DIY-কল্পনায় একটি মেয়ের চিত্রাঙ্কন করলাম (10% beneficiaries for @shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম-আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার কল্পনায় একটি মেয়েকে আর্ট করলাম। আমি অনেকদিন আগে থেকেই ভাবছিলাম আমি আমার কল্পনার মেয়েটিকে আর্ট করবো,সেই সময় টা আর হয়ে উঠে না কখনো। আবার অন্যদিকে আমার ঘরওয়ালী যদি কখনো ভুল করেও জানতে পারে যে আমি কল্পনায় অন্য একটি মেয়েকে আর্ট করেছি তাহলে আমার কপালে টিকটিকি নাচাবে। যাই হোক কোনো সহিংশতা আমি পছন্দ করি না,তাই রুমের দরজা আটকিয়ে আজকে আর্ট করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালোই লাগে তাহলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন।ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক......
আমার কল্পনার মেয়েটির চিত্রাঙ্কন
উপকরণ
- সাদা পেজ
- পেন্সিল
- রাবার
- পেন্সিল কাটার
ধাপ-১
আমি প্রথম ধাপেই নিজের মতো করে চোখ আর্ট করে নিলাম। যদিও আমার উচিৎ ছিলো এখানে আরও দুইটা ধাপে বর্ননা করা,কিন্ত আমি ছবি আর্ট করতে গিয়ে ভুলেই গিয়েছিলাম ছবি তোলার কথা। তো যাই হোক প্রথমে চোখ আর ভ্রু আর্ট করে নিলাম...
ধাপ-২
এই ধাপে আমি চোখ আর ভ্রু এর কাজ শেষ করে চুল আর্ট করেছি।
ধাপ-৩
এবার মুখের শেপ আমার মনের মতো করে আর্ট করে নিলাম সাথে কান ও আর্ট করে ফেললাম। এবং চুলের কাজ করতেই আছি সাথে কারন চুলের কাজ অনেক।
ধাপ-৪
এবার চুলের কাজ মোটামুটি শেষ করে নাক আর্ট করে নিলাম। সাথে চোখের নিচে স্যাডো ও যোগ করলাম কিছু টা।
ধাপ-৫
এরপর আমি আমার আর্ট করবো ঠোঁট, এটা টোটালি আমার মনের সকল দরদ দিয়ে আর্ট করেছি সত্যি কথা। আপনাদের ভাবি এসব শুনলে খবর আছে আমার।
ধাপ-৬
এইবার ঠোঁটে সুন্দর করে পেন্সিল ঘসে ঘসে কালার করে দিলাম।
ধাপ-৭
এই ধাপে আমি ড্রেস আর্ট করে নিলাম, যদিও আমি ড্রেস এর দিকে বেশি ফোকাস করিনি ওভাবে। লক্ষ করলে দেখবেন গলায় একটা চেইন ও পড়িয়ে দিয়েছি হিহিহি। রোমান্টিক ব্যাপার স্যাপার।
ফাইনালি এরকম লাগছে আমার কল্পনার মেয়েটিকে
আমার কল্পনার মেয়েটিকে চিত্রাঙ্কনের মাধ্যমে যতটুকু পেরেছি তুলে ধরেছি। আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে। আমি আসলে বুঝতে পারছি না কেমন হয়েছে, শুধু বুঝতে পারছি মুল চেহারার কিছু অংশ অংশ তুলে ধরতে পেরেছি। আর হ্যা আমার ঘরওয়ালী কে কেউ বলে দিবেন না যেন যে আমি অন্য একটা মেয়ে চিত্রাঙ্কন করেছি,তাহলে কিন্ত আমাকে চাঁদে পাঠাবে। এমনিই খুব ভালোবাসে আমাকে, মাঝে মাঝে রেগে গেলে দানবীয় শক্তি কোথায় থেকে যেন তার শরীরে ভর করে। ভালো থাকবেন সবাই,নিজের খেয়াল রাখেবন সবসময়।
কল্পনা একটি মেয়ের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
কল্পনা একটি মেয়ের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
ভাইয়া কল্পনা এত সুন্দর ছবি, যা অসম্ভব সুন্দর হয়েছে। আপনার তুলনা আপনি নিজেই এবং আপনার হাতের জাদু।
ধন্যবাদ ভাইয়া এভাবে শেয়ার করার জন্য, ভবিষ্যতে এগুলো দেখে আমরাও চেষ্টা করব।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
ভাইয়া,খুবই সুন্দর একটি কল্পনার জগতের মেয়েকে আপনি অঙ্কন করেছেন। ভাইয়া, আপনি সত্যিই খুবই অসাধারণ অঙ্কন করতে পারেন।আপনার প্রতিটি অংকন দেখলে আমি মুগ্ধ হয়ে যাই আজকেও তার ব্যতিক্রম হয়নি। কল্পনার জগতের একটি মেয়ের চিত্র অঙ্কন আপনি নিখুঁত এবং দক্ষতার সাথে তৈরি করেছেন। অংকন করার প্রতিটি ধাপেই বর্ণনা সহকারে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি অংক আমাদের মাঝে শেয়ার করেছেন।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, আপনার কথায় আমি অনেক উৎসাহ পাই।
বাহ,আপনি বরাবরই ভালো অঙ্কন করেন।সবথেকে আমার মেয়েটির নাক ও ঠোঁট দারুণ লেগেছে একদম সত্যিকারের মতো।ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপু।
ভাই এটা কি ভাবির ছবি। যদি তা না হয় তাহলে কিন্তু আমি ভাবিকে বলে দেবো।দুষ্টুমি করলাম হাহাহা। সুন্দর হয়েছে চিত্রাংকন টি। তবে আপনার কল্পনা অন্য একটি মেয়ে রয়েছে সেটা বুঝতে পারছি যদি এই ছবিটি ভাবির না হয়ে থাকে। আমি বলে দেব।