বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ডাই শেয়ার করব। আমি প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ডাই করে তা তোমাদের সাথে শেয়ার করে থাকি। এই ডাই গুলো করা সত্যিই অনেক সময় সাপেক্ষ। অনেকটা ধৈর্য না থাকলে এই ডাই গুলো আসলে করা যায় না। ছোটবেলায় এই ডাই গুলো আমি অনেক করতাম। কিন্তু বড় হওয়ার পরে আর কখনো করা হয়নি সেভাবে। তবে এই প্লাটফর্মে যোগদানের পর থেকে পুনরায় এই ধরনের কাজ করা শুরু করেছি। এই ডাই গুলো তৈরি করার পর যখন আমি শেয়ার করি, তোমাদের কাছ থেকে ভালো ভালো কমেন্ট পাই, যা আমার কাজের উৎসাহকে আরো অনেকগুন বাড়িয়ে দেয়। যাইহোক, আজকে তোমাদের সাথে বসন্তের রঙিন কিছু ফুল সহ ফুলের ঝুড়ি তৈরি করে দেখাবো। এটি আমি কেমন করে তৈরি করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম।

প্রয়োজনীয় উপকরণ:
●বিভিন্ন কালারের পেপার
●কার্ডবোর্ড
●আঠা
●এক্রোলিক কালার
●তুলি
●টিস্যু
●কম্পাস
●কাঁচি
●স্কেল
●পেন্সিল

💐 প্রথম ধাপ 💐
প্রথম ধাপে, পেন্সিলের সাহায্যে একটি ফুলের ঝুড়ি অঙ্কন করে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।
💐 দ্বিতীয় ধাপ 💐
এবার কাঁচির সাহায্যে কিছু কার্ডবোর্ড ছোট ছোট করে কেটে নিয়ে আঠার সাহায্যে তা ঝুড়ির উপর পরপর লাগিয়ে নিলাম।
💐 তৃতীয় ধাপ 💐
এইবার সেই ঝুড়িতে ছোট ছোট কার্ডবোর্ড গুলোর উপরে এবং ঝুড়ির উপরের অংশে আঠার সাহায্যে টিস্যু লাগিয়ে নিলাম এবং এক্রোলিক কালার দিয়ে ঝুড়িতে টিস্যু লাগানো অংশগুলোতে কালার করে নিলাম।
💐 চতুর্থ ধাপ 💐
এবার সবুজ কালারের পেপার ৪/৫ সেন্টিমিটার মাপে মেপে নিয়ে কাঁচির সাহায্যে কেটে পাতা তৈরি করে পাতাটি মাঝ বরাবর ভাঁজ করে তা আবারো জিক জ্যাক করে ভাঁজ করে নিলাম চিত্রের মতন করে । এইবার এই ধাপ গুলো অনুসরণ করে আরো কিছু সংখ্যক পাতা তৈরি করে নিলাম।
💐 পঞ্চম ধাপ 💐
এইবার আরো একটি কালার পেপারের উপর বৃত্ত অঙ্কন করে তা কয়েকবার মাঝ বরাবর ভাঁজ করে কাঁচির সাহায্যে কেটে ফুল তৈরি করে নিলাম। এখন একটি হলুদ কালারের কাগজ মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে তা কাঁচির সাহায্যে কুঁচি কুঁচি করে কেটে গোল করে পেঁচিয়ে আঠার সাহায্যে জোড়া লাগিয়ে ফুলের উপরে বসিয়ে নিলাম। এই ধাপগুলো পুনরায় অনুসরন করে, আরো কয়েক প্রকারের কালার পেপার দিয়ে কিছু সংখ্যক ফুল তৈরি করে নিলাম।
💐 ষষ্ঠ ধাপ 💐
এখন আঠার সাহায্যে চতুর্থ ধাপে তৈরি করা পাতাগুলো এবং পঞ্চম ধাপে তৈরি করা ফুলগুলো ঝুড়ির উপর লাগিয়ে নিলাম। এইভাবে আমার ডাই তৈরির কাজটি সম্পন্ন করলাম।


পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ডাই মেকার ও ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ডাই টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

ফুলসহ ফুলের ঝুড়ি জাস্ট অসাধারণ লাগছে ভাইয়া।কার্ড বোর্ড দিয়ে বেশ সুন্দর ঝুড়ি তৈরি করেছেন।ফুলগুলো তে বসন্ত ঋতুর সৌন্দর্য প্রকাশ পেয়েছে আসলেই।মাইন্ড ব্লয়িং একটি ডাই ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
প্রশংসা মূলক মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এই ডাই টি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, তা জেনে অনেক খুশি হলাম।
ফুল সহ ফুলের ঝুড়ি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। ফুলের ঝুড়ি টা অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনার ডাই প্রজেক্ট মানেই হচ্ছে নতুন কিছু দাদা। আপনার ডাই প্রজেক্ট দেখলে সবাই খুশি হবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
এত সুন্দর ভাবে আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো আপনার এই মন্তব্য টি পড়ে।
ফুলসহ ফুলের ঝুড়ির অসাধারণ একটি সুন্দর সৌন্দর্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।
সত্যি দাদা দেখে অবাক হয়েছে এবং মুগ্ধ হয়েছি এর সৌন্দর্য উপভোগ করে।
মনে হচ্ছে যেন এক টুকরো বসন্ত।
কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটেছে ।
শুভকামনা থাকলো দাদা।
আমার শেয়ার করা এই ফুলসহ ফুলের ঝুড়িটি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, তা জেনে অনেক ভালো লাগলো ভাই। আপনার প্রশংসা মূলক এই মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
একদম রিয়েলিস্টিক হয়েছে।আমি তো ঝুড়িটাকে সত্যকার ভেবে নিয়েছিলাম।ফুলগুলোও অনেক সুন্দর হয়েছে। তবে বানাতে যে বেশ খানিকটা সময় লেগেছে তা স্পষ্ট। ধন্যবাদ দাদা সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
ভাই, এটি বানাতে আমার প্রায় পাঁচ ঘণ্টার মতো সময় লেগে গেছে। যাইহোক, আপনার কাছে আমার এই ডাই পোস্টটি সুন্দর লেগেছে , জেনে অনেক খুশি হলাম।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলের ঝুড়ি তৈরি করেছেন। যেটা দেখতে খুবই অসাধারণ লাগছে ভাই। এই ধরনের জিনিসগুলো তৈরি করতে বেশ ভালো লাগে। তাছাড়া এই ধরনের ফুল গুলা ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ চমৎকার লাগে। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
আমার এই ডাই টির প্রশংসা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ ভাই ঠিক কথা বলেছেন,এই ধরনের ফুল গুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ চমৎকার লাগে।
সু স্বাগতম ভাই।
আপনি বসন্ত কাল উপলক্ষে ফুল সহ ফুলের ঝুড়ি তৈরি করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনার ঝুড়ি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ফুলের ঝুড়ি টি দেখে মনে হচ্ছে, এটি একটি বাস্তব ফুলের ঝুড়ি। আপনি সব সময় আমাদের কে সুন্দর সুন্দর ডাই পোস্ট উপহার দিয়ে থাকেন। আপনার তৈরি করা আজকের ডাই পোস্ট টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
চেষ্টা করি ভাই, সুন্দর সুন্দর ডাই পোস্ট আপনাদের উপহার দেওয়ার জন্য। যাইহোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার এই সুন্দর মন্তব্যের জন্য।
রঙিন কাগজ ব্যবহার করে অনেকগুলো ফুল এবং ফুলের ঝুড়ি তৈরি করেছেন।দেখে মুগ্ধ হয়ে গেলাম । রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে তা দেখতে অনেক সুন্দর লাগে। বিভিন্ন কালারের রঙিন পেপার ব্যবহার করে ফুলগুলো তৈরি করায় এটি দেখতে আরো বেশি চমৎকার হয়েছে । ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
আপু, আপনি আমার এই ডাই টি দেখে মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক খুশির বিষয়। ধন্যবাদ, আপনার প্রশংসা মূলক এই মন্তব্যের জন্য।
এই ধরনের ডাই গুলো তৈরি করার জন্য ধৈর্যের প্রয়োজন অনেক বেশি হয়ে থাকে। ধৈর্য ধরে যদি এই কাজগুলো করা হয়, তাহলে বেশি সুন্দর হয়। এমনকি এই কাজগুলো করতে অনেক বেশি সময়েরও প্রয়োজন হয়। বসন্তের বিভিন্ন কালারের অনেকগুলো ফুল তৈরি করেছেন আপনি। তারপর আবার অনেক সুন্দর একটা ঝুড়ি তৈরি করেছেন। সব মিলিয়ে আপনার তৈরি করা এই সুন্দর ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এগুলোর পাশাপাশি আবার পাতাও সুন্দরভাবে তৈরি করেছেন, দেখে অনেক সুন্দর লাগলো। সত্যি আপনার তৈরি করা এই ডাই দেখে আমি মুগ্ধ হয়েছি।
আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্যটি শেয়ার করার মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে।
খুবই সুন্দর ফুলের ফুল তৈরি করেছেন। আর এই ফুলের ঝুড়িতে বসন্তের ফুল গুলো ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার ডাইপোস্টটি দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ও দক্ষতার সাথে আমাদের মাঝে ফুলের ওয়ালমেট শেয়ার করলেন দেখে খুবই ভালো লাগলো।
আমার শেয়ার করা এই ডাই পোস্ট টি দেখে আপনি মুগ্ধ হয়ে গেছেন, জেনে অনেক খুশি হলাম ভাই।
এক কথায় অসাধারণ একটি ফুল সহ ঝুরি তৈরি করেছেন। আপনার তৈরি রঙিন ফুলসহ ফুলের ঝুড়ি আমার কাছে বেশ ভালো লেগেছে। এধরনের কাজ করতে বেশ ভালই লাগে আমার কাছে। একটু সময় লাগলেও যখন কাজ সম্পন্ন হয় তখন দেখতে অনেক সুন্দর দেখায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা এই ফুলসহ ফুলের ঝুড়ির ডাই টি যে আপনার কাছে বেশ ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনাকে, আপনার এই প্রশংসা মূলক মন্তব্যটির জন্য।