ডাইঃকাপড় দিয়ে বানালাম এক জোড়া কানের দুল।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন। প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন।আজ ২৮শে পৌষ,শীতকাল ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
কয়কদিন খুবই ব্যস্ত সময় পার করছি। তাই নিয়ম করে কোন কাজই করা অসম্ভব হচ্ছে না।ডাক্তার দেখানোর জন্য চট্টগ্রাম থেকে ভাইয়া ভাবী এসেছে। তাই ঠিকভাবে সময় দিতে পারছি না আমার প্রিয় বাংলাব্লগে। শত ব্যস্ততার মাঝেও চেস্টা করছি নিয়মিত পোস্ট করতে। কিন্তু কমেন্ট ও ডিস্কোর্ডে তেমন সময় দিতে পারছি না। তবুও চেস্টা করছি নিজের এক্টিভিটি ধরে রখতে।বন্ধুরা নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আর তা হচ্ছে ডাই পোস্ট।কিছুদিন আগে কাপড়ের গলার মালা বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারই সাথে মিলিয়ে এক জোড়া কানের দুল বানালাম। আজ সেই কানের দুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।আজকাল কাপড়ের তৈরি জুয়েলারির ট্রেন্ড চলচ্ছে। ড্রেস এর সাথে মিলিয়ে পড়ছে মেয়েরা। আর তা দেখতেও বেশ ভালো লাগছে।কাপড়ের দুল জোড়া বানাতে আমি ব্যবহার করেছি কাপড় সহ আরও কিছু উপকরণ। যা সবিস্তারে নিম্নে প্রদত্ত করা হয়েছে। তাহলে দেরি না করে চলুন দেখে নেই বন্ধুরা কিভাবে তৈরি করলাম আজকের উপস্থাপিত কানের দুল জোড়া। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১। প্রিন্টেড কাপড়
২।গাম
৩।কাঁচি
৪।রুপালী পুথি
৫।সুঁই
৬।সুতা
৭।মেটালের ঝুমকা
৮।কাঠের বেস
৯।কড়ি
১০।মোটা কাগজ
১১।টপ
কানের দুল তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে কানের দুল বানানোর জন্য কাঠের বেস এর চেয়ে বড় করে এক টুকরো কাপড় কেটে নিয়েছি।
ধাপ-২
এবার কাপড়ের টুকরো চারপাশে কাঁথা সেলাই দিয়ে নিয়েছি। সেলাই এর মাঝখানে কাঠের বেসটি রেখে সুতা টেনে নিয়েছি এরপর সেলাই করে নিয়েছি ছবিতে যেভাবে দেখানো হয়েছে.
ধাপ-৩
এবার রুপালী পুথি কাপড়ের বেস এর একপাশে চারটি পরপর সেলাই করে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার একটি ঝুমকা সেলাই করে লাগিয়ে নিয়েছি। এবার আরও চারটি পুথি সেলাই করে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৫
এবার দু'টুকরো মোটা কাগজ কেটে নিয়েছি কাঠের বেস এর সমান করে। কাগজের টুকরোয় গাম দিয়ে কাপড় লাগিয়ে নিয়েছি। এবার এই টুকরোটি সেলাই করে যে বেসটি বানিয়ে ছিলাম ,তার যে দিকে সেলাই করেছি সেই দিকে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।একইভাবে দু'টো বানিয়ে নিয়েছি।
ধাপ-৬
এবার কড়ি লাগিয়ে নিয়েছি গাম দিয়ে বেস এর মাঝখানে যাতে দেখতে সুন্দর লাগে। আর এভাবেই বানিয়ে নিলাম কাপড় দিয়ে একজোড়া কানের দুল।
উপস্থাপন
আশাকরি আজকে কাপড়ের তৈরি কানের দু জোড়া আপনাদের ভালো লেগেছে।আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১২ই জানুয়ারি, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপু আপনার ক্রিয়েটিভ পোস্টগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকে কাপড় দিয়ে কানের দুল তৈরি করেছেন যেটা সত্যিই ইউনিক লেগেছে আমার কাছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
https://x.com/selina_akh/status/1878469116069363742
আপু সব ব্যস্ততা কাটিয়ে আপনি খুবই চমৎকার একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এই আইডিয়াটা খুবই ইউনিক লেগেছে। কাপড় দিয়ে যে এত সুন্দর কানের দুল বানানো যায় জানা ছিল না। সম্পূর্ণ বানানোর পর একদমই মনে হচ্ছে না এটা কাপড় দিয়ে বানিয়েছেন। কানে পড়লে বেশ সুন্দর দেখাবে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি আপু কাপড়ের গহনা ড্রেস এর সাথে মিলিয়ে পরলে দেখতে বেশ সুন্দর লাগে। আজকাল বেশ চলছে এ ধরনের গহনা। ধন্যবাদ আপু।
এত ব্যস্ত থাকার পরেও সময় করে খুব সুন্দর কানের দুল তৈরি করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আর নিজের তৈরি করা জিনিসগুলো ব্যবহার করার মজাটাই আলাদা। কানে পড়লে দেখতে বেশ ভালো লাগবে। তৈরি করার ধাপগুলো গুছিয়ে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চেস্টা করছি ব্যস্ততার মাঝেও কাজ করে যেতে। আমার বানানো গহনা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
আমি খেয়াল করে দেখেছি আপনি সব সময় ইউনিক পোস্ট করে থাকেন আপু। আপনার আজকের পোস্ট আমার কাছে দারুণ লেগেছে। কাপড় দিয়ে কত সুন্দর কানের দুল তৈরি করে ফেলেছেন।ব্যস্ততার মাঝেও এরকম সুন্দর একটি কানের দুল তৈরি করেছেন দেখে ভীষণ ভালো লাগছে। নিজের হাতে তৈরি করা জিনিস পড়তে ও ভালো লাগে। সুন্দর একটি কানের দুল তৈরি করার প্রতিটি ধাপ বিস্তারিত ভাবে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
একদম ।নিজের বানানো কোন কিছু পরার আনন্দই অন্য রকম। আর আমি সব সময় চেস্টা করি নতুন কিছু শেয়ার করার। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আসলে একটু চেষ্টা করলেই ভীষণ ভালো কিছু করা সম্ভব। আপনি প্রতিনিয়ত চমৎকার সব কাজ করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন। আজকের ডাই প্রজেক্ট অসম্ভব ভালো লেগেছে আমার কাছে।
আশাকরি এরকম চমৎকার কাজগুলো জারি রাখবেন।
ওরে বাবা আপনার এত বুদ্ধি! আপনার তো গুণের শেষ নেই দেখছি।একের ভিতর সব যাকে বলে। কাপড় দিয়ে এইভাবে দুল তৈরি করা যেতে পারে সেটা তো আমার চিন্তার বাহিরে ছিল। দিনগুলো এত কিউট হয়েছে। বানানোর পদ্ধতিটাও খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন আমি চাইলেই বানাতে পারবো এখন।আপনার সৃজনশীলতাকে স্যালুট জানাই।