ডাই পোস্টঃ বাংলা নববর্ষ উপলক্ষ্যে কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ8 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১লা বৈশাখ, গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ। ১৪ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

c18.jpg

c21.jpg

স্বাগত ১৪৩২ বঙ্গাব্দ। শুভ নববর্ষ। বাংলা বছরের প্রথম দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশেই বরণ করা হচ্ছে বাংলা নববর্ষকে। ঢাকাসহ সারাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ এক শ্রোতে সামিল হয়েছে, প্রাণের উৎসব নববর্ষ উদযাপন করতে। বর্ষবরণের সবচেয়ে বড় অনুষ্ঠান রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান এবং কেন্দ্রীয় ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আয়োজনে দেশের সবচেয়ে বড় শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। যা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। বন্ধুরা, নতুন বছরে সবার জীবন ভরে যাক সুখ শান্তি ও সমৃদ্ধিতে এই কামনা করি। প্রিয় আমার বাংলা ব্লগ অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাক আজকের দিনে এই কামনা করি।

প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজকের ডাই পোস্টটি বাংলা নববর্ষের শুভেচ্ছা কার্ড। যা নিবেদিত হলো আমার বাংলা ব্লগের সকল বন্ধুর জন্য। শুভেচ্ছা কার্ডটি তৈরি করতে ব্যবহার করেছি রঙিন কাগজ, কলমসহ আরও কিছু উপকরণ। অনেক কথা হলো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি হলো নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা কার্ডটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

c12.jpg

b41.jpg

১।A4 সাইজের রঙ্গিন কাগজ
২।পেন্সিল
৩।পেন্সিল কম্পাস
৪।গ্লু
৫।কাঁচি
৬।দু'রং এর জেল পেন
৭।সাইন পেন

নববর্ষের কার্ড তৈরির ধাপ সমূহ

ধাপ-১

c11.jpg

c10.jpg

প্রথমে সবুজ রং এর A4 সাইজের কাগজটিকে দু'ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

c9.jpg

লাল রং এর কাগজ গোল করে কেটে নিয়েছি।

ধাপ-৩

c8.jpg

গোল করে কাটা লাল রং এর কাগজটি সবুজ রং এর কাগজের মাঝ বরাবর গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৪

c7.jpg

লাল কাগজকে ঘিরে টেম্পল ডিজাইন এর কিছু মোটিভ এঁকে নিয়েছি গোলাপী জেল পেন দিয়ে।

ধাপ-৫

c6.jpg

টেম্পল ডিজাইন এর মাঝে আরও কিছু ডিজাইন এঁকে নিয়েছি সবুজ রং এর সাইন পেন দিয়ে।

ধাপ-৬

c5.jpg

সব শেষে সাদা জেল পেন দিয়ে বাংলা শুভ নববর্ষ ১৪৩২ লিখে দিয়েছি। এবং লাল জেল পেন দিয়ে কার্ড এর দু'কোনায় কিছু ডিজাইন এঁকে কার্ড বানানো শেষ করেছি।

উপস্থাপন

c18.jpg

c21.jpg

c5.jpg

আশাকরি আমার আজকে্ বাং নব বর্ষ উপলক্ষ্যে বানানো কার্ডটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টডাই
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ১৪ই এপ্রিল, ২০২৫ইং
লোকেশনপার্বতীপুর-দিনাজপুর।

পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 8 days ago 

xp1.png

xp2.png

xp3.png

 8 days ago 

প্রথমেই আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই আপু। নববর্ষ উপলক্ষে আপনি খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করার মাধ্যমে আমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের ডাই প্রজেক্ট দেখে। কালার কম্বিনেশনটা খুবই চমৎকার লাগছে দেখতে। এত সুন্দর একটা কার্ড তৈরি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 7 days ago 

আমার চেস্টা যে আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 8 days ago 

বাংলার নববর্ষ উপলক্ষে আপনার তৈরি করা কার্ডটি দেখে বিমোহিত হয়ে গেলাম। চমৎকারভাবে ডিজাইন করেছেন। রঙিনভাবে তৈরি করাতে আরো চমৎকার দেখাচ্ছে। কার্ড তৈরির প্রত্যেকটা প্রসেস খুবই সুন্দর এবং সহজবদ্ধভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে আপনার আজকের পোস্টটি দুর্দান্ত হয়েছে।

 6 days ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 8 days ago 

বাংলা নববর্ষ উপলক্ষ্যে কার্ড তৈরি করেছেন।অপূর্ব ডিজাইন! রঙের সমন্বয় ও শুভেচ্ছাবার্তা খুবই আকর্ষণীয়।কার্ডটির ক্রিয়েটিভিটি দেখে মনটা আনন্দে ভরে গেল।আপনার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।কার্ডের মধ্যে বাংলা সংস্কৃতির ছোঁয়া খুব সুন্দর ফুটে উঠেছে। বাংলা নববর্ষে সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

 8 days ago 

cmc.png

 8 days ago 

বাঙালি মানে সংস্কৃতির চুড়ায়ই বসে থাকা একটি জাতি। আর এই জাতিরই নববর্ষ উপলক্ষে আপনি চমৎকার গ্রিটিংস কার্ড বানিয়েছেন। ইংরেজি নববর্ষের আগে আমরা ছোটবেলা এরকম অনেক কিছুই বানাতাম কিন্তু এখন আর সেসব বানানো হয়ে ওঠে না। আপনাদের নববর্ষকে ঘিরে এত আবেগ বেশি খুবই ভালো লাগছে।

 6 days ago 

স্কুল থাকাকালীন এ ধরনের কার্ড বানিয়ে বন্ধুদের উপহার দিতাম।এখন আবার বাংলা ব্লগে বানিয়ে শেয়ার করি।বেশ ভালো লাগে।

 7 days ago 

আমাদের ছোটবেলায় এইধরনের কার্ডের বেশ প্রচলণ ছিল। কিন্তু এখন সেটা নেই বললেই চলে। পহেলা বৈশাখ উপলক্ষে কার্ডটা আপনি বেশ দারুণ তৈরি করেছেন আপু। খুবই সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 7 days ago 

স্কুলে থাকার সময় এ ধরনের অনেক কার্ড বানাতাম। আর বন্ধুদের গিফট দিতাম। এখন সেই রেওয়াজ নেই বললেই চলে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

 7 days ago 

বাংলা নববর্ষ উপলক্ষে আপনি খুব চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। আর আপনার বানানো কার্ড কিন্তু অসাধারণ হয়েছে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে নববর্ষ উপলক্ষে কার্ড বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 days ago 

এ ধরনের কাজগুলো করতে বেশ ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।