রঙিন কাগজের মাইক ফুল।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা??আশা করছি সবাই অনেক ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
আজ আমি একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার আজকের পোস্টটি হলো রঙিন কাগজের মাইক ফুল।
আমি আজ খুব সিম্পল উপায়ে রঙিন কাগজের মাইক ফুল তৈরি করেছি। জানিনা এই ডাই প্রজেক্ট আপনাদের কাছে কেমন লাগবে। তবুও আমি আশা রাখছি, রঙিন কাগজের মাইক ফুল আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন আজকের রঙিন কাগজের মাইক ফুল তৈরির ধাপ গুলো পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করি।
রঙিন কাগজের মাইক ফুল তৈরি করতে আমি যেসকল উপকরণ ব্যাবহার করেছি তা হলো:
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩. পেন্সিল
৪. স্কেল
৫. আঠা
প্রস্তুতির ধাপ সমূহঃ
ধাপ-১ঃ
প্রথম স্টেপে রঙিন পেপার, কাঁচি, স্কেল সহ প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে নিতে হবে।
ধাপ-২ঃ
এবার ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজগুলো বর্গ আকারে এবং আয়ত আকারে কেটে নিতে হবে।
ধাপ-৩ঃ
বর্গ আকারের কাগজ গুলো কেটে ছোট বৃত্ত তৈরি করে সেটা ভাজ করে আঠা লাগিয়ে মাইকের মত আকৃতি দিতে হবে।
ধাপ-৪ঃ
এবার লম্বালম্বি কাগজগুলো একসঙ্গে পেঁচিয়ে স্টিক তৈরি করে নিতে হবে।
ধাপ-৫ঃ
রঙিন কাগজের স্টিকের উপরের অংশে ছোট্ট মাইক আকৃতির ফুলের অংশটা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো স্টিকের উপরের অংশে মাইক ফুলের অংশটা যুক্ত করে দিতে হবে।
ধাপ-৬ঃ
সবুজ রঙের রঙিন কাগজ কেটে কয়েকটি পাতা তৈরি করে নিতে হবে।
ধাপ-৭ঃ
এবার স্টিক আর পাতা একসঙ্গে যুক্ত করে আঠা লাগিয়ে দিতে হবে।
ধাপ-৮ঃ
একইভাবে পর্যায়ক্রমে সবগুলো স্টিক আর পাতার অংশগুলো আঠা দিয়ে পর্যায়ক্রমে যুক্ত করে দিতে হবে।
ধাপ-৯ঃ
পর্যায়ক্রমে সবগুলো যুক্ত করার পর বেশ বড় একটা মাইক ফুলের ডাল আকারে তৈরি হয়েছে সেটা ফটোগ্রাফি করে পরিবেশন করতে হবে।
এভাবেই খুব সহজে রঙিন কাগজের মাইক ফুল তৈরি করা যায় যেমনটা আপনারা দেখছেন।আশা করি আপনাদের ভালো লেগেছে।আজ এ পর্যন্তই থাকছে। আল্লাহ্ হাফেজ।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

@rex-sumon, this is such a creative and well-presented DIY project! The step-by-step instructions, paired with clear photos, make it easy to follow along and create these adorable "microphone" flowers. I love the vibrant colors you chose, and the finished product is simply delightful. I can see these brightening up any room or making a thoughtful handmade gift.
The way you've broken down each step with such detail is fantastic, and it's clear you put a lot of effort into this post. Thank you for sharing your creativity with the Steemit community!
What inspired you to create these unique paper flowers? I'm curious to know if you have any other DIY projects planned for the future! Keep up the excellent work!
রঙিন কাগজের মাইক ফুল দেখতে খুবই সুন্দর হয়েছে। দারুন একটি পোস্ট দেখে ভালো লেগেছে ভাই। এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে এবং দেখতেও খুবই ভালো লাগে।
রঙিন কাগজ দিয়ে মাইক ফুল তৈরি খুবই সুন্দর ছিল । এই ধরনের কাজগুলো নিজের দক্ষতা বাড়ায়। যেটা আমাদের কমিউনিটিতে প্রতিনিয়ত দেখে চলেছি । সত্যিই অনেক সুন্দর লাগছে দেখতে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ডাই পোস্ট গুলো তৈরি করা হলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজ রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কিছু মাইক ফুল তৈরি করে শেয়ার করেছেন। ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।