ডাই পোস্টঃ রঙ্গিন কাগজ দিয়ে প্রদীপ তৈরি।

in আমার বাংলা ব্লগ5 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, হেমন্ত কাল ।২০ শে অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d4.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ দীপাবলি। প্রদীপের আলোয় আলোকিত হোক সকলের জীবন। আর এই দীপাবলিকে উদ্দেশ্য করেই আজ বানানলাম কাগজের প্রদীপ। আর সেই কাগজের প্রদীপ বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। রঙ্গিন কাগজ দিয়ে বানানো যে কোন জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। আর অনেক কিছুই বানানো সম্ভব এই কাগজ দিয়ে।প্রদীপটি বানানোর পর দেখতে বেশ সুন্দর লাগছিলো। মনে হচ্ছে কাগজের প্রদীপটি জ্বলছে। প্রদীপটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর কাগজ ও গাম সহ আরও কিছু উপকরণ।প্রদীপটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

d12.jpg

১।বিভিন্ন রং এর কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।পেন্সিল
৫।বয়ামের ঢাকনা

দীপাবলি উপলক্ষ্যেকাগজ দিয়ে প্রদীপ তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d13.jpg

d14.jpg

প্রথমে একটি গোল ঢাকনা কাগজের বসিয়ে বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ - ২

d15.jpg

d16.jpg

d17.jpg

আঁকা বৃত্তটি কাঁচি দিয়ে কেটে নিয়ে ছবির মতো করে চার'ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ৩

d18.jpg

d19.jpg

d20.jpg

ছবির মতো করে গাম লাগিয়ে নিয়েছি। এতে একটা ডিজাইন তৈরি হয়েছে।

ধাপ - ৪

d21.jpg

একইভাবে বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

d22.jpg

d23.jpg

d24.jpg

এবার একই রং এর কাগজগুলো একটির সাথে অন্যটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

d25.jpg

d26.jpg

d27.jpg

d5.jpg

এবার রং অনুযায়ী একটির সাথে অন্যটি গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এতে একটা গোল শেপ তৈরি হয়েছে। দেখতে অনেকটা অর্ধ বলের মতো হয়েছে।

ধাপ-৭

d6.jpg

এবার এক টুকরো বেগুনী রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি। প্রদীপ এর শলতে বানানোর জন্য।

ধাপ-৮

d7.jpg

d8.jpg

লাল ও হলুদ রং এর কাগজ প্রদীপের আলোর মতো করে কেটে নিয়েছি। এবং হলুদ রং এর কাগজের উপর লাল রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৯

d10.jpg

এবার বানানো প্রদীপের শলতে ও আলো পূর্বে বানানো প্রদীপের ভিতরে ঢুকিয়ে দিয়ে কাগজের প্রদীপ বানানো শেষ করেছি।

উপস্থাপন

d3.jpg

d4.jpg

d11.jpg

আশাকরি আমার আজকে রঙ্গিন কাগজ দিয়ে দীপাবলী উপল্ক্ষ্যে বানানো প্রদীপটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২০ শে অক্টোবর ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 4 hours ago 

xp1.png

 4 hours ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি প্রদীপ তৈরি করেছেন। প্রদীপ টি দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের কাজ করতে সময় লাগলো ও তৈরি করার পর দেখতে ভালোই লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।