ডাই : ক্লে দিয়ে তিনটি ফুল তৈরি।
শুভ রাত্রি 🌃
আজ ১১ ই ডিসেম্বর,
বুধবার ২০২৪ খ্রিষ্টাব্দ।
আসসালামু আলাইকুম,
আমি @nazmul01 ময়মনসিংহ জেলা, বাংলাদেশ থেকে।
![]() |
---|
হ্যালো "আমার বাংলা ব্লগ" পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম ক্লে দিয়ে তিনটি ফুল তৈরির পোস্ট নিয়ে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।
শীতের ঠাণ্ডা আবহাওয়া দিন দিন বেড়েই চলছে। সন্ধ্যার পর দিয়ে ঘর হতে বের হওয়ার কোন পরিবেশ নেই। বের হতে হলে একদম প্যাকেট হয়ে বের হতে হয়। গতকাল রাতে হালকা বৃষ্টি হয়েছিল। তারপর থেকেই ঠাণ্ডা আবহাওয়া অনেক অংশে বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমি অফিসের কাজে গাড়ি দিয়ে বাহিরে ঘুরাঘুরি করি, তাই বেশিরভাগ সময় ঠান্ডায় আক্রান্ত হয়ে যাই। যাইহোক সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। তাই যখন একটু বেশি সময় পাই, তখনই বসে পড়ি ক্লে নিয়ে ফুল, পশু-পাখি এবং বিভিন্ন ওয়ালমেট তৈরি করার জন্য। এই ধরনের ডাই পোস্ট গুলো তৈরি করতে অনেক সময় লাগে। কিন্তু মজার বিষয় হলো তৈরি করার পর দেখতে খুবই ভালো লাগে। "আমার বাংলা ব্লগ” কমিউনিটি সকল মেম্বার ক্লে দারুণ সব জিনিস তৈরি করেন। তাদের অনুপ্রেরণায় আজকে আমিও ক্লে দিয়ে তিনটি ফুল তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার ও কিভাবে তৈরি করেছি সে গুলো আপনাদের সাথে ধাপে ধাপে উপস্থাপনা করছি।
- ✓ ক্লে
![]() | ![]() |
---|
প্রথমেই আমি প্যাকেট থেকে ক্লে গুলো বের করে নিলাম। তারপর হলুদ রঙের ক্লে হাতের সাহায্যে গোল করে এক এক করে মোট ১৫ টি তৈরি করে নিলাম।
![]() | ![]() |
---|
![]() |
---|
এবার আমি আবারও লাল খয়ারি রঙের ক্লে নিয়ে হাতের সাহায্যে আরোও তিনটি ক্লে গোল করে নিলাম। তারপর গোল করা ক্লে গুলো এক সঙ্গে লাগিয়ে দিলাম।
![]() | ![]() |
---|
![]() |
---|
এবার আমি একই পদ্ধতিতে আরও তিনটি ফুল তৈরি করে দিলাম। এবং স্টিকের সাহায্যে চাপ দিয়ে পাপড়ি গুলো ডিজাইন করে দিলাম।
![]() | ![]() |
---|
![]() |
---|
তারপর সবুজ রঙের ক্লে হাতের সাহায্যে গোল করে নিলাম। এবং গোল থেকে হাতের সাহায্যে লম্বা লত তৈরি করলাম। এরপর সেই লত দিয়ে ফুলের ডাল তৈরি করলাম।
![]() | ![]() |
---|
এরপর আমি সবুজ রঙের ক্লে দিয়ে কিছু পাতা তৈরি করে দিলাম। এখানেই আমার ফুল তৈরির কাজ সম্পূর্ণ করলাম। এরপর কিছু ফটোগ্রাফি করে নিলাম।
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার ডাই পোস্ট আপনাদের সবার ভালো লেগেছে? কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন ধরনের ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ💞।
বিভাগ | ডাই পোস্ট। |
---|---|
ডিভাইস | শাওমি রেডমি ৯। |
বিষয় | ক্লে দিয়ে তিনটি ফুল তৈরি। |
লোকেশন | ময়মনসিংহ সদর, বাংলাদেশ। |
ফটোগ্রাফার | @nazmul01। |
আমি মোঃ নাজমুল হাসান, আমি বাংলাদেশের নাগরিক এবং ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলায় থাকি। আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালি। বাঙালি হিসেবে পরিচয় দিতে আমি গর্ব বোধ করি। আমি একজন শিক্ষার্থী এবং ডিগ্রিতে অধ্যয়নরত। আমি বর্তমানে বাংলাদেশে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া কবিতা,আর্ট করা,ঘুরতে যাওয়া এবং রান্না করা আমার খুবই প্রিয়। প্রিয়জনদের সাথে ঘুরতে যাওয়া এবং বাহিরে খাবার খেতে আমার অনেক ভালো লাগে। নতুন রেসিপি শেখার আমার খুব আগ্রহ রয়েছে। আমি ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্টিমিটে জয়েন হয়েছি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটি একটি পরিবারের মতো। আর এই পরিবারের একজন সদস্য হতে পেরে আমি অনেক খুশি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য | এখানে ক্লিক করেন |
---|
X-Promotion
ক্লের মাধ্যমে তৈরি টবসহ এই তিনটি ফুল দেখতে খুবই সুন্দর লাগছে। রং গুলো বেশ সুন্দর চয়েস করেছেন আপনি। সকাল সকাল এমন সুন্দর ফুল দেখে মনটা ভরে গেল দাদা।
ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
ক্লে ব্যবহার করে তিনটি ফুলের চমৎকার একটি ফুল গাছ তৈরি করে ফেলেছেন ভাইয়া। দেখতে খুবই সুন্দর হয়েছে এত।এত সুন্দর ভাবে ক্লে ব্যবহার করে ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই, উৎসাহ মূলক মন্তব্য শেয়ার করার জন্য।
ওয়াও ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে তিনটি ফুল তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুল গুলো দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। বিভিন্ন ধরনের কালার ক্লে ব্যবহার করেছেন বলে দেখতে আরো বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে যেনে খুশি হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
শীতে সত্যি বাইরে বের হলে প্যাকেট হয়ে বের হতে হয়।আপনি অফিসের কাছে বাইরে ঘোরেন গাড়ি নিয়ে তাহলে তো ঠান্ডা কতো প্রকার কি কি সব জানেন হাহা।দারুণ সুন্দর করে ক্লে দিয়ে তিনটি ফুল বানিয়েছেন অসাধারণ সুন্দর হয়েছে আপনার বানানো ফুল গুলো।হলুদ কার হওয়াতে খুব সুন্দর ফুটেছে। ধাপে ধাপে ক্লে দিয়ে ফুল বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু বাহিরে অনেক শীত থাকে। তাই অনেক কষ্ট হয় এ শীতের মধ্যে ডিউটি করতে। প্রশংসা মূলক কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
ক্লে ব্যবহার করে খুব সুন্দর টবসহ ফুলের গাছ এবং ফুল তৈরি করেছেন। হলুদ রঙের ফুল গুলো বেশ লাগছে কিন্তু। ক্লে দিয়ে যেকোনো কিছু তৈরি করলে দেখতে ভীষণ সুন্দর লাগে। সুন্দর ফুলগুলো তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে আমার পোস্ট ভিজিট করে প্রশংসা মূলক কমেন্ট করার জন্য।
বর্তমানে সব জায়গাতেই মোটামুটি ভালোই শীত পড়ছে। এ সময় সবার সাবধানে থাকা উচিত কারণ ঠান্ডা কাশির প্রকোপ বেড়েছে। আপনি আজকে ক্লে দিয়ে তিনটি ফুল তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ ভাই এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।
ভাইয়া আপনি ক্লে দিয়ে সিম্পলের মধ্যে খুব সুন্দর ফুল গাছ বানিয়েছেন। আপনার এই ফুল গাছ আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্লে দিয়ে অনেক কিছু বানানো যায় আর সেগুলো দেখতেও খুব ভালো লাগে। আমিও মাঝে মাঝে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করি। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু, সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।