ডাই প্রজেক্টঃ রঙ্গিন কাগজ দিয়ে নয়নতারা ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি ।আজ্ ২১ জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ,০৪ জুন,২০২৩ খ্রীস্টাব্দ।। প্রতিদিনের মত আমার বাংলা ব্লগে, আজও একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে ডাই প্রজেক্ট। আমি চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ডাই প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে নয়নতারা ফুল তৈরি করার চেস্টা করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানালে আমার ভালো লাগবে। আজকের ডাই প্রজেক্টটের ফুল তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি দুই কালারের রঙ্গিন কাগজ,তার,গাম সহ আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই ,কিভাবে তৈরি হলো রঙ্গিন কাগজ দিয়ে নয়নতারা ফুলের তোড়া। আশাকরি ভাল লাগবে আপনাদের।

f1.jpg

উপকরণ

f4.jpg

১। রঙ্গিন কাগজ দু'রং এর (গোলাপী ও সবুজ)
২।গাম
৩। চিকন তার
৪। কাচি
৫।পেন্সিল
৬।মোটা কাগজ
৭।মোম রং

তৈরির পদ্ধতি

ধাপ-১

f5.jpg

প্রথমে এক টুকরো মোটা কাগজ দিয়ে যে ফুল তৈরি করবো সে ফুলের ফর্মা কেটে নিয়েছি। আমি নয়নতারা ফুল বানাবো ,তাই নয়নতারা ফুলের ফর্মা কেটে নিয়েছি।

ধাপ-২

f7.jpg

f6.jpg

ফর্মা গোলাপী রং এর কাগজে বসিয়ে ফুল একে নিয়েছি । এবং দাগ বরাবর কেটে নিয়েছি। এভাবে কয়েক পিস কেটে নিয়েছি।

ধাপ-৩

f12.jpg

এবার সবুজ রং এর কাগজ দিয়ে পাতা কেটে নিয়েছি।

ধাপ-৪

f9.jpg

f10.jpg

এবার সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং তারে প্যাচিয়ে নিয়েছি। পাতার ডাল তৈরি করার জন্য।

ধাপ-৫

f13.jpg

f20.jpg

সবুজ কাগজ দিয়ে প্যাচিয়ে নেয়া তারটি গাম দিয়ে পাতারর সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

f8.jpg

এবার কেটে নেয়া ফুলের মাঝখানে মোম রং দিয়ে ডিপ গোলাপী রং করে নিয়েছি।

ধাপ-৭

f11.jpg

সবুজ কাগজ প্যাচিয়ে নেয়া তারের এক মাথা একটু বাঁকা করে নিয়েছি । এবং তৈরি করা ফুলের মাঝখানে ঢুকিয়ে দিয়েছি। আর এভাবেই তৈরি করে নিয়েছি নয়নতারা ফুল।

উপস্থাপন

f1.jpg

f3.jpg

আজকের কাগজ দিয়ে তৈরি করা নয়নতারা ফুলটি আশাকরি, আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার ডাই প্রজেক্ট পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
পোস্ট তৈরি@selina75
তারিখ৪ জুন,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে খুব চমৎকার নয়ন তারা ফুল তৈরি করেছেন । ফুল গুলো দেখতে সত্যি খুব ভালো লাগলো। ফুল তৈরি করার দক্ষতা আপনার খুবই অসাধারণ। কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। কাগজ দিয়ে ফুল তৈরি করা প্রক্রিয়া সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে নয়নতারা ফুল তৈরি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এধরনের রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখলে ভীষণ ভালো লাগে। আমিও ডাই প্রজেক্ট করতে অনেক বেশি পছন্দ করি। আপু আপনার নয়নতারা ফুল কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমি চেস্টা করেছি কতটুকু হয়েছে বলতে পারব না।। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করেছেন আপু। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন ধরনের জিনিস তৈরি করলে বেশ ভালো দেখায়। এইটা টেবিল এর উপর রাখলে দেখতে বেশ ভালো লাগবে। রঙিন কাগজ দিয়ে নকশা গুলো তৈরি করে ওয়ালমেট হিসেবে ব্যবহার করা যায়। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া রঙ্গিন কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপু আপনাকে কি আর বলব আপনি ইদানিং এত সুন্দর সুন্দর পোস্টন শেয়ার করেন দেখে অনেক ভালো লাগে। আপনি তো অসাধারণ একটি ডাই পোস্ট শেয়ার করলেন। আজকে রঙিন কাগজ দিয়ে নয়ন তারা ফুল তৈরি করলেন। সত্যিই এত সুন্দর সুন্দর আইডি আপনাদের মাথায় আসে ভাবতেও বেশ অবাক লাগে। অনেক ধন্যবাদ আপনাকে নয়ন তারা ফুলগুলো দেখতে আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

রহিম কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে সেটা দেখতে ভীষণ ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে নয়নতারা ফুল তৈরি করেছেন। আপনি খুব সুন্দর দক্ষতা দেখিয়েছেন। প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদেরকে দেখেছেন এবং শেয়ার করেছেন আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে নয়নতারা ফুল তৈরি অসাধারণ হয়েছে। এতো সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন দেখে সত্যিকারের ফুলের মতোই হয়েছে। অসাধারণ ছিলো আপনার ডাই পোস্ট।

 2 years ago 

আমি চেস্টা করেছি।অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার নয়নতারা ফুল বানিয়েছেন। আমি তো মনে করলাম প্রথমে এটি কোন ফটোগ্রাফি হবে। সত্যি বলতে নয়ন তারা ফুল কাগজ দিয়ে আপনি বানিয়ে ফেলেছেন। আপনার প্রশংসা করতে হয়। রঙিন কাগজের নয়নতারা ফুল অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু।