ক্লে দিয়ে চেরি ফল তৈরি
আসসালামু আলাইকুম
ক্লে দিয়ে চেরি ফল তৈরি
প্রয়োজনীয় উপকরণ
বিভিন্ন ধরনের ক্লে।
প্রস্তুত প্রণালী
প্রথমে আমি লাল ক্লে নিয়েছি তারপর একটু ক্লে বের করে চিত্রের মতো করে গোল করে নিয়েছি।
এখন সবুজ ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে চিত্রের মতো করে নিয়েছি।
এখন সবুজ ক্লেকে চিত্রের মতো করে নিয়েছি। তারপর লাল গোল করা ক্লে গুলো চিত্রের মতো করে লাগিয়ে দিয়েছি।
এভাবে দুটি চেরি ফল লাগিয়ে দিয়েছি।
এখন সবুজ ক্লে নিয়ে চিত্রের মতো পাতা বানিয়ে নিয়েছি। তারপর চিত্রের মতো করে লাগিয়ে দিয়েছি।ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে চেরিফল তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1953824801329754147?t=ze5QFkpWu9kqiNExSwVHvg&s=19
https://x.com/MimiRimi1683671/status/1953826950939652557?t=4mm5HLiIdd3-Fv-P0Vq6ww&s=19
ক্লে দিয়ে বেশ সুন্দর ভাবে চেরি ফল তৈরি করেছেন আপনি। চেরি দুটি ভীষণ সুন্দর তৈরি করেছেন এবং তার সাথে সুন্দরভাবে পাতা তৈরি করেছেন এবং সুন্দর কারুকার্য করেছেন। আপনার এমন সুন্দর দক্ষতা দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
আপনার ভালো লেগেছে জেনে সত্যি অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ।
ক্লে দিয়ে চেরি ফল তৈরি করার পদ্ধতি দেখে খুবই ভালো লেগেছে। চেরি ফল দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।
আপনাকে ও অনেক ধন্যবাদ ভাইয়া
লাল টুকটুকে চেরি ফল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পাতা দেওয়ার কারণে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে আপু। অনেক সুন্দর হয়েছে আপু।
বাহ আপনি তো ক্লে দিয়ে কি সুন্দর চেরি ফুল তৈরি করেছেন। আসলে ক্লে দিয়ে নরম এই কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। তবে আপনার বানানো চেরি ফুল কিন্তু অসাধারণ হয়েছে । আর মুগ্ধ হলাম আপনার আইডিয়া দেখে।
ক্লে দিয়ে তৈরি করা আপনার এই চেরি ফল একেবারে বাস্তবের মতো দেখা যাচ্ছে৷ যেভাবে আপনি এখানে চমৎকার চেরি ফল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এখানে এটি তৈরি করার ধাপগুলো আপনি একেবারে চমৎকার ভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷