ডাই পোস্টঃ কাগজ দিয়ে মৌমাছি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৫শে আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ৯ই জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।রঙ্গিন কাগজ
২।পেন্সিল
৩।গাম
৪।কালো ও লাল রং এর সাইন পেন
৫।কাঁচি
৬।সাদা জেল পেন
৭,কৌটার ঢাকনা
কাগজ দিয়ে মৌমাছি তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে হ্লুদ রং এর কাগজে দু'টো বৃত্ত এঁকে নিয়েছি কৌটার ঢাকনার সাহায্যে। বৃত্ত দুটো কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
ধাপ - ২
চিকন করে কালো কালো রং এর কাগজ কেটে নিয়েছি।
ধাপ - ৩
চিকন করে কাটা কালো কাগজগুলো গাম দিয়ে বড় বৃত্তটি লাগিয়ে নিয়েছি গাম দিয়ে। অতিরিক্ত কালো কাগজের অংশ কেটে নিয়েছি।
ধাপ - ৪
এবার হলুদ রং এর ছোট গোল কাগজটি, বড় করে কাটা গোল কাগজটির সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়ে মৌমাছির শরীর বানিয়ে নিয়েছি।
ধাপ - ৫
ধাপ - ৬
চিকন করে কালো রং এর কাগজ কেটে নিয়েছি লেজ বানানোর জন্য। কেটে নেয়া লেজটি মৌমাছির শরীরের সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৭
এবং কালো ও সাদা রং এর কালম দিয়ে মৌমাছির চোখ ও মুখ এঁকে নিয়েছি।
ধাপ-৮
হুল দু'টো মৌমাছির মাথার সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ৯
আবারও কমলা রং এর কাগজ গোল করে কেটে নিয়েছি দুটি। মৌমাছির পাখা বানানোর জন্য।
ধাপ-১০
উপস্থাপন
আশাকরি আমার আজকে কাগজ দিয়ে বানানো মৌমাছিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৯ই জুলাই, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাইগুলো তৈরি করতে। এরকম সুন্দর মৌমাছি দেখে অনেক বেশি ভালো লাগলো।
নিখুঁতভাবে করলে ডাই গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তাই চেস্টা করি নিখুঁতভাবে করতে।
https://x.com/selina_akh/status/1942974870431895984
Link
https://x.com/selina_akh/status/1942975293733601767
https://x.com/selina_akh/status/1942976201523712071
https://x.com/selina_akh/status/1942976719859916947
https://x.com/selina_akh/status/1942977867685736612
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি খুব সুন্দর একটি ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তৈরি করা রঙিন কাগজের মৌমাছিটি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।আপনি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছি যাতে যে কেউ বানাতে পারেন এই পোস্ট দেখে। ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর সুন্দর diy তৈরি করলে আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই ধরনের diy গুলো একটু বেশি সুন্দর হয়। আপনার এই diy টা দেখে বোঝা যাচ্ছে এটা আপনি প্রচুর পরিমাণে সময়, ধৈর্য এবং দক্ষতা দিয়ে তৈরি করেছেন। রঙিন কাগজের কালার আরো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এধরনের দক্ষতা মূলক কাজ দেখলে প্রশংসা না করে থাকা যায় না।
diy গুলো সময় নিয়ে করলে সুন্দর হয়। আমিও তাই করার চেস্টা করি।ধন্যবাদ ভাইয়া।
কাগজের তৈরি মৌমাছি অনেক সুন্দর হয়েছে আপু। কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি প্রতিনিয়তই দারুন দারুন পোস্ট উপস্থাপন করেন আপু।
ঠিক তাই কাগজের তৈরি যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।