রঙ্গিন কাগজ কেটে ডিজাইন তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ২১কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৬ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।
বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ আমি উপস্থাপন করবো রঙ্গিন কাগজ কেটে তৈরি করা একটি সুন্দর ডিজাইন। আগে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে এভাবে কাগজ কেটে ডিজাইন তৈরি করে সাজাতো।এখন আবার পহেলা বৈশাখ সহ বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের কাগজের ডিজাইনের কাজ চোখে পরছে। পুরানো সাজ আবার ফিরে আসছে নতুন ভাবে। আমি আজ সেই রকম একটি কাগজের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো। এ ধরনের ডিজাইন তৈরিতে এক বিশেষ কাগজ ব্যবহার করা হয়। যা বেশ পাতলা। ফলে কাটতে সুবিধা হয়। আমি সে কাগজ না পেয়ে পোস্টার পেপার ব্যবহার করেছি। উপকরণ হিসাবে ব্যবহার করেছি কাগজ সহ সামান্য কিছু উপকরন যা পোস্টে বিশদভাবে তুলে ধরা হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ধাপে ধাপে দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম আজকের কাগজের ডিজাইনটি।
তৈরির উপকরণসমূহ
১।রঙ্গিন কাগজ
২।কাঁচি
৩। পেন্সিল
তৈরির পদ্ধতি
ধাপ-১
প্রথমে ১৬ ইঞ্চিX৬ইঞ্চি সাইজের এক টুকরো কাগজ কেটে নিয়েছি। ডিজাইনটি তৈরি করার জন্য।
ধাপ-২
কেটে নেয়া কাগজটিকে দুই ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
এবার ৩ইঞ্চি সাইজ করে কাগজটিকে আবার চার ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
চার ভাঁজ করে নেয়া কাগজটিকে পুনরায় আবার ভাঁজ করে নিয়েছি। এবং পছন্দের নকশাটি এঁকে নিয়েছি।
ধাপ-৫
কাচি দিয়ে দাগ বরাবর কেটে নিয়েছি।
ধাপ-৬
এবার ভাঁজ খুলে নিলেই তৈরি হয়ে গেছে একটি সুন্দর কাগজের ডিজাইন।
উপস্থাপন
আশাকরি আমার রঙ্গিন কাগজ কেটে ডিজাইন তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ডাই ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
শ্রেণী | কাগজের নকশা |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina75 |
তারিখ | ৬ নভেম্বর, ২০২৩ |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
কাগজের ভাজে কাগজের উপরে নকশা কেটে অনেক সুন্দর ডিজাইন তৈরি করেছেন। কাগজ গুলোকে কিভাবে কেটেছেন সেটা ও পর্যায়ক্রমে আমাদেরকে দেখিয়েছেন। আপনার কাজের দক্ষতা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু রঙিন কাগজ কেটে খুব সুন্দর নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে।এই ধরনের নকশা দরজার সামনে লাগিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
আসলে আগেকার দিনে বিয়ের অনুষ্ঠানগুলো যেন এই রঙিন কাগজের নকশা ছাড়া হতোই না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হয়েছে। এগুলোর প্রয়োজনীয়তাও ফুরিয়ে গিয়েছে ।তারপরেও রঙিন কাগজ কেটে এধরনের জিনিস বানাতে ভীষণ ভালো লাগে ।আপনার রঙিন কাগজের নকশাটিও বেশ চমৎকার হয়েছে ।ধন্যবাদ আপনাকে।
এখন আবার পহেলা বৈশাখ -এ ধরনের কাগজের ডিজাইন দিয়ে সাজাতে দেখা যায়। অনেক ধন্যবাদ আপু।
আগের দিনে যেকোনো অনুষ্ঠানে এ ধরনের কাগজ কেটে নকশা দিয়ে ঘর সাজানো হতো।বিশেষ করে আগের সময়ের মুভিতে দেখতে পাই।খুব সুন্দর লাগলো আপু আপনার নকশাটি।আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু ।
এই নকশা ডিজাইনগুলো সাধারণত আগে বিয়ের অনুষ্ঠানে বা যেকোনো বড় অনুষ্ঠানে দেখা যেত। এই ডিজাইনগুলো তৈরি করা যাই খুব সহজেই শুধু একটু সতর্ক থাকতে হয় । কাগজের ভাঁজগুলো এবং কাটিং পারফেক্ট করতে হয় তা না হলে পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যায়।
ঠিক তাই আপু কাটতে হয় সাবধানে তা নাহলে নস্ট হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপু।
জ্বী আপু পহেলা বৈশাখ ও বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের কাগজের ডিজাইন চোখে পড়ে এবং আপনি দারুন দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি রঙ্গিন কাগজ কেটে ডিজাইন তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আপনার কাজগুলি বরাবরের মতো ভীষণ ভালো লাগে।
নতুন ভাবে এ কাজ আবার দেখা যাচ্ছে।ধন্যবাদ ভাইয়া
আপনি ঠিক বলছেন। আগে বিয়ে বাড়ি বা কোন অনুষ্ঠান হলে এইরকম কাগজ দিয়ে ডিজাইন তৈরি করতো।আপনিও বেশ চমৎকার ভাবে কাগজের তৈরি ডিজাইন তৈরি করছেন।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
রঙিন কাগজ কেটে খুবই চমৎকার একটি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলেই আগে বিয়ে বাড়ি সহ অন্যান্য অনেক অনুষ্ঠানে এই রঙিন কাগজ কেটে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা হতো। আর এই ডিজাইন তৈরি করার ক্ষেত্রে পাতলা কাগজ ব্যবহার করাটা জরুরী বলে আমি মনে করি এতে কাটাকাটি করতে অনেক বেশি সুবিধা হয়। ডিজাইনটি সিম্পল হলেও অনেক গর্জিয়াস শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আগে বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের কাগজের ডিজাইন কেটে সাজানো হতো। তবে এখন পহেলা বৈশাখে সাজানো হয়। ধন্যবাদ ভাইয়া।