ক্লে দিয়ে পুতুল তৈরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
ক্লে দিয়ে পুতুল তৈরি
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা ডাই পোস্ট নিয়ে। নতুন নতুন ডাই তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে তেমন ক্লে নিয়ে বসা হয় না।তবে পোস্ট এর ভিন্নতা আনার জন্য সপ্তাহে একটি করে ডাই পোস্ট করার চেষ্টা করি। যাইহোক পুতুল বাচ্চাদের অনেক পছন্দ। যদিও আমার মেয়েরা এখন একটু বড় হয়েছে। তারপরে ও তারা পুতুলের পাগল।যাইহোক আজ আমার মেয়ে নিজেই ক্লে দিয়ে পুতুল তৈরি করেছে।আসলে বাচ্চা মানুষ তারপরে ও সে চেষ্টা করে।কিন্তু আমি তেমন দেয় না।আসলে ক্লে পেলে সারাক্ষণ এটা সেটা বানাতে থাকে। কিন্তু পড়াশোনা আছে তারজন্য এগুলোর পিছে সময় দিলে পড়াশোনায় মন বসে না।যাইহোক পুতুলটা তৈরির পরে দেখতে বেশ কিউট লেগেছিল।তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
প্রয়োজনীয় উপকরণ
প্রস্তুত প্রনালী
প্রথমে আমি লাল রঙের ক্লে নিয়েছি। তারপর একটু ক্লে বের করে পুতুলের বডি বানিয়ে নিয়েছি।
এখন ক্রিম কালারের ক্লে নিয়েছি। তারপর কিছু ক্লে বের করে পুতুলের মাথা বানিয়ে নিয়েছি।
এখন মাথাটি বডির সাথে লাগিয়ে দিয়েছি।
এখন ইট কালারের ক্লে নিয়েছি। তারপর পুতুলের চুল বানিয়ে নিয়েছি।
এখন পুতুলের সাথে লাগিয়ে দেব।
এখন লাল রঙের ক্লে নিয়েছি। তারপর পুতুলের মাথার ক্লিপ বানিয়ে নিয়েছি। তারপর চুলের সাথে লাগিয়ে দিয়েছি।
এখন ক্রিম কালারের ক্লে নিয়েছি। তারপর পুতুলের দুটি হাত বানিয়ে লাগিয়ে দিয়েছি।
এখন দুই ধরনের ক্লে নিয়েছি। তারপর পুতুলের চোখ বানিয়ে নিয়েছি।
এখন পুতুলের সাথে লাগিয়ে দিয়েছি। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ক্লে দিয়ে পুতুল। সত্যি দেখতে অনেক কিউট লেগেছে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় | উপকরণ |
---|---|
ফটোগ্রাফার | @parul19 |
ডিভাইস | redmi note 12 |
লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1972661418886336733?t=VzM2XLdg_O4118jbBNdt9g&s=19
https://x.com/MimiRimi1683671/status/1972662913606250784?t=iLJmInDl8VpIMWUmkO1PKA&s=19
https://x.com/MimiRimi1683671/status/1972663763401859172?t=IQJ8gRG_-cEb9MRIIntaPw&s=19
ক্লে দিয়ে পুতুল তৈরি করেছেন দেখে ভালো লাগলো আপু। দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। দারুণ একটি পোস্ট শেয়ার করেছেন।
রঙিন ক্লে দিয়ে খুবই মনোমুগ্ধকর একটি ক্রিয়েটিভ জিনিস তৈরি করেছেন। আপনার তৈরি করা পুতুলটি দেখতে মনে হচ্ছে মাটির তৈরি একটি পুতুল। এরকম ক্রিয়েটিভ জিনিসগুলি দেখলে খুবই ভালো লাগে। আপনার কাজের প্রশংসা না করে আর পারলাম না খুবই সুন্দর হয়েছে আপনার শিল্পকর্মটি।
আপু আপনার উপস্থাপন করা পুতুলের ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। এরকম পুতুলগুলো দেখতে খুবই ভালো লাগে। দারুন পোস্ট শেয়ার করেছেন।।ধন্যবাদ আপনাকে।
ওয়াও আপনি তো ক্লে দিয়ে খুব চমৎকার পুতুল তৈরি করেছেন। আসলে ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে একটু সুবিধা হয়। তবে আপনার বানানো পুতুল কিন্তু অসাধারণ হয়েছে। পুতুলের মধ্যে কি চমৎকার চোখও দিলেন। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে পুতুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কিছু জিনিস তৈরি করে আসছেন৷ যেভাবে আজকে সুন্দর পুতুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে। এখানে এটি তৈরি করার ধাপগুলো শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে যখন আপনার কাছ থেকে এত চমৎকার পুতুল তৈরি করার ধাপগুলো দেখলাম এবং শেষ পর্যন্ত এই পুতুল দেখলাম তখন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷