ডাই পোস্টঃ ক্লে দিয়ে ব্যাঙ তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১২ই শ্রাবণ ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ২৭শে জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্লে দিয়ে একটি ব্যাঙ বানিয়েছি, সেই ব্যাঙ বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।ক্লে দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর হয়। আর বানাতেও বেশ ভাল লাগে।ব্যাঙটি বানানোর পর বেশ সুন্দর ও কিউট লাগছিলো দেখতে। এই ব্যাঙটি ছোট বাচ্চাদের দিলে বেশ আনন্দ পাবে। আর এই ব্যাঙ বানানোর সময় যদি বাসার ছোট বাচ্চাদের সাথে নিয়ে বানানো হয় তবে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে।ব্যাঙ বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ ।ব্যাঙটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।কালো সাইন পেন
ক্লে দিয়ে ব্যাঙ তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে হলুদ ও নীল রং এর ক্লে একত্রে মিশিয়ে সবুজ রং এর ক্লে বানিয়ে নিয়েছি। এরপর বানানো সবুজ রং এর ক্লে কিছুটা নিয়ে একটা বল বানিয়ে নিয়েছি।
ধাপ - ২
একইভাবে সবুজ রং এর ক্লে আরও কিছুটা নিয়ে ওভাল শেপ দিয়ে নিয়েছি।
ধাপ - ৩
এবার বলের উপর ওভাল শেপটি বাসিয়ে দিয়ে ব্যাঙের শরীর বানিয়ে নিয়েছি।
ধাপ - ৪
এবার একটা সবুজ ছোট বল বানিয়ে নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়েছি। সবুজ বলের উপর সাদা ক্লে বসিয়ে দিয়ে ব্যাঙের দু'টো চোখ বানিয়ে নিয়েছি।
ধাপ - ৫
এবার বানানো চোখ দু'টি ব্যাঙের মাথার সাথে যুক্ত করে দিয়েছি। এবং সাদা ক্লে চ্যাপ্টা করে ব্যাঙের পেটের মধ্যে লাগিয়ে দিয়েছি।
ধাপ - ৬
এবার সবুজ রং এর ক্লে দিয়ে পা বানিয়ে ব্যাঙের শরীরের পিছনে ও সামনে লাগিয়ে দিয়েছি।
ধাপ-৭
এবার গোলাপী রং এর ক্লে দিয়ে ব্যাঙের গলায় বো বানিয়ে দিয়েছি। এবং কালো রং এর সাইন পেন দিয়ে ব্যাঙের চোখ ও মুখ এঁকে ব্যাঙ বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো ব্যাঙটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৭শে জুলাই, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1949499783607201794
Link
https://x.com/selina_akh/status/1949501997855789148
https://x.com/selina_akh/status/1949500680659743083
https://x.com/selina_akh/status/1949501593558413740
Upvoted! Thank you for supporting witness @jswit.
ব্যাঙটি দেখতে অসাধারণ ছিল। আসলে আপু ক্লের তৈরি জিনিস গুলো অনেক ভালো লাগে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ডাই আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ক্লে ব্যবহার করে চমৎকার একটি ব্যাঙ তৈরি ।করেছেন। দেখতে খুব কিউট লাগছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ও সহজ ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন ভালো লাগলো দেখে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
ক্লে ব্যবহার করে খুব সুন্দর একটি ব্যাঙ তৈরি করলেন। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে আমার কাছে এমনিতেও ভীষণ ভালো লাগে। আমি নিজেও ছোটখাটো জিনিসগুলো তৈরি করার চেষ্টা করি। বেশ কিউট লাগলো আপনার তৈরি করা ব্যাঙ। এত সুন্দর করে তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
এই ধরনের কাজগুলো আমি খুব একটা পারিনা। ক্লে দিয়ে ব্যাঙ তৈরির পদ্ধতি দেখে খুবই ভালো লেগেছে। চমৎকারভাবে পুরো পদ্ধতি তুলে ধরেছেন আপু। ধন্যবাদ আপনাকে।