ডাই প্রজেক্ট||খেলনা কুমির||
আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আলহামদুলিল্লাহ আছি।প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি।আজকে আমি রঙিন কাগজ দিয়ে তৈরি একটি অরিগামি পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি।রঙিন কাগজের তৈরি যেকোনো ধরনের অরিগামি দেখতে ভালো লাগে।পোস্টে ভিন্নতা আনতে এসকল অরিগামি প্রজেক্টের জুড়ি নেই।তাই আমার আজকের প্রচেষ্টা।আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের ব্লগটি।এটি একটি খেলনা কুমির,বাচ্চাদের খুব পছন্দের।আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে খেলনা কুমির অরিগামিটি তৈরি করেছি নিম্নে সমস্ত প্রক্রিয়া বর্ণনা করছি।
উপকরণসমূহ-
- রঙিন কাগজ
- কেচি
- পোস্টার রং
- তুলি
- আঠা
ধাপ-১
প্রথমে রঙিন কাগজটি চতুর্ভুজ আকার করে কেটে নিয়েছি ১৫ সেন্টিমিটার বরাবর।তারপর ভাজ করে নিয়েছি কোনাকুনি ত্রিভুজের মতো লাগছে দেখতে। এবার ভাজ খুলে দুই পাশের অংশ সমানভাবে ভাজ করে নিয়েছি নিচে এবং উপরে।
ধাপ-২
এবার উল্টোদিকে ভাজ করে নিয়েছি সমান করে ছবির মতো ।তারপর ভাজের মাঝ বরাবর দুইবার করে ঘুরিয়ে ভাজ করে নিয়েছি।একবার সামনের দিকে আর একবার বিপরীত দিক থেকে।
ধাপ-৩
এবার ভাজ খুলে নিয়েছি।তারপর আবার ছবির মতো উপরের অংশের ছোট ভাজ গুলো দিয়ে নিয়েছি।
ধাপ-৪
এবার মাঝ বরাবর ভাজ করে নিলাম পিছনের দিক থেকে ছবির মতো।
ধাপ-৫
এবার পোস্টার রং দিয়ে চোখ এঁকে নিয়েছি এবং বাকি ডিজাইন সম্পন্ন করেছি।
ধাপ-৬
এবার দাঁত তৈরি করেছি কাগজ কেটে।তারপর আঠা দিয়ে লাগিয়ে অরিগামি তৈরি সম্পন্ন করেছি।
বিভাগ | ডাই প্রজেক্ট |
---|---|
ডাই ফটোগ্রাফার জন্য ব্যবহৃত ডিভাইস | রিয়েলমি ফাইভ আই |
ফটোগ্রাফার এবং প্রস্তুতকারক | @rahnumanurdisha |
লোকেশন | সুলতানপুর,রাজবাড়ি |
ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আমার ডাই পোস্টটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা।আবার নতুন কোন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
VOTE @bangla.witness as witness

OR
VOTE @bangla.witness as witness

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর কুমির তৈরি করেছেন। আপনার কুমির তৈরি দেখে খুবি ভালো লেগেছে আমার।
ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্যের জন্য।
আপু আপনি খুব সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করেছেন। আপনার এত সুন্দর কুমিরের মাথার অরিগ্যামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙ্গিন কাগজ দিয়ে যেকোনো জিনিস বানালে দেখতে অনেক সুন্দর লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামতের মাধ্যমে সবসময় পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে তৈরি এ ধরনের অরিগামি গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে খেলনা কুমির তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু দারুন একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজের এ ধরনের জিনিস গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে এবং বানাতেও খুব ভালো লাগে । আমিও মাঝে মাঝে সময় সুযোগ পেলে বানিয়ে ফেলি । আর বাচ্চারাও এসব জিনিস পেলে খুব পছন্দ করে । এখন তো বানাতে বানাতে ছেলে আর এসবে অতটা আগ্রহ দেখায় না তারপরও ভালো লাগে বানাতে আমার কাছে । আপনার রঙিন কাগজের তৈরি কুমিরটি কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে ।
ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।
রঙিন কাগজ দিয়ে যে কোনো জিনিস তৈরি করতে আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে কুমির তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে। কাগজ দিয়ে কুমির তৈরি করার পদ্ধতি বেশ অসাধারণ হয়েছে। আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ভাইয়া।
কাগজ দিয়ে কত কিছুই না তৈরি করা যায় কাগজ দিয়ে একটি কুমিরের মুখমন্ডল তৈরি করে দেখালেন, অনেক চমৎকার হয়েছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের মাধ্যমে অণুপ্রাণিত করার জন্য।
ডাই প্রজেক্ট বরাবরই আমার পছন্দের জিনিস।
কেউ ডাই করলে ছুটে আসি দেখতে, কেমন তৈরি হয়েছে। আপনার কুমিরের অরিগামী দারুন ছিল। বিশেষ করে বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন আপু।
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে সবসময় উৎসাহিত করার জন্য।
বাহ দারুন তো বিষয়টা, এভাবে যে কুমির তৈরি করা যায় তা তো ভাবিনি, খুবই সুন্দর হয়েছে এবং ধাপে ধাপে খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন।
ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু পোষ্টের ভিন্নতা আনার জন্য অরিগামি পোস্টগুলো আসলেই খুব ভালো। তাছাড়া বিভিন্ন অরিগামি দেখতেও খুব চমৎকার লাগে। আজকে আপনার কুমিরের মুখের অরিগামিটা খুব সুন্দর হয়েছে। বিশেষ করে দাঁত এবং চোখের কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।