রঙিন কাগজের ফুল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের ফুল।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের রঙিন কাগজের ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
রঙিন কাগজটি বর্গ আকারে ছোট ছোট করে কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
প্রথমে বর্গাকারের কাগজটি মাঝামাঝি অংশ থেকে ভাঁজ দিতে হবে তাহলে ত্রিভুজ আকৃতির শেভ ধারণ করবে।
ধাপ-৪ঃ
এবার কাঁচি দিয়ে রঙিন কাগজটি কেটে নিতে হবে।
কাগজটি ছাড়িয়ে নিতে হবে তাহলে ফুলের পাপড়ির মতো একটা আকৃতি পাওয়া যাবে।
ধাপ-৫ঃ
ঠিক একইভাবে বেশ কয়েকটি ফুলের পাপড়ি তৈরি করে নিতে হবে।
ধাপ-৬ঃ
আবার পুরোপুরি রঙিন কাগজ নিতে হবে।
ধাপ-৭ঃ
এবার এবার রঙিন কাগজ পেঁচিয়ে স্টিক তৈরি করে নিতে হবে।
ধাপ-৮ঃ
এবার স্টিকের এক অংশে কাগজ পেঁচিয়ে ফুলের পাপড়ি লাগিয়ে দিতে হবে।
ধাপ-৯ঃ
পর্যায়ক্রমে ধাপে ধাপে সব গুলো পাপড়ি একসাথে যুক্ত করে নিলেই তৈরি হয়ে গেল রঙিন কাগজের ফুল। এবার পরিবেশন করতে হবে।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

আপনার তৈরি করা রঙিন কাগজের ফুলটি দেখতে ভীষণই চমৎকার হয়েছে। বেশ সুন্দর করে আপনি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন এই সুন্দর ফুল তৈরি পদ্ধতি। ভীষণ ভালো লাগলো এত সুন্দর একটি ফুল দেখে ধন্যবাদ।
0.00 SBD,
0.50 STEEM,
0.50 SP
খুবই চমৎকার একটি রঙিন কাগজের ফুল তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ দিয়ে তৈরি করা যেকোনো জিনিস দেখতে ভীষণ সুন্দর লাগে। আপনার তৈরি ফুলটি ও ভীষণই সুন্দর হয়েছে। ফুলদানিতে সাজিয়ে রাখলে মন্দ লাগবে না। সুন্দর উপস্থাপনায় ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
0.00 SBD,
0.49 STEEM,
0.49 SP
দারুণ হয়েছে ভাই ডিজাইন টি।রঙিন পেপার দিয়ে বানানোর জন্য আরো চমৎকার দেখাচ্ছে।পার্ট গুলিও খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। ভীষন ভালো লাগলো আপনার তৈরি করা ডিজাইন টি।
0.00 SBD,
0.48 STEEM,
0.48 SP
ভাইয়া রঙিন কাগজের ফুলটি খুবই সুন্দর হয়েছে।এ ধরনের ফুল গুলো বেশকিছু তৈরি করে টেবিলে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে।ফুলটি তৈরি করার ধাপগুলো আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
0.00 SBD,
0.47 STEEM,
0.47 SP
Absolutely beautiful, @rex-sumon! What a delightful and easy-to-follow DIY project. Your step-by-step instructions and clear photos make creating these colorful paper flowers seem so achievable, even for a crafting novice like myself! I especially appreciate the simplicity of the materials – রঙিন কাগজ, কাঁচি, আঠা – things most of us have readily available.
The finished flowers are so vibrant and cheerful. I can already imagine using them to decorate my home or as a sweet, handmade gift. Thank you for sharing your creativity and inspiring us to add a little more color to our lives. I'm sure many others will be eager to try this out, so keep up the fantastic work! What colors are you planning to use next?
আসসালামু আলাইকুম প্রিয় স্টিম বন্ধু। আশা করি ভালো আছেন। আপনার কাগজের ফুলটি খুব সুন্দর হয়েছে। এবং প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। এই কাগজের ফুলটি পড়ার টেবিলের উপর রাখলে বেশ সুন্দর লাগবে। এবং এত সুন্দর এই ফুলটি দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।
সিম্পল উপায়ে রঙিন কাগজের ফুল তৈরি করলেও, দেখতে কিন্তু আসলেই খুব সুন্দর লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় ভাই। আপনি একেবারে নিখুঁতভাবে ফুলটি তৈরি করেছেন। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ কেটে বানানো ফুলটি খুবই সুন্দর লাগছে। দেখতে অনেকটকা প্রেম-ভালোবাসা প্রদর্শনের ফুল গোলাপের মতই লাগছে। মোট কথা দক্ষ হাতেরই তৈরী করা ফুল।