জল রং দিয়ে অসাধারণ সুন্দর ফুলের অংকন [10% beneficiary to @shy-fox]
আসসালামুয়ালাইকুম,
সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি।
অনেকদিন হয়ে গেল জল রং দিয়ে কোন অংকন করছি না। আজকে হঠাৎ ভাবলাম একটা ফুলের অঙ্কন করি আর সব সময় যদি অঙ্কন করা হয় তাহলে অঙ্কনের চর্চাটা ভালো থাকে।
আমার অংকন করতে বেশ ভালো লাগে, বিশেষ করে জল রং দিয়ে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বা ফুলের অঙ্কন করতে আমার সত্যিই খুব ভালো লাগে। কিন্তু আমার বাবুর জন্য বিশেষ করে অঙ্কন করাটা খুবই অসম্ভব হয়ে যায় কারণ যখনই অঙ্কন করতে বসি তখনই ও খুবই বিরক্ত করে। তাই ও যখন ঘুমায় রাত বারোটা অথবা একটার দিকে আমি অংকন করতে বসি।
জানিনা জল রং দিয়ে ফুলের অংকনটি আপনাদের কেমন লাগবে?আশা করি আপনাদের ভালো লাগবে।
তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন,কিভাবে আমি জল রং দিয়ে খুবই সুন্দর একটি ফুলের অঙ্কন করেছি তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।
জল রং দিয়ে ফুলের অংকনের উপকরণ | সমূহ |
---|---|
সাদা কাগজ | |
লাল জল রং | |
সবুজ জল রং | |
বেগুনি জল রং |
প্রথমে আমি একটি সাদা কাগজে জল রং দিয়ে ফুল এঁকে নিলাম এভাবে।
![]() | ![]() |
---|
লাল রং দিয়ে ফুল আঁকা হয়ে গেলে, এবার আমি আবার লাল রং দিয়ে ফুলের কলি এঁকে নিব।ফুলের কলি আঁকা হলে, বেগুনি রং দিয়ে ফুলের মধ্যে রং করে নিব।
![]() | ![]() |
---|
বেগুনি রং দিয়ে ফুলের মধ্যে রং করা হয়ে গেলে,এবার আমি সবুজ রং দিয়ে ফুলের কলির নিচের অংশ পাতা এবং ডাল এঁকে নিলাম এভাবে।
গাছের ডাল এবং পাতা আঁকা হলে,এবার আমি ফুলের সাথে একটা ডাল এঁকে সবুজ রং দিয়ে পাতা এঁকে নিব এবং ফুল গাছের নিচের অংশে বড় বড় দুটো পাতা সবুজ রঙ দিয়ে এঁকে আমার অংকনটি সম্পন্ন করলাম।।
বন্ধুরা, জল রং দিয়ে ফুলের অংকনটি আপনাদের কেমন লেগেছে?যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।
ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আসলে অংকন একটা চর্চার ব্যাপার চর্চা না করলে অনেকদিন পরে অংকন করতে বসলে মনে হচ্ছে যে কিছুই হয়না। আর বাসায় ছোট বাচ্চা থাকলে তো কথায় নাই আঁকার কোন উপায় নেই তারপরও ওর ভিতর দিয়ে আঁকতে হয়। আপনি কিন্তু জল রং দিয়ে খুব সুন্দর ফুল এঁকেছেন। লাল আর সবুজ কালারের করার কারণে ফুল গুলো দেখতে অনেক ভালো লাগছে।
আসলে অংকন একটা চর্চার ব্যাপার চর্চা না করলে অনেকদিন পরে অংকন করতে বসলে মনে হচ্ছে যে কিছুই হয়নাএই কথা একেবারে সত্যি।আমি চেষ্টা করেছি আমার অঙ্গনটি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য। আমার কাছে লাল আর সবুজ রং অনেক পছন্দের ।আপনার মন্তব্য গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু।
লাল সবুজের সমন্বয়ে অনেক সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন করেছেন আর জল রং দিয়ে অঙ্কন করায় লাল-সবুজের সৌন্দর্য আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন সবুজ পাতার উপর সত্যিকারের লাল ফুল গুলো ফুটে আছে। জল রং দিয়ে অসাধারণ সুন্দর ফুলের চিত্র অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি জল রং দিয়ে খুব সুন্দর ভাবে ফুলের পেইন্টিং করেছেন। জল রংয়ের পেইন্টিং দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে জল রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছে খুব ভালো লাগে। আপনার আর্টিস্ট খুবই সুন্দর হয়েছে । এত দুর্দান্ত আট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
জল রং দিয়ে পেইন্টিং করতে আমার কাছেও খুব ভালো লাগে।আমি চেষ্টা করেছি আমার অঙ্গনটি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য।আপনার কাছে সুন্দর লেগেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ।দোয়া করবেন আমি যেন সামনে আরো নতুন নতুন চিত্রাংকন আপনাদের মাঝে উপহার দিতে পারি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।
জল রং দিয়ে খুবই সুন্দর ফুলের চিত্র অঙ্কন করেছেন। চিত্রটি দেখে আমার খুবই ভালো লেগেছে। ধাপে ধাপে উপস্থাপন দেখে আরো শিখতে পারলাম শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।