ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি।
![]() |
---|
শুভ রাত্রি...🌃
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01ময়মনসিংহ, বাংলাদেশ থেকে।
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
আজকে আমি প্রথম বারের মতো ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি করেছি। বিভিন্ন রঙের ক্লে দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে। বিশেষ করে ছোট বাচ্চারা ক্লে দিয়ে খেলাধুলা করতে বেশি পছন্দ করেন। তবে ধৈর্য নিয়ে বিভিন্ন ওয়ালমেট ও ফুল তৈরি করতে খুবই ভালো লাগে। "আমার বাংলা ব্লগ" পরিবারের সবাই ক্লে দিয়ে চমৎকার ডাই পোস্ট তৈরি করে থাকেন। দেখে চোখ জুড়িয়ে যায়। তাই আমিও আজকে লাইব্রেরী থেকে ক্লে কিনে এনেছি এবং হাতে সময় নিয়ে চেষ্টা করেছি একটি টেডি বিয়ার তৈরি করার জন্য। আমি যেহেতু প্রথম ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি করেছি, তাই অনেক সময় লেগেছে। আমি তৈরি করার সময় অনেক এনজয় করেছি। তবে সম্পূর্ণ তৈরি করার পর দেখতে অনেক সুন্দর এবং কিউট লেগেছে। সত্যি বলতে চেষ্টা করলে সব কিছু সম্ভব। আমি চেষ্টা করবো আগামীতে আরও চমৎকার কিছু ওয়ালমেট ও ফুল ক্লে দিয়ে তৈরি করার জন্য। আশা করছি আপনারা চমৎকার মন্তব্য করে আমাকে কাজে উৎসাহ করবেন। সে আশা নিয়ে আজকে আমিও ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি করছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি সে গুলো আপনাদের সাথে ধাপে ধাপে উপস্থাপনা করছি।
- ✓ ক্লে
![]() | ![]() |
---|
প্রথমেই আমি প্যাকেট থেকে ক্লে গুলো বের করে নিলাম।তারপর হালকা গোলাপি রঙের ক্লে গোল করে দুইটি বৃত্ত তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
এবার আমি আবারও কিছু ক্লে নিয়ে চারটি ছোট ছোট টুকরো করে নিলাম। এবং দুইটি বৃত্ত এক সঙ্গে লাগিয়ে নিলাম।
![]() | ![]() |
---|
এরপর আমি চারটি ছোট টুকরো নিয়ে টেডির দুটি হাত ও দুটি পা তৈরি করলাম।
![]() | ![]() |
---|
এবার আমি সাদা রঙের ক্লে দিয়ে মুখ তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
![]() |
---|
এরপর আমি কালো এবং লাল রঙের ক্লে দিয়ে চোখ এবং নাক তৈরি করে নিলাম। তারপর এখানেই আমার টেডি তৈরির কাজ সম্পূর্ণ করলাম। এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ডাই পোস্ট আপনাদের সবার ভালো লেগেছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | ডাই পোস্ট। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং অনার্সে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
বাহ্ সবাই দেখতেছি ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছে।আপনি দারুণ ভাবে ক্লে দিয়ে কিউট টেডি বিয়ার তৈরি করছেন ভাই। ধাপে ধাপে সুন্দর ভাবে পোস্ট টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, দারুণ কমেন্ট করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।
https://x.com/nazmulhasanbd01/status/1841192425722949985?t=VMOrHXIV6WX3JBaXUwhqJA&s=19
আপনি এই প্রথম ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অভিনন্দন। তাছাড়া প্রথম প্রথম ক্লে দিয়ে এত সুন্দর টেডি বিয়ার তৈরি করা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। টেডি বিয়ার এর কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর। সবশেষে আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে অনেক সুন্দর ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
নিজের দক্ষতাকে এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি অনেক সুন্দর দেখতে টেডি বিয়ার তৈরি করেছেন তো। আমার তো বেশ দারুন লেগেছে এই সুন্দর টেডি বিয়ারটা দেখতে। বিশেষ করে আপনি এই টেডি বিয়ার টাকে অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। এরকম ভাবে টেডি বিয়ার গুলো তৈরি করলে অনেক সুন্দর ভাবে ফুটে উঠে। তেমনি ঠিক এটার ক্ষেত্রেও হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার প্রশংসা মূলক মন্তব্য পড়ে খুশি হলাম ভাই। ধন্যবাদ ভাই আপনাকে।
আরে বাহ্ অনেক কিউট দেখতে টেডি বিয়ার তৈরি করেছেন তো আপনি ক্লে ব্যবহার করে। আপনার তৈরি করার টেডি বিয়ার আমার তো অনেক পছন্দ হয়েছে। ক্লের কালার টা আমার একটু বেশি ভালো লেগেছে। টেডি বিয়ারের চোখ মুখ দেওয়াতে অনেক কিউট লাগছে। এরকম ভাবে ক্লে দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আর কোনো কিছু তৈরি করতে আমি তো অনেক পছন্দ করি।
আমার টেডি বিয়ার আপনার অনেক পছন্দ হয়েছে জেনে খুশি হলাম আপু। আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার কাছেও ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।
ক্লে দিয়ে কিছু তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। আজকে আপনি ক্লে দিয়ে অনেক সুন্দর করে টেডি বিয়ার তৈরি করেছেন।টেডি বিয়ার এর মধ্যে কি সুন্দর চোখ নাক মুখও দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে ভালো কিছু উপহার দিতে। তবে আপনি আজকেও দারুণ কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করেছেন। ধন্যবাদ ভাই আপনাকে।
ক্লে দিয়ে টেডি বিয়ার তৈরি খুবই সুন্দর হয়েছে। দেখে অনেক ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে ডাই পোস্টটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।
আপনার গুছানো মন্তব্য পেয়ে খুশি হলাম ভাই। আশাকরি সব সময় পাশে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।
এই ঢেডিবিয়ার টা দেখে মনে হচ্ছে কোন প্রফেশনাল এই কাজটা করেছে। সত্যি চমৎকার লাগছে ভাই। ক্লে দিয়ে টেডিবিয়ার টা দারুণ তৈরি করেছেন আপনি। খুবই সুন্দর লাগছে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
ক্লে দিয়ে খুবই সুন্দর একটি টেডি বিয়ার তৈরি করেছেন আপনি। ক্লে দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশ দারুন লাগে আমার কাছে। আমি নিজেও ক্লে দিয়ে টুকটাক অনেক কিছু তৈরি করার চেষ্টা করছি বেশ কিছুদিন ধরে। আপনার তৈরি করা টেডি বিয়ারটি অনেক বেশি কিউট লাগছে। গোলাপি কালারের ক্লে দিয়ে তৈরি করায় দেখতে অনেক সুন্দর লাগছে।
প্রথমবার তৈরি করেছি আপু, আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট শেয়ার করার জন্য।