DIY|| এসো নিজে করি||খরগোশের থিমে কলমদানি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে হাজির হতে চেষ্টা করছি। আর সেই ধারাবাহিকতায় আজকে আমি একটি ডাই পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টে আপনারা দেখতে পাবেন ফেলনা জিনিস এবং রঙিন কাগজের সাহায্যে একটি খরগোশের কলমদানি। খরগোশের কলমদানি কেন বলছি!! কারণ আমি খরগোশের মুখ আর কান এবং কিছুটা অবয়ব দেখে এটি তৈরি করার চেষ্টা করেছি। সাদা এবং গোলাপি রঙের মধ্যে ফুটিয়ে তুলতে চেয়েছি। কলমদানিটি যদিও ছোটখাটো দেখতে লাগছে কিন্তু এটিতে অনেকগুলো কলম পেন্সিল রাখা যাবে। আর টেবিলে সাজানোর পর এটি অনেক বেশি সুন্দর লাগছে। এখানে কিছু টিস্যুর রোল ছিল যেগুলো আগে ব্যবহার করা হয়েছিল। কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তাই ভাবলাম এগুলো দিয়ে আবার নতুন করে কিছু তৈরি করি।সেই হিসেবে আজকে এই কলমদানি তৈরি করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

কলমদানি।

IMG-20230301-WA0037.jpg

কলমদানি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

উপকরণ সমূহ

  • টিস্যুর রোল
  • রঙিন কাগজ
  • ক্যানভাস কাগজ
  • টিস্যু
  • আঠা
  • কাঁচি
  • কাঁচ

IMG-20230301-WA0016.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি টিস্যুর রোল গুলোকে সাদা রঙের টিস্যু দিয়ে ধীরে ধীরে-পেঁচিয়ে নিলাম।কিনারার অংশগুলোকে কাঁচি দিয়ে কেটে তারপর ভিতরের অংশে আঠা লাগিয়ে এগুলোকে গোল মত করে ভাঁজ করে নিলাম। দুই পাশের অংশই একই ভাবে টিস্যু দিয়ে পেঁচিয়ে রোল করে নিলাম।

IMG-20230301-WA0014.jpgIMG-20230301-WA0017.jpg
IMG-20230301-WA0026.jpgIMG-20230301-WA0038.jpg

দ্বিতীয় ধাপ

আরেকটি টিস্যুর রোলকে একই ভাবে পেঁচিয়ে সাদা টিস্যুর আবরণ দিয়ে সুন্দর করে রোল করে নিয়েছি। এগুলো দুটি কলম দানির মত হল।

IMG-20230301-WA0051.jpgIMG-20230301-WA0023.jpg
IMG-20230301-WA0036.jpgIMG-20230301-WA0053.jpg

তৃতীয় ধাপ

চতুর্ভুজ আকৃতির যে কাঁচের অংশ নিয়েছিলাম, সেই অংশের আকারে কালো রঙের কাগজ কেটে নিলাম। তারপর আঠা দিয়ে সেই কালো রঙের কাগজ কাঁচের অংশটিতে বসিয়ে দিলাম।

IMG-20230301-WA0049.jpgIMG-20230301-WA0027.jpg

IMG-20230301-WA0035.jpg

চতুর্থ ধাপ

এখন সেই রোল গুলোর একপাশে আঠা লাগিয়ে কালো রঙের কাগজের উপর বসিয়ে দিলাম। দুটো রোলই পাশাপাশি বসালাম।

IMG-20230301-WA0043.jpgIMG-20230301-WA0029.jpg

IMG-20230301-WA0044.jpg

পঞ্চম ধাপ

যেহেতু আমি খরগোশের থিম মাথায় রেখে কলমদানি তৈরি করছি, সে হিসেবে সাদা রংয়ের ক্যানভাসের কাগজ থেকে খরগোশের কানের মত করে কেটে নিলাম। তার পাশাপাশি গোলাপি রঙের কাগজ কেটে কানের মাপ মতো নিয়েছি।তবে এটি সাদা রংয়ের কাগজ থেকে কিছুটা ছোট আকারে কেটে নিলাম।

20230301_100221.jpgIMG-20230301-WA0031.jpg
IMG-20230301-WA0015.jpgIMG-20230301-WA0004.jpg

ষষ্ঠ ধাপ

তারপর সেই সাদা রঙের কাগজের উপর আঠা দিয়ে গোলাপি রঙের কাগজ বসিয়ে খরগোশের কান তৈরি করে নিলাম। একই ভাবে আমি দুটো কান তৈরি করে নিয়েছি।

IMG-20230301-WA0052.jpgIMG-20230301-WA0050.jpg
IMG-20230301-WA0033.jpgIMG-20230301-WA0039.jpg

সপ্তম ধাপ

এই ধাপে খরগোশের মুখের মত করে ছোট্ট একটা কাগজ ভাঁজ করে লাগিয়ে দিলাম। তারপর সাদা রঙের কাগজের উপর ছোট কালো কাগজ কেটে লাগিয়ে নিয়ে চোখ তৈরি করে নিলাম গোল করে ।তারপর এগুলো বসিয়ে দিলাম।
এখন একদম চিকন চিকন করে গোলাপি রঙের কিছু কাগজ কেটে নিলাম এবং এগুলো খরগোশের গোপের মতো করে দুই পাশে তিনটি করে ছয়টি লাগিয়ে দিয়েছি। সামনের দিকে গোলাপি রঙের দুটো লাভ আকৃতি করে কেটে নিয়ে আবার সাদা রঙের একটি লাভ আকৃতি কেটে আঠার মাধ্যমে বসিয়ে দিলাম।

IMG-20230301-WA0002.jpgIMG-20230301-WA0019.jpgIMG-20230301-WA0011.jpg
IMG-20230301-WA0012.jpgIMG-20230301-WA0009.jpg

তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি কলমদানি, যেটি খরগোশের থিম মাথায় রেখে তৈরি করলাম। কিছু কলম রেখে দিলাম এবং ফটোগ্রাফি করে নিলাম।

IMG-20230301-WA0056.jpg

IMG-20230301-WA0048.jpg

IMG-20230301-WA0006.jpg

IMG-20230301-WA0037.jpg

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
images (2).png

ফোনের ও কাজের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণক্রাফট ।
ক্যামেরা.মডেলএম ৩২
সম্পাদনারিসাইজ & সেচুরেশন

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

বাহ্ খরগোশের থিমে কলমদানি এর ডাই টি দেখতে অনেক ভালো লাগছে ভাইয়া।আপনি ইউনিক একটি ডাই তৈরি করে দেখিয়েছেন যেটা দেখে মুগ্ধ হয়ে গেলাম জাস্ট।ধন্যবাদ ভাইয়া সুন্দর ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের এত সুন্দর সুন্দর প্রশংসা মূলক মন্তব্য পেয়ে আনন্দিত ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। কলমদানি টা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আপু বাসায় এভাবে কলমদানি তৈরি করলে বাইরে থেকে আর কিনতে হয় না।আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

খরগোশের থিমে কলমদানি তৈরি আমার অনেক পছন্দ হয়েছে। এরকম কলমদানি গুলো দেখতে খুবই সুন্দর লাগে ।আপনি উপরে টিস্যু পেপার মুড়িয়েছেন তাই বেশ ভালো লেগেছে। আপনি কি অনেক ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট উপহার দেয়ার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

খরগোশের থিমে কলমদানি তৈরি করার আইডিয়া টা দারুন লাগছে ভাইয়া। আসলে নতুন নতুন আইডিয়া গুলো দেখতে একটু বেশি ভালো লাগে। আসলে চেষ্টা এবং পরিশ্রম আসলে করলে অনেক কিছু তৈরি করা যায়। আপনার চিন্তা ভাবনা প্রশংসা যোগ্য। সবমিলিয়ে কালার কম্বিনেশন থেকে শুরু করে সবকিছুই পারফেক্ট ছিল। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago (edited)

ঠিক ভাই আসলে চেষ্টা এবং পরিশ্রম আসলে করলে অনেক কিছু তৈরি করা যায়।অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

কিউট কলমদানি! সাথে ইউনিক একটি ডাই! টিস্যুর রোল দিয়ে খুব সুন্দর করে বানিয়েছেন! এটাতে এখন কলমও রাখতে পারবেন।

 2 years ago 

জি ভাইএটাতে এখন কলমও রাখতে পারবো। অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

অসাধারণ ভাই।দেখতে অনেক কিউট লাগছে।পড়ার টেবিলে এমন জিনিস থাকলে পড়ার আগ্রহ এমনিই বেড়ে যাবে।আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। সামান্য কয়েকটি ফেলনা জিনিস দিয়ে এমন কিউট একটি কলমদানি তৈরি করেছেন।ধন্যবাদ ডাই পোস্টটির জন্য।

 2 years ago 

অসাধারণ একটা কথা বলেছেন ভাই পড়ার টেবিলে এমন জিনিস থাকলে পড়ার আগ্রহ এমনিই বেড়ে যাবে।

 2 years ago 

খরগোশের থিমে কলমদানি তৈরির কাজটি বেশ অসাধারণ ভাবে করেছেন ভাই। এটি তৈরি করে ফটোগ্রাফি যে অ্যাঙ্গেলে নিয়েছেন তা সত্যিই দেখার মত লাগছে। প্রতি সপ্তাহে আপনার নতুন নতুন কাজ গুলো আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিচ্ছে।

 2 years ago 

যথাযথ ও গঠনমূলক একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ভালোবাসা নিবেন।

 2 years ago 

আপনিও আমার অনেক অনেক ভালোবাসা নেবেন ভাই। সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন সেই শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক অনেক ভালোবাসা নিবেন ভাই। আশা করছি এভাবেই পাশে থাকবেন।

 2 years ago 

ওয়াও ভাইয়া কলমদানিটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমিও অনেকদিন আগে একটি কলমদানি তৈরি করেছিলাম। বাসায় এভাবে কলমদানি তৈরি করলে বাইরে থেকে আর কিনতে হয় না। ধন্যবাদ আপনাকে কিউট কলমদানিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক আপু বাসায় এভাবে কলমদানি তৈরি করলে বাইরে থেকে আর কিনতে হয় না।

 2 years ago 

খুব সুন্দর কলমদানি তৈরি করেছেন। আপনার কলমদানি দেখে খুব ভালো লাগলো। খরগোশের থিমে কলমদানি তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। কলমদানি তৈরির প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে সুন্দর একটি মন্তব্য করার জন্য।