DIY " ক্লে দিয়ে বেশ কয়েকটি ইমোজি তৈরি।
আসসালামুয়ালাইকুম ......
......এবং হিন্দু ভাই বোনদের কে আদাব........।
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন নতুন সদস্য, এই প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছি। সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে । আজকে আমি আপনাদের সাথে ডাই পোস্ট ; ক্লে দিয়ে ইমোজি তৈরি করা শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।
আজকে প্রথম আমি নিজে হতে ক্লে দিয়ে কিছু তৈরি করলাম।এর আগে কখনো কিছু তৈরি করা হয়নি।তাই আজকে আমি ক্লে নিয়ে কিছু তৈরি করার জন্য বসেছিলাম। তবে কি তৈরি করবো ,এটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনার পরে হঠাৎ মাথায় আইডিয়া আছে ইমোজি তৈরি করার । এই ইমোজি গুলো আমরা আমাদের ফোনের কিবোর্ডে কম বেশি সবাই ব্যবহার করি ।যে ভাবনা সেই কাজ শুরু করে দিলাম। ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগে। আর এগুলো তৈরি করা ও খুব একটা কঠিন নয় ।তবে আমার কাছে ক্লে দিয়ে ইমোজি গুলো তৈরি করতে অনেক ভালো লেগেছিল। চলুন এবার শুরু করা যাক।
- কয়েকটি রঙ্গের ক্লে।
প্রথমে হলুদ রঙ্গের প্যাকেট থেকে ক্লে গুলো বের করে গোল বল করে নিলাম ।তারপরে ক্লে টি একটি রুটি মত বানিয়ে নিলাম ।
![]() | ![]() |
---|
এরপরে একটি বোতলের ঢাকনার সাহায্য গোল গোল করে ক্লে গুলো কেটে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর গোল করা ক্লে গুলো,ইমোজি মুখ তৈরি জন্য একটি ছোট ঢাকনা দিয়ে মুখ বানিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
😎
তারপরে চশমা পড়া ইমোজির জন্য কালো রঙ্গের একটু ক্লে নিয়ে ছোট গোল করে কেটে চশমা বানিয়ে নিয়ে হলুদ রঙ্গের উপরে চশমা বসিয়ে দিলাম ।
![]() | ![]() |
---|
😁
এরপর হাঁসির ইমোজি তৈরি জন্য সাদা রঙ্গের ক্লে নিয়ে দাঁত বানিয়ে নিলাম।সাথে কালো রঙ্গের ক্লে দিয়ে ভুরু বানিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
😍
এরপর লাল রঙ্গের ক্লে নিয়ে দুই টি লাভ বানিয়ে হার্ড ইমোজি তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
আর এভাবেই আমার ফোনের কিবোর্ডে দেখে দেখে বেশ কয়েকটি দারুন দারুন ইমোজি তৈরি করে নিলাম।
😂
😒
😛
তারপরে ইমোজি গুলোকে একটু সুন্দর দেখানো জন্য, আমি একটু মেকাপে করিয়ে দেই 🤭 । আমার মেকাপের হাই-লাইটার দিয়ে ইমোজি গুলোর গাল গোলাপ করে নিলাম।
হাই-লাইটার দিয়ে ইমোজি গুলো দেখে আমার কাছে আর ও বেশ ভালো লাগছে।
এই ছিল আজকের ডাই পোস্ট আমার হাতে তৈরি ক্লে দিয়ে ইমোজি । আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মন্তব্য করে জানাবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল ।
Device | Infinix hot 12 play |
---|---|
Camera | 13 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ক্লে দিয়ে তৈরি করা ইমোজি গুলো দেখতে পে চমৎকার দেখাচ্ছিল। ক্লে দিয়ে অনেকেই অনেক ধরনের জিনিস তৈরি করে তবে আপনি অনেক ইউনিক একটা জিনিস আমাদের মনে উপস্থাপন করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে এমন চমৎকার একটি জিনিস শেয়ার করার জন্য।
আপনার অভিজ্ঞতা দেখে মুগ্ধ হলাম আমি। অনেক সুন্দর ভাবে আপনি বেশ কয়েক প্রকার ইমোজি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। আপনার চমৎকার এই ইমোজি গুলো একদম অরিজিনাল ইমোজির মতো হয়েছে। ক্লে দিয়ে এমন সুন্দর ইমোজি তৈরি করে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ।
ক্লে দিয়ে কী দুর্দান্ত ইমোজি তৈরি করলেন সবকটি। ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে তৈরীর প্রক্রিয়াটি স্বচ্ছ ভাবে বর্ণনা করলেন পোষ্টের মাধ্যমে। আপনার সৃজনশীল কাজকর্ম আমার বেশ ভালো লাগলো। ইমোজিগুলি আজকের ডিজিটাল দুনিয়ায় ভীষণ পরিচিত এবং গুরুত্বপূর্ণ। আপনি টপিক হিসাবে এত সুন্দর একটি প্রাসঙ্গিক বিষয়কে তুলে নিয়েছেন যা দেখে আমার খুব ভালো লাগলো।
ক্লে দিয়ে খুব সুন্দর কয়েকটা ইমোজি তৈরি করেছেন। হাসির ইমোজি গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। দারুন হয়েছে আপনার তৈরি করা এই ইমোজি। বেশ কিউট লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর ইমোজি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।