ডাই পোস্টঃ কাগজের ব্যাগ।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১লা চৈত্র, বসন্তকাল ১৪৩১ বঙ্গাব্দ।১৫ই মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু সপ্তাহে একটি করে ডাই পোস্ট শেয়ার করার চেস্টা করি। তাই আজও বানিয়ে নিলাম একটি কাগজের ব্যাগ। কালারফুল হওয়ায় ব্যাগটি দেখতে বেশ সুন্দর লাগছিলো। আর বেশ সহজ বানানো। তবে সময় কিছুটা বেশি লেগেছে ব্যাগটি বানাতে। যেহেতু কাগজ চিকন করে কেটে পাটি বুননের মতো করে বানাতে হয়েছে। কিন্তু বানানোর পর বেশ সুন্দর লাগছিল দেখতে। বাচ্চারা তাদের ছোট খাটো খেলনার জিনিস রাখতে পারবে এই ব্যাগটিতে। আর তাদের বানিয়ে দিলে বেশ খুশি হবে। এ ধরনের ক্রেফটিং এর কাজ আজকাল স্কু্ল গুলোতে শেখানো হচ্ছে। এর কারন বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধি করা। যাইহোক আমি ব্যাগটি বানাতে উপকরণ হিসাবে ব্যবহার করেছি রঙ্গিন কাগজ সহ আরো কিছু উপকরণ। চলুন দেখে নেয়া যাক কাগজের ব্যাগ তৈরির পদ্ধতি যা সবিস্তারে নিম্নে প্রদত্ত হলো।
উপকরণ
১।লাল ও হলুদ রং এর কাগজ
২।গ্লু
৩।কাঁচি
কাগজের ব্যাগ তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথম A4 সাইজের এক টুকরো হলুদ রং এর কাগজ নিয়েছি ব্যাগ বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে আড়াআড়িভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং স্কেল দিয়ে দুই ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি।
ধাপ-৩
দাগ বরাবর কাগজটিকে কেটে নিয়েছি।
ধাপ-৪
চিকন করে কিছু লাল রং এর কাগজ কেটে নিয়েছি।
ধাপ-৫
এবার লাল রং কাগজ হলুদ রঙের কাগজের কাটার মধ্যে একটি বাদ দিয়ে ঢুকিয়ে নিয়েছি। পাটি বানানোর মতো করে। এভাবে সম্পূর্ণটা গেঁথে নিয়েছি।
ধাপ-৬
এবার কাগজটির দু'পাশে গাম লাগিয়ে দু'পাশ লাগিয়ে ব্যাগ বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার ব্যাগের হাতল বানানোর জন্য লাল রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং ব্যাগের খোলা অংশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৮
এবার ব্যাগটিকে আরও সুন্দর করার জন্য ব্যাগের দুপাশে লাল রং এর কাগজ চিকন করে কেটে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এভাবেই বানিয়ে নিলাম সুন্দর একটি কাগজের ব্যাগ।
উপস্থাপন
আশাকরি আমার আজকে্র বানানো কাগজের তৈরি ব্যাগটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | ডাই |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ১৫ই মার্চ, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
কাগজ কেটে কত সুন্দর ব্যাগ বানিয়ে ফেলেছেন আপু। এমন সুন্দর ডাই পোস্ট দেখতে খুব ভালো লাগে। সবথেকে ভালো লাগছে ব্যাগের কালার কম্বিনেশনটি। আপনার সপ্রতিভ চিন্তাভাবনার প্রশংসা না করে পারছি না। ধাপে ধাপে সম্পূর্ণ ব্যাগটি বানানোর প্রক্রিয়াও ভীষণ সুন্দরভাবে শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ দাদা মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1900924991022956658
Daily task
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা ব্যাগ তৈরি করেছেন আপু। এভাবে একের পর এক বিভিন্ন কালারের ভাঁজ গুলো একসাথে দিতে অনেক বেশি সময় লেগে যায়। তবে তৈরি করার পর দেখতে ভীষণ সুন্দর লাগছে। খুব সময় নিয়ে কাজটা করেছেন বুঝা যাচ্ছে।
কাগজের বুননের জন্য সময় লেগেছে বেশি ব্যাগটি বানাতে। কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে ব্যাগটি। ধন্যবাদ আপু।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে বেশ চমৎকার একটি ব্যাগ বানিয়েছেন। আপনার এত সুন্দর ডাই প্রজেক্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। লাল ও হলুদ কালার কাগজের কম্বিনেশনের জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের কাজ করতে যথেষ্ট সময়ের প্রয়োজন। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক তাই এই ধরনের কাজ করতে সময় একটু বেশিই লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আরে বাহ, কাগজ দিয়ে দেখ তৈরি!!কাগজ দিয়ে যে কারো কত কিছু তৈরি করা যায়।আপনার কাগজের তৈরি ব্যাগটি দেখতে খুবই সুন্দর হয়েছে।দেখে যেন মনে হচ্ছে না এটি কাগজের তৈরি। মনে হচ্ছে প্লাস্টিক ব্যাগ। এত সুন্দর একটি হাতের কাজ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আসলেই কাগজ দিয়ে যে কত কিছু বানানো যায় তার হিসাব করা কঠিন। আর দেখতেও বেশ সুন্দর হয় এই কাজগুলো।
কাগজের ব্যাগ তৈরি করার অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার হাতের কাজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার চেস্টা যে আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
ভীষণ সুন্দর করে আপনি ব্যাগ তৈরি করেছেন। যা দেখি খুবই ভালো লাগছে। আপনার প্রতিভা যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি আপু। এত ধৈর্য ধরে নানান ধরনের কাজ আপনি করছেন নিয়মিত যা সত্যিই প্রশংসনীয়।
চেস্টা করছি আপু বিভিন্ন ধরনের কাজ করার আপনাদের উৎসাহে। ধন্যবাদ আপু।