DIY-এসো নিজে করি ইতিহাসখ্যাত (Abraham Lincoln) এর চিত্রাঙ্কন।(10% beneficiaries for @shy-fox)
প্রিয় বন্ধুরা,
"আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম-আসসালামু ওয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইতিহাসখ্যাত (Abraham Lincoln) এর চিত্রাঙ্কন নিয়ে। অনেক টা ধৈর্য আর সময় নিয়ে আমি আর্ট করেছি এটি। মোটেও সহজ লাগেনি আমার কাছে। আর আমার আর্ট করার এত আগ্রহের কারন শুধুমাত্র আপনারা। আপনারা আমাকে যেভাবে উৎসাহিত করেন সেই হিসেবে আমার আরও ভালো কিছু করা উচিৎ। সাধ্যের মধ্যে যতখানি দেয়া সম্ভব আমি দিচ্ছি। আজকের চিত্রাঙ্কন আশা করি ভালো লাগবে সবার,আর হ্যা ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক.........
(Abraham Lincoln) এর চিত্রাঙ্কন
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
উপকরণ
- সাদা পেজ
- স্কেল
- পেন্সিল
- রাবার
- পেন্সিল কাটার
ধাপ-১
প্রথমেই সাদা পেজের উপর গ্রিড লাইন এঁকে নিয়ে আমি প্রথম চোখ আর্ট করে করে নিলাম।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-২
এবার ভ্রুর অংশ আর্ট করে নিলাম, এটি কিন্ত খুবই গুরুত্বপূর্ন সেহেতু খুব সাবধানতার সাথে আর্ট করতে হবে।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-৩
এবার ভ্রুর কাজ শেষ করে নাকের অংশ সুন্দর করে আর্ট করে নিতে হবে।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-৪
এই ধাপে নাকের কাজ শেষ হয়ে গেলে ঠোঁট টা সুন্দর করে আর্ট করে নিলা। স্বাভাবিক ভাবে আমরা যেভাবে ঠোঁট আর্ট করি সেভাবে কিন্ত এই ঠোঁট আর্ট করা যাবে না।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-৫
এইবার নাক আর্ট করা শেষ করে আক পাশে কান আর্ট করে নিলাম সাথে মুখের শেপ টাও এঁকে নিলাম, বলে রাখি-আমি প্রায় ১০-১৫ বার চেষ্টা করে মুখের শেপ টা নিয়ে আসছি।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-৬
এবার অপর পাশেও কান আর্ট করা হয়ে গেলে,নাকের শে[ ক্লিয়ার বোঝার জন্য বা পাশে স্যাডো যোগ করলাম এবং নিচের দিকে গলা থেকে বডির একাংশ আর্ট করে নিলাম।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-৭
এবার গলা নাক কান এবং মুখের অংশ আর্ট করা হয়ে গেলে কপালের অংশ আর্ট করতে হবে, মাথায় রাখতে হবে কপাল এর সাথেই চুলের অংশ জুরে যাবে।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-৮
এইবার চুলের কাজ খুব যত্নসহকারে করতে হবে। চুল ও মুল চেহারা পরিবর্তনে সহায়ক সেহেতু খুব সাবধানে সুন্দর করে চুল এর আর্ট করে নিতে হবে।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-9
এই ধাপে দাড়ির কাজ করতে হবে, খুব সুন্দরভাবে দাড়ির দাগ দিয়ে নিতে হবে আগে পরে দাড়ির চুল আর্ট করতে হবে।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ধাপ-১০
এই ধাপে ড্রেস এর কাজ করে নিলাম। আমি ফাইনালি আর্ট করার আগে কয়েকবার প্র্যাকটিস করে নিয়েছি।
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
সর্বশেষ
মোবাইল ডিভাইসঃSamsung galaxy J5 prime
ওয়াও ভাই অসাধারণ, আপনার হাতে জাদু আছে মানতেই হবে, আপনি আপনার নিপুন হাতের সাহায্যে ও হুবহু আব্রাহাম লিংকন স্যার কে অঙ্কন করেছেন। খুবই সুন্দর হয়েছে ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ভাই ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। আপনাদের এমম মন্তব্য আমার উৎসাহ জোগায়।
জন আব্রাহামের ছবিটি খুব সুন্দর এঁকেছেন।
এটা প্রশংসনীয় কাজ ছিল।
চালিয়ে যান। শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
আপনি দিনে দিনে অঙ্কনে পারদর্শী হচ্ছেন। আসলে আব্রাহামের লিংকনের চিত্র অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।
ওয়াও ভাইয়া আপনি খুব সুন্দর করে আব্রাহাম লিংকনের চিত্রাংকন করেছেন। দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট এর মত আর্ট করেছেন। সত্যি খুব অসাধারণ হয়েছে আপনার চিত্রাংকনটি। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য রইল শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।
আপনার অঙ্কনটি খুব সুন্দর হয়েছে ।আপনি খুবই ভালো আর্ট করতে পারেন ।আপনার এর আগে অনেক গুলো আর্ট আমি দেখেছি। হুবহু আপনি আর্ট করে ফেলেন ।আজকে আর্টটিও একদম হুবহু মিলে গেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করবার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
সত্যি ভাই আপনার প্রতিভা আছে বলতে হয়। আপনি শুধু কিংবদন্তিদের ছবি আঁকতে ভালোবাসেন মনে হচ্ছে। আপনার এই ছবিগুলো সত্যিই অসাধারণ হয়। আব্রাহাম লিংকনের ছবিটি অসম্ভব সুন্দর হয়েছে। আশা করি আগামীতে আরও সুন্দর সুন্দর ছবি অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করবেন । আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাইকে এভাবে সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আগামীতে ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসবো ভাই।
আমি আপনার আগের অঙ্কিত ছবিগুলো ও দেখেছি দারুণ আর্ট করেন আপনি।আজও দক্ষতার সঙ্গে আব্রাহাম লিংকনকে নিখুঁত ভাবে অঙ্কন করেছেন।যা সত্যিই প্রশংসার যোগ্য।খুব সুন্দর হয়েছে ধাপগুলো ও।এছাড়া আপনার পোষ্টের টাইটেলটি একটু বানান ভুল আছে ইতিহাস এর স্থানে।ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপু ভুল টা ধরিয়ে দেয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার চিত্র অংকনটি অনেক সুন্দর হয়েছে। চিত্রাঙ্কনে আপনি অনেক দক্ষ আপনার প্রতিটি পোস্ট দেখেই বোঝা যায়। আপনি কাজটি অনেক ধৈর্য্য সহকারে করেছেন। শুভ কামনা রইলো চিরন্তন।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
ভাইয়া, আপনার ড্রয়িং সম্বন্ধে আমার কোন কথা বলার যোগ্যতা নেই।আপনি এত সুন্দর ভাবে এবং খুব দক্ষতার সাথে একটি প্রতিচ্ছবি অংকন করেন যা সকলের পক্ষে সম্ভব নয়।আজকে আপনি আব্রাহাম লিংকনের প্রতিচ্ছবি একদম হুবহু ভাবে ড্রয়িং করেছেন। আমি দেখে অবাক হয়ে গেলাম।ভাইয়া আপনি,সত্যিই একজন গুণী শিল্পী আব্রাহাম লিংকনের প্রতিচ্ছবি টি ড্রয়িং করতে আপনার অনেক সময় লেগেছে দেখে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আরো সুন্দর সুন্দর প্রতিচ্ছবি আমাদের মাঝে ড্রয়িং করে শেয়ার করবেন সেই অপেক্ষায় রইলাম।
ইনশাল্লাহ আপু আরো সুন্দর সুন্দর কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।