ক্লে দিয়ে পাখির বাসাও ডিমসহ পাখি তৈরি

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

ক্লে দিয়ে পাখির বাসাও ডিমসহ পাখি তৈরি

1000028563.jpg

1000028562.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো সপ্তাহে একটি করে ডাই তৈরি করার চেষ্টা করি। যদিও সময়ের অভাবে সব সময় ডাই তৈরি করার জন্য বসা হয় না।আসলে বাচ্চাদের সামনে ক্লে নিয়ে বসলে তারা কাজের চেয়ে অকাজ করে বেশি । যাইহোক আজ যখন ক্লে নিয়ে বসেছিলাম তখন কি বানাব ভাবছিলাম। তারপর মেয়ে এসে পাখি বানার জন্য বলল।আসলে পাখিটি দেখতে অনেক কিউট লেগেছিল। আসলে ক্লের তৈরি জিনিস গুলো আমার কাছে অনেক ভালো লাগে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

প্রয়োজনীয় উপকরণ

1000028537.jpg
বিভিন্ন ধরনের

প্রস্তুত প্রণালী

1000028536.jpg

1000028540.jpg
প্রথমে আমি একটা নীল রঙের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে নিয়েছি।
1000028542.jpg

1000028543.jpg
এখন চিত্রের মতো করে পাখির মাথা ও বডি বানিয়ে নেব।

1000028544.jpg

1000028545.jpg
এখন আবার ক্লে নিয়ে এভাবে পাখির লেজ বানিয়ে নেব।

1000028546.jpg

1000028547.jpg
এখন আর একটু ক্লে নিয়ে চিত্রের মতো করে পাখির দুটি পালক বানিয়ে নিয়েছি।

1000028553.jpg
এখন কাল ক্লে নিয়ে পাখির দুটি চোখ ও ঠোঁট বানিয়ে নিয়েছি।

1000028555.jpg

1000028557.jpg
এখন লাল ক্লে নিয়েছি। তারপর দুটি চিত্রের মতো পাখির বাসা বানিয়ে নিয়েছি।

1000028558.jpg

1000028560.jpg
এখন সাদা ক্লে নিয়ে কিছু ডিম বানিয়ে নিয়েছি। তারপর পাখির বাসার ভিতরে ডিম গুলো দিয়ে দিয়েছি।

1000028563.jpg

1000028562.jpg
এখন ডিমের ওপর পাখিটি বসিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে পাখি তৈরি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

1000000176.gif

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

1000028586.jpg

 8 days ago 

ক্লে দিয়ে আপনি ডিমসহ পাখির বাসাটি খুবই দক্ষতার সাথে তৈরি করেছেন। ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা অনেক কষ্টের একটি কাজ। তবুও আপনি অনেক সুন্দর করে সুন্দর পরিকল্পনার মাধ্যমে এমন সুন্দর একটি ডিমসহ পাখি এবং পাখির বাসা তৈরি করেছেন যা দেখে ভীষণ ভালো লাগলো।

 7 days ago 

বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আজকে আপনি ক্লে দিয়ে চমৎকার পাখির বাসা এবং পাখি তৈরি করেছেন। সত্যি বলতে আপনার আইডিয়া দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ এত সুন্দর করে ক্লে দিয়ে পাখি এবং পাখির ডিম সহ বাসা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 days ago 

একেবারে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি ক্লে দিয়ে পাখির বাসা সহ এই ডিম সহ পাখি তৈরি করেছে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ খুবই সুন্দর ভাবে আপনি সবগুলো ধাপ শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সবকিছু খুব ভালোভাবে শেয়ার করার জন্য৷