রঙিন কাগজের ফুল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের ফুল।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না।তাহলে চলুন আজকের রঙিন কাগজের ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন কাগজ, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
আলাদা একটা রঙিন কাগজ নিতে হবে এবং রঙিন কাগজের মাঝ অংশ বরাবর একটা ভাজ করে নিতে হবে।
ধাপ-৩ঃ
এবারে রঙিন কাগজের ভাজ অনুযায়ী কাচি দিয়ে ছোট ছোট করে স্পেস রেখে কাগজ গুলো কেটে নিতে হবে। তবে হ্যাঁ সামান্য ভাজ অনুসারে কাটতে হবে যেন কাগজের টুকরো আলাদা হয়ে না যায়।
ধাপ-৪ঃ
এবার রঙিন কাগজের একটি অর্ধেক অংশ নিয়ে ঠিক কাগজের অর্ধেক পর্যন্ত কাঁচি দিয়ে পুনরায় আলাদা ভাবে সামান্য স্পেস রেখে কেটে নিতে হবে।
ধাপ-৫ঃ
আবারো ঠিক একইভাবে ভিন্ন রংয়ের একটি রঙিন কাগজ নিয়ে তার অর্ধেক অংশ কাঁচি দিয়ে কেটে নিতে হবে।
ধাপ-৬ঃ
এবার লম্বালম্বি একটা রঙিন কাগজ নিতে হবে।
ধাপ-৭ঃ
রঙিন কাগজটি মুড়িয়ে চিকন স্টিক আকারে তৈরি করে নিতে হবে।
ধাপ-৮ঃ
এখন কাগজ কেটে তৈরি করে রাখা ফুলের মত অংশগুলো স্টিকের উপরের অংশে পর্যায়ক্রমে আটা দিয়ে লাগিয়ে দিতে হবে।
ধাপ-৯ঃ
এইতো তৈরি হয়ে গেল রঙিন কাগজের ফুল। ভিন্ন ভিন্ন রঙের কাগজ দিয়ে একইভাবে অনেকগুলো ফুল তৈরি করে ফুলদানিতে রাখলে সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

কাগজের ফুলের অংশগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। দেখতে অনেকটাই কাশফুলের মত লাগছে কাগজের পাপড়ি গুলো চিকন করে কেটেছেন যার কারণে সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে।
0.00 SBD,
0.53 STEEM,
0.53 SP
কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে আমার কাছে বেশ ভালই লাগে। আপনি কাগজ ব্যবহার করে খুব সুন্দর ফুল তৈরি করেছেন। দেখে বোঝা যাচ্ছে ফুলগুলো তৈরি করতে অনেক সময় লেগেছে। কাগজের কালার কম্বিনেশন বেশ ভালো ছিল। ধন্যবাদ এত সুন্দর ফুল তৈরি করে শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.52 STEEM,
0.52 SP
ভাইয়া চমৎকার রঙিন কাগজের ফুল তৈরি করেছেন দেখছি। এই ফুলগুলো ঘর সাজানোর কাজে ব্যবহার করলে খুবই ভালো হয়। ঘরের এক কোণে সাজিয়ে রাখলে দেখতে চমৎকার লাগে। ফুলগুলো তৈরি পদ্ধতি খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। আপনাকে ধন্যবাদ ভাইয়া। ফুলগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে।
0.00 SBD,
0.51 STEEM,
0.51 SP
ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়েছে! রঙের কম্বিনেশন এবং ডিজাইনগুলো খুবই ইউনিক। আপনার সৃজনশীলতার ছোঁয়া স্পষ্ট।আপনার কাজ দেখে আমারও কাগজের ফুল বানানোর ইচ্ছা হলো!আমিও একবার এমন ফুল বানিয়েছিলাম, কিন্তু আপনারটা দেখে নতুন কিছু টেকনিক শিখলাম। ধন্যবাদ!
0.00 SBD,
0.50 STEEM,
0.50 SP
রঙিন কাগজ দিয়ে যা কিছু,তৈরি করা হয় দেখতে ভালো ই লাগে।এ ধরনের কাজ গুলো সৃজনশীলতার প্রমান দেয়।আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন।দেখতে চমৎকার লাগছে।ধন্যবাদ জানাচ্ছি সময় নিয়ে সুন্দর এই ডাই পোস্টি শেয়ার করার জন্য।
0.00 SBD,
0.49 STEEM,
0.49 SP
অনেকদিন পর আপনার হাতের কাজ দেখলাম ভাইয়া। কাগজ দিয়ে তৈরি করা যেকোনো কিছুই দেখতে অনেক ভালো লাগে। আর ফুল গুলো অনেক সুন্দর লাগছে। ফুলদানিতে এই ধরনের ফুল গুলো সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে।
0.00 SBD,
0.48 STEEM,
0.48 SP