বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি ডাই পোস্ট শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের ডাই তোমাদের সাথে শেয়ার করে থাকি। প্রতি সপ্তাহের নতুন নতুন ডাই তৈরি করা সত্যিই একটা চ্যালেঞ্জিং কাজ। তবে অন্যান্য কাজগুলোর পাশাপাশি এই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে, তাই চ্যালেঞ্জিং হলেও প্রতি সপ্তাহে এই কাজগুলো আমি করে থাকি । আজকে তোমাদের সাথে ফুলসহ একটি ফুলদানি তৈরি করে দেখাবো। এই ধরনের ডাই বেশি যদিও আমার করা হয় না, অন্য ধরনের ডাই বেশি করা হয় । যাইহোক, আজকের ডাই পোস্টের ফুলদানিটি আমি কেমন করে তৈরি করেছি, তার ধাপগুলো আমি নিচে শেয়ার করলাম। আশা করি, তোমাদের এটি ভালো লাগবে। তাছাড়া, নিচের ধাপ গুলো অনুসরণ করে এটি তৈরির পদ্ধতি সম্পর্কে তোমরা বিস্তারিত জানতেও পারবে।


প্রয়োজনীয় উপকরণ:
▪️বিভিন্ন কালারের পেপার
▪️কার্ডবোর্ড
▪️এক্রোলিক কালার
▪️টিস্যু
▪️আঠা
▪️পেন্সিল
▪️কাঁচি
▪️স্কেল
▪️পুঁতি
▪️তুলি

প্রথম ধাপ
প্রথম ধাপে, কার্ডবোর্ডের উপরে পেন্সিলের সাহায্যে ফুলদানি অঙ্কন করে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম।এবার ফুলদানির উপরে আঠা দিয়ে তার উপরে টিস্যু লাগিয়ে অতিরিক্ত টিস্যু কাঁচির সাহায্যে কেটে নিলাম।
দ্বিতীয় ধাপ
এখন কালো এক্রোলিক কালারের সাহায্যে তৈরি ফুলদানিতে কালার করে, হলুদ কালারের এক্রোলিক কালার নিয়ে ফুলদানির উপরে ডিজাইন করে নিলাম তুলির সাহায্যে।
তৃতীয় ধাপ
এই ধাপে, আরও একটি কার্ডবোর্ডের উপরে পেন্সিলের সাহায্যে চিত্রের মত এঁকে নিয়ে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম । এরপর কালো কালারের পেপার কাঁচির সাহায্যে কেটে তা দিয়ে কিছু সংখ্যক কাঠির মতো তৈরি করে নিলাম। তারপর আঠার সাহায্যে কেটে নেওয়া কার্ডবোর্ডটির উপরে পরপর কাঠিগুলো লাগিয়ে নিলাম এবং তার উপরে আঠা দিয়ে পূর্বে তৈরি করা ফুলদানিটির উপরে বসিয়ে নিলাম।
চতুর্থ ধাপ
এবার একটি কালার পেপারে স্কেলের সাহায্যে ৬/৬ সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে তা কাঁচির সাহায্যে কেটে নিলাম। তারপর চিত্রের ধাপগুলো অনুসরণ করে ফুলটি তৈরি করে তার উপরে পুঁতি লাগিয়ে নিলাম আঠার সাহায্যে।
পঞ্চম ধাপ
এই ধাপে, আরও কয়েকটি ভিন্ন কালারের পেপার ৬/৬ সেমি দৈর্ঘ্য প্রস্থে মেপে উপরের ধাপ অনুসরণ করে আরও কয়েকটি ভিন্ন কালারের ফুল তৈরি করে নিলাম। এবার আঠার সাহায্যে কিছু ফুল ফুলদানির উপরের কাঠি গুলোতে লাগিয়ে নিলাম।

ষষ্ঠ ধাপ
বাকি ফুলগুলোও আগের ধাপের মত করে লাগিয়ে নিলাম ফুলদানির উপরের কাঠিতে। এভাবেই আমার ফুলসহ ফুলদানি তৈরির কাজটি সম্পন্ন করলাম।



পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ডাই মেকার ও ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা ফুলসহ ফুলদানি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

কাগজের ফুলসহ ফুলদানি তৈরি অসাধারণ হয়েছে দেখতে। পেয়ে মুগ্ধ হলাম। আসলে আপনার ডাই পোস্ট গুলো আমার খুবই ভালো লাগে। এত সুন্দর ভাবে আপনি তৈরি করে থাকেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগে। আজকেরটা অসাধারণ ছিল।
আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমার শেয়ার করা কাগজের ফুলসহ ফুলদানি টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুব খুশি হলাম আমি।
কাগজের ফুলসহ ফুলদানি তৈরি দারুণ বানিয়েছেন দাদা।এই কাজ গুলো সত্যি চ্যালেঞ্জিং তবে অনেক সুন্দর লাগে দেখতে।ধাপে ধাপে চমৎকার সুন্দর করে ফুলদানি বানানো পদ্ধতি দক্ষিতার সাথে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।
রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সবসময় অনেক বেশি সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে চমৎকার ভাবে ফুল সহ ফুলদানি তৈরি করেছেন। যেটা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া ভিন্ন ভিন্ন কালারের ফুল তৈরি করার জন্য দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা এই ফুলসহ ফুলদানি টি দেখে আপনার কাছে যে ভীষণ ভালো লেগেছে, এটা জেনে আমারও অনেক ভালো লাগলো ভাই। আপনার এই প্রশংসামূলক মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
কাগজ দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করা যায় আর এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনি কাগজ দিয়ে ফুল সব ফুলদানি তৈরি করেছেন। তৈরির ফাইনাল লুকটা ভীষণ ভালো লাগছে। এত চমৎকার ভাবে তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার এই সুন্দর মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমার এই ফুলদানি তৈরির ফাইনাল লুকটা যে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, এটা জেনে অনেক খুশি হলাম আমি।
ফুলদানি তৈরির ব্যাপার টা বেশি ভালো লেগেছে আমার কাজে। কাগজের ফুল সহ ফুলদানি টা বেশ সুন্দর তৈরি করেছেন ভাই। দুইটাই বেশ সুন্দর লাগছে। পোস্ট টা খুবই সুন্দর উপস্থাপন করেছেন। পোস্টের প্রতিটা ধাপ বেশ চমৎকার উপস্থাপন করে নিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমি চেষ্টা করেছি ভাই, পোস্টের প্রতিটা ধাপ বেশ চমৎকারভাবে এখানে উপস্থাপন করার জন্য। আপনার এই মন্তব্যটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
রঙিন কাগজের ফুলসহ সুন্দর ফুলদানি তৈরি করেছেন দেখে খুব ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে এরকম সুন্দর সুন্দর ফুল গুলো তৈরি করলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর করে বিভিন্ন কালারের রঙিন কাগজ দিয়ে ফুলগুলো তৈরি করেছেন। আর ফুলের ভেতরে পুঁতি দেওয়ার কারণে দেখতে আরো বেশি ভালো লাগতেছে। অনেক সুন্দর করে ফুলদানিটা তৈরি করেছেন। আর ফুলদানির মধ্যে ডিজাইন করাতে আরো সুন্দর হয়েছে। দক্ষতার সাথে পুরো কাজটা সম্পন্ন করেছেন সত্যি প্রশংসা তো করতে হচ্ছে।
এত সুন্দর ভাবে আমার এই কাজের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আমি চেষ্টা করেছি ভাই, ফুলসহ ফুলদানিটি সুন্দর করে তৈরি করার জন্য।
কাগজের ফুলসহ দারুন একটি ফুলদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। নিখুঁতভাবে আপনি কাজগুলো আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন। তেমনি আজকের এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পোস্টগুলো যে আপনার কাছে অনেক ভালো লাগে, এটা জেনে অনেক খুশি হলাম । আমি সবসময় চেষ্টা করি আপু, নিখুঁতভাবে আমার কাজগুলো আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আপনি কাগজের ফুলসহ দারুণ একটি ফুলদানি তৈরি করেছেন। ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়াও আপনি রং দিয়ে খুব সুন্দর করে ফুলদানি নকশা করেছেন। বিভিন্ন ধরনের ফুল গুলো দেখে আমি রীতিমতো মুগ্ধ হলাম। আমাদের মাঝে চমৎকার একটি পোস্ট উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
আমার শেয়ার করা এই ফুলসহ ফুলদানিটি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা জেনে অনেক ভালো লাগলো ভাই।
বাহ অসাধারণ আপনি বিভিন্ন ধরনের কাগজ এবং কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর ফুলদানি বানিয়েছেন। তবে ফুলদানির মধ্যে ফুলের মাঝে পুঁতি ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। সত্যি বলতে আপনার কাগজের ফুলদানি তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর করে সময় দিয়ে ফুলদানি তৈরি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।
আমার শেয়ার করা কাগজের এই ফুলসহ ফুলদানি টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন। সেই সাথে সুন্দর একটা ফুলদানিও তৈরি করলেন দেখে খুব ভালো লাগলো। এরকমভাবে রঙিন কাগজ ব্যবহার করে কোন কিছু তৈরি করা হলে দেখতে অনেক সুন্দর লাগে। ভিন্ন ভিন্ন কালারের ফুল গুলোকে দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়েছি। আর অনেক সুন্দর একটা ফুলদানি তৈরি করেছেন। দেখে তো মনে হচ্ছে সত্যিকারের একটা ফুলদানির মধ্যে কিছু তাজা ফুল রাখা হয়েছে। দুর্দান্ত লেগেছে আমার কাছে একেবারে পুরোটা দেখতে।
আমার শেয়ার করা ফুলসহ ফুলদানি টি দেখতে আপনার কাছে যে দুর্দান্ত লেগেছে, এটা জেনে অনেক ভালো লাগলো আপু। ওভারঅল আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।