছেন ।তৈরি করার প্রতিটি ধাপ মাঝে মাঝে শেয়ার করেছেন। খুব সহজেই ধাপগুলো অনুসরণ করলে আমরা এত সুন্দর প্রজাপতির ডিজাইনের বুকমার্ক তৈরি করতে পারব।

 6 months ago 

সহজভাবে উপস্থাপনের চেস্টা করেছি, যাতে সবাই ধাপগুলো দেখে বানাতে পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।