ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি।"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
%20(1).png)
শুভ রাত্রি...🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
গতকাল রাতে ওষুধ খাওয়ার পর জ্বর কিছুটা কমেছে। বিগত দুই সপ্তাহ ধরে শরীরের উপর দিয়ে অনেক চাপ গিয়েছে। আবহাওয়া খুবই খারাপ, তাই বিভিন্ন রোগে বেশি ভাগ মানুষ আক্রান্ত হচ্ছে। সবাই পরিবার নিয়ে সাবধানে থাকার চেষ্টা করবেন। সকালে বাসায় ছিলাম তাই ছেলের সাথে কিছুটা সময় উপভোগ করেছি। আমার ছেলে সারাদিন ঘুমায় রাতের খেলাধুলা করে। তাই সারা রাত আমাকে পাহারা দিতে হয়। যাইহোক আজকেও আমি আপনাদের মাঝে একটি ডাই তৈরি করেছি। আমি মূলত ক্লে দিয়ে একটি অক্টোপাস তৈরি করেছি। ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। ধৈর্য এবং সময় দিয়ে তৈরি করতে হয়। কিন্তু তৈরি করার পর দেখতে খুবই সুন্দর লাগে। যাইহোক আমি কি কি উপকরণ ব্যবহার ও কিভাবে তৈরি করেছি সে গুলো আপনাদের সাথে ধাপে ধাপে উপস্থাপনা করছি।
প্রথমেই আমি প্যাকেট থেকে ক্লে গুলো বের করে নিলাম। তারপর বেগুনি রঙের ক্লে দিয়ে গোল করে বৃত্ত তৈরি করলাম। এবার আমি ছোট বৃত্তগুলোকে লম্বা করে লতের মত তৈরি করলাম।
এরপর আমি সবগুলো চিকন লত গুলোকে এক মাথায় একসঙ্গে করে দিলাম। এবং মাঝ বরাবর গোল বড় বৃত্তটি বসিয়ে দিলাম।
এবার আমি সামান্য সাদা ক্লে নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিলাম। এরপর বেগুনি রঙের গোল বৃত্তের উপর বসিয়ে অক্টোপাসের চোখ তৈরি করলাম। এরপর আমি চিকন লত গুলোকে বাঁকা করে অক্টোপাসের হাত পা তৈরি করলাম।
এবার আমি সামান্য কালো রঙের ক্লে নিয়ে চোখের ভিতরের কালো অংশ তৈরি করলাম।
এরপর আমি লাল রঙের ক্লে নিয়ে অক্টোপাসের মুখ তৈরি করলাম। এবং বেগুনি রঙের গোল বৃত্তের মাঝে বসিয়ে দিলাম। এরপর আবারও হলুদ রঙের ক্লে নিয়ে ছোট ছোট করে টুকরো করে অক্টোপাসের সমস্ত শরীরে বসিয়ে নিলাম। এবং এখানেই আমার অক্টোপাস তৈরির কাজ সম্পূর্ণ শেষ করলাম।




এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ডাই পোস্ট আপনাদের সবার ভালো লেগেছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।

বিভাগ | ডাই পোস্ট। |
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |

.gif)

আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।




ক্লে ব্যবহার করে আপনি অনেক কিউট দেখতে একটা অক্টোপাস তৈরি করেছেন। আপনার তৈরি করা অক্টোপাস দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। পুরোটা সুন্দর করে তৈরি করেছেন দেখতে ভালোই লাগছে। হলুদ কালারের দিয়ে উপরে লাগানোর কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। আপনার হাতের কাজটা অনেক দারুন হয়েছে।
আমার পোস্ট ভিজিট করে গঠনমূলক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
https://x.com/nazmulhasanbd01/status/1845512809255444628?t=QoD8AWpvpk5JFNZ_-iJH0w&s=19
ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি অসাধারণ হয়েছে দেখে খুবি ভাল লেগেছে। এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আমিও চেষ্টা করছি ডাই পোস্ট তৈরি করার জন্য।
আপনার কাছে অক্টোপাস দেখে ভালো লেগেছে যেনে খুশি হলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আসলে আপনি যে অক্টোপাস তৈরি করেছেন তা দেখে অনেকটা জীবন্ত মনে হচ্ছে। আসলে এই অক্টোপাসটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে এবং আপনি এই অক্টোপাস তৈরির বর্ণনা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সুন্দর করে উপস্থাপনা করতে, আপনার প্রশংসা মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
ভাইয়া আপনি ক্লে দিয়ে কিউট একটি অক্টোপাস তৈরি করেছেন। আপনার এই ডাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমিও কিছুদিন আগে এমন একটি অক্টোপাস শেয়ার করেছিলাম। ক্লে দিয়ে বানানো এসব জিনিস দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলছেন আপু, ক্লে দিয়ে এই ধরনের জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনার গুছানো মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।
ক্লে দিয়ে চমৎকার একটি অক্টোপাস তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে বেগুনি কালারের উপরে হলুদ রঙের কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটে উঠেছে আবার ছোট অক্টোপাসের মাথাটা দারুন লাগছে সবমিলিয়ে আপনার কাজের দক্ষতা তুলে ধরার জন্য ধন্যবাদ ভাই।
আমি চেষ্টা করেছি কম্বিনেশনটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। তাই বেগুনি কালার ক্লে ইউজ করেছি। আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম, ধন্যবাদ ভাই আপনাকে।
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে সবাই কম বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর এই সময় সবাইকে সাবধানে থাকতে হবে ভাইয়া। ক্লে দিয়ে কিউট অক্টোপাস তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। দেখতে সত্যি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনাকে আপু, প্রশংসা মূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ বেশ চমৎকার লাগছে তো। দারুণ তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে অক্টোপাশ টা চমৎকার তৈরি করেছেন আপনি। পাশাপাশি খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।
চেষ্টা করছি ভাই, ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য। আপনার গুছানো কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাই আপনাকে।
আপনার তৈরি করা অক্টোপাস দেখে কিন্তু আমি সত্যি বেশ মুগ্ধ। আপনি খুব সুন্দর করে ক্লে দিয়ে অক্টোপাস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ সুন্দর করে উপস্থাপনাও করেছেন। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।
আমার পোস্ট দেখে আপনি মুগ্ধ হয়েছেন এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে আপু। অসংখ্য ধন্যবাদ আপু আমাকে উৎসাহ করার জন্য।