ডাই পোস্টঃ ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৭ই শ্রাবণ ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২২শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।কালো কাগজ
৪।্মোটা বোর্ড
৫।গাম
৬।কাঁচি
৭।পেন্সিল
ওয়ালমেট তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
মোটা বোর্ড এ বৃত্ত এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।
ধাপ - ২
পেন্সিলের দাগ বরাবর কেটে নিয়েছি।গোল করে কাটা বোর্ড টিতে কালো রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়ে ওয়াওলমেট এর বেজ বানিয়ে নিয়েছি।
ধাপ - ৩
সবুজ রং এর ক্লে দিয়ে কিছু পাতা বানিয়ে নিয়েছি।
ধাপ - ৪
এরপর সবুজ রং এর ক্লে চিকন করে নিয়েছি ডাল বানানোর জন্য।
ধাপ - ৫
এবার বানানো পাতা ও ডাল গাম দিয়ে ওয়ালমেট এর বেজ এর উপর লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৬
খয়েরি রং এর ক্লে গোল করে বসিয়ে দিয়েছি ডালের উপর। এবং ক্লে টুলস দিয়ে তাতে কিছু রেখা এঁকে নিয়েছি।এবং তার চারপাশে হলুদ রং এর ক্লে গোল করে বসিয়ে দিয়েছি। হলুদ ্বলগুলো ক্লে টুলস দিয়ে চাপ দিয়ে পাতার শেপ বানিয়ে নিয়েছি সূর্যমূখি ফুলের। একইভাবে অন্য আরেকটি সূর্যমূখি ফুল বানিয়ে নিয়েছি।
##ধাপ-৭
ওয়ালমেটটি যাতে দেখতে সুন্দর লাগে সে জনয হাল্কা গোলাপী ক্লে দিয়ে বল বানিয়ে ওয়ালমেট এর চার পাশে বসিয়ে দিয়েছি। ব্যাস তৈরি করে নিলাম ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট।
উপস্থাপন
আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২২শে জুলাই, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
এত সুন্দর ডাই দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর ডাই দেখে আমি অনেক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/selina_akh/status/1947705587363373128
Link
https://x.com/selina_akh/status/1947706505698173023
https://x.com/selina_akh/status/1947657188731953615
ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো দেখতে বেশ ভালই লাগে। এই ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
ক্লে দিয়ে বানানো যে কোন জিনিস আমার কাছে বেশ ভালো লাগে। আর বানাতেও ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে বেশ ভালো লাগে। অনেকদিন হলো এরকম ওয়ালমেট চোখে পড়ে না। অনেকদিন পর এরকম একটি পোস্ট দেখলাম। এক্সামের কারণে সময় পায়না সেজন্য আর পোস্টগুলো দেখা হয় না। সুন্দর একটি ওয়ালমেট দেখে খুব ভালো লাগবে। এরকম ওয়ালমেট গুলো আমি ঘরে সাজিয়ে রাখতে অনেক পছন্দ করি। বেশ ভালো লাগলো আপু। সম্পূর্ণ প্রসেস সুন্দর এবং সাবলীল ভাষায় তুলে ধরার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ক্লে দিয়ে সৃষ্ট সুর্যমুখি ফুলের ওয়ালমেটটি নিঃসন্দেহে সৃজনশীলতার এক দারুণ নিদর্শন। ব্লগে আপনার কাজের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরায় নতুনরা সহজেই অনুপ্রাণিত হবে। নিজের হাতে বানানো এমন একটি শৈল্পিক জিনিস ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং আপনার শিল্পবোধের প্রতিফলন ঘটায়।
অসম্ভব ভালো লাগলো দেখে আপনার হাতের কাজ। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে এই ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করা লাগে। সুন্দর সুন্দর ডাই তৈরি করলে নিজের ভেতরে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে থাকে অনেক সুন্দর ভাবে। আমি তো অনেক বেশি ভালোবাসি এই ধরনের ডাইগুলো তৈরি করতে। এরকম সুন্দর ডাই সব সময় দেখতে চাই।