আর্টঃম্যান্ডালা অংকন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ৩০শে বৈশাখ,গ্রীষ্মকাল ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ একটু ভিন্নভাবে ম্যান্ডালা আর্টটি করেছি। আমি চেস্টা করি একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার। এতে কাজে এক ঘেয়েমী আসে না। এবং নতুন নতুন কাজ করার প্রতি আগ্রহ তৈরি হয়। যদিও ম্যান্ডালা করতে আমি বেশ পছন্দ করি। তাই এই আর্ট সব সময় একইভাবে না এঁকে একটু ভিন্নভাবে আঁকার চেস্টা করি। আজও তাই করেছি। এবং আর্টটি শেষ করার পর দেখতে বেশ ভালই লাগছিল। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ ও রঙ্গিন জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
উপকরণ
১।সাদা কাগজ
২।কালো ও গোলাপী রং এর জেল পেন
৩।পেন্সিল
৪।পেন্সিল কম্পাস
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি সাদা কাগজে পেন্সিল দিয়ে।
ধাপ-২
আয়তক্ষেত্রের এক কোনায় পেন্সিল দিয়ে কয়েকটি অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি।
ধাপ-৩
চওড়া অর্ধ বৃত্তগুলোতে কিছু ডিজাইন এঁকে নিয়েছি কালো রং এর জেল পেন দিয়ে।
ধাপ-৪
গোলাপী রং জেল পেন দিয়ে চিকন করে আঁকা অর্ধ বৃত্তগুলো রং করে নিয়েছি। সেই সাথে ছোট অর্ধ বৃত্তে আঁকা ডিজাইন রং করে নিয়েছি।
ধাপ-৫
একইভাবে অন্যান্য অর্ধ বৃত্তগুলোতেও বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি।
ধাপ-৬
আয়তক্ষেত্রের ফাঁকা অংশে গোলাপী রং এর জেল পেন দিয়ে ডট ডট দিয়ে ভরাট করে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।
ধাপ-৭
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Samsung Galaxy A-10 |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ১৩ই মে, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু। দেখতে ভীষণ ভালো লাগছে। কালারফুল হওয়ায় বেশি ভালো লাগছে। চমৎকার ম্যান্ডেলা অঙ্কন করার সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ আপু।
মাঝে মাঝে কালারফুল আর্ট করতে বেশ ভাল লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
https://x.com/selina_akh/status/1922293207624212945
আজকে আপনি খুব সুন্দর একটি ম্যান্ডালা আর্ট করেছেন। আপনার ম্যান্ডালা আর্ট দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে ম্যান্ডালা আর্ট এর মধ্যে ছোট ছোট ডিজাইনগুলোর কারণে দেখতে চমৎকার লাগলো। ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ম্যান্ডালা আর্ট করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
অনেক ধন্যবাদ আপু।
আপনার তৈরি করা ম্যান্ডেলা আর্টটি অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। কালো এবং গোলাপি রঙের সুন্দর কম্বিনেশন করেছেন আপনার এই অঙ্কনে। অনেক সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি আপনার এই ম্যান্ডেলা আর্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
Link
https://x.com/selina_akh/status/1922294020530663780
https://x.com/selina_akh/status/1922295319632494871
https://x.com/selina_akh/status/1922296260368760969
অসাধারণ একটি ব্লগ পোস্ট হয়েছে! আপনার ম্যান্ডালা আর্টের প্রতি ভালবাসা ও সৃজনশীলতার প্রতি দায়বদ্ধতা এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। আপনি যেভাবে একঘেয়েমি এড়িয়ে নতুন ধরণের ডিজাইন নিয়ে কাজ করছেন, তা সত্যিই প্রশংসনীয়। পাঠক হিসেবে এমন ভিন্নধর্মী আর্ট দেখার সুযোগ পাওয়া সবসময়ই আনন্দের।
একই রকম কাজ না করে নতুন নতুন কাজ করতে বেশ ভাল লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
খুব চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন আপু । সিম্পল এর মধ্যেও আর্ট টি বেশ সুন্দর ভাবে ফুটে উঠেছে।বেশ আকর্ষণীয় লাগছে আপনার করা আর্ট টি দেখতে।ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সিম্পল হলেও আঁকতে বেশ সময় লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
খুব সুন্দর একটি ম্যান্ডেল আর্ট করেছেন। আপনার ম্যান্ডেলা আর্ট দেখে অনেকে ভালো লাগলো মেন্ডেলা। কালারফুল হওয়াতে আরো বেশি ভালো লাগছে। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু আপনাকে।
অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।