ডাই : ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি
ABB 25 মে 2025✅
বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আশা করি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো সুস্থ আছি। আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করে নতুন ব্লগ করলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার কাজগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে। আমি আশা করি সকলের আজকে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি ভালো লাগবে।
আমার কাছে ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো তৈরি করতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এজন্য আমি হাতে সময় পেলে ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করার জন্য বসে পড়ি। এ ধরনের ওয়ালমেট গুলো ঘরে লাগালে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়। আমি এখানে বিভিন্ন কালারের ফুল দেওয়ার চেষ্টা করেছি, যেন এই ওয়ালমেট এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আর এটা তৈরি করার ধাপ গুলো সুন্দর করে তুলে ধরলাম। আপনারাও চাইলে কিন্তু সহজে এই ওয়ালমেট তৈরি করতে পারবেন উপস্থাপনা গুলো দেখে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ওয়ালমেট তৈরি করার ধাপগুলো।
উপকরণ
ক্লে
গাম
ধাপ 1️⃣
প্রথমে আমি একটি শক্ত কাগজ গোল করে কেটে নিলাম। এরপর কলম দিয়ে কয়েকটা দাগ দিয়ে দিলাম।
ধাপ 2️⃣
এরপর আমি সাদা কালারের ক্লে নিয়ে গোল গোল করে নিলাম। তারপরে এগুলো একটা দাগের উপরের অংশে বসিয়ে নিলাম।
ধাপ 3️⃣
এরপর আঙ্গুলের সাহায্যে এগুলো ফুলের আকৃতি দিতে লাগলাম।
ধাপ 4️⃣
এভাবে অনেক সুন্দর করে একটা ফুল তৈরি করে নিলাম। তারপর গোলাপি কালারের ক্লে মাঝখানের অংশে লাগিয়ে নিলাম।
ধাপ 5️⃣
এভাবে আমি একটা একটা করে ভিন্ন ভিন্ন কালারের ফুল তৈরি করতে লাগলাম। তারপর মাঝখানের অংশে দাগ দিয়ে দিলাম।
ধাপ 6️⃣
এভাবে আরো কিছু ফুল তৈরি করলাম আর ফুলের কলি তৈরি করলাম। আশা করি সবার কাছে এই ওয়ালমেট অনেক ভালো লাগবে দেখতে।
ফাইনাল আউটপুট
আমি আশা করি আপনাদের সবার আজকের ব্লগ অনেক ভালো লাগবে।
পোস্ট বিবরণ
শ্রেণী | ডাই/অরিগ্যামি |
---|---|
ক্যামেরা | Samsung S23 Ultra |
পোস্ট তৈরি | narocky71 |
লোকেশন | বাংলাদেশ |
নিজেকে নিয়ে কিছু কথা
আমার নাম নুরুল আলম রকি। আমার steemit I'd narocky71। আমি বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে বসবাস করি। তার সাথে সাথে আমি বিশ্বনাগরিক। আমি বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় মনের ভাব প্রকাশ করি। আমি বাংলা ভাষাকে ভালবাসি। আমি ফটোগ্রাফি করতে ও ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে জল রং দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। যখনই আমার সময় এবং হাতে টাকা থাকে তখন ভ্রমণ করতে বেরিয়ে পড়ি। বিশেষ করে আমি ম্যাক্রো ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি অনেক বছর আগ থেকে ফটোগ্রাফি করে থাকি। কিন্তু বিশেষ করে ম্যাক্রো ফটোগ্রাফি বেশি করা হয়। বর্তমানে তার সাথে আর্ট করতে অনেক ভালোবাসি। বর্তমানে আমি বেশি সময় কাটাই আর্ট শিখতে। বর্তমানে আমার স্বপ্ন, আমি একজন ভালো ফটোগ্রাফার, ও একজন ভালো আর্টিস্ট হব। ( ফি আমানিল্লাহ)
আপনার আজকের এই ওয়ালমেট দেখে ভীষণ ভালো লাগলো। কারণ আপনি খুব সুন্দর করে ফুলের ওয়ালমেট করলেন। সবচেয়ে বেশি কয়েকটি ফুল বিভিন্ন কালারের ক্লে দিয়ে তৈরি করার কারণে দেখতে বেশি সুন্দর লাগলো। ভিন্ন রকম একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আমার কাছে অনেক ভালো লাগে, ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করতে।
https://x.com/NARocky4/status/1926487494905729320?t=f3pNzBFPM7xQQaEg5yTzhw&s=19
ক্লে দিয়ে তৈরি করা জিনিসগুলো আমার কাছে দেখতে ভালই লাগে।ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর লাগছে। এরকম ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগবে। এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে এরকম ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে সুন্দর লাগে।
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে বেশ ভালোই লাগে।আজকে আপনি ক্লে দিয়ে খুব চমৎকার একটি ফুলের ওয়ালমেট তৈরি করছেন।আপনার তৈরি করা ওয়ালমেট টি দেখতে দারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার তৈরি করা ওয়ালমেট দারুন হয়েছে শুনে ভালো লাগলো।
https://x.com/NARocky4/status/1926607154569531807?t=o2zbIeekT1q2t3DB9mCfGA&s=19
ওয়াও ক্লে ব্যবহার করে দারুণ একটি ওয়ালমেট তৈরি করছেন ভাই। আপনার তৈরি করা ওয়ালমেট টি অসাধারণ হয়েছে ভাই। এই ধরনের ওয়ালমেট গুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।
সত্যি বলেছেন এগুলো সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
এত সুন্দর ওয়ালমেট দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর ওয়ালমেট দেখে আমি অবাক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।
এরকম কাজগুলো তোমার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম।
অনেক সুন্দর করে আপনি ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। সুন্দর করে বিভিন্ন রঙের ব্যবহার করে আপনি ফুলগুলি তৈরি করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।
বিভিন্ন রঙের ফুল তৈরি করার চেষ্টা করেছি।
ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন।আপনার তৈরি ফুলের ওয়ালমেটটি খুব সুন্দর হয়েছে! রঙের কম্বিনেশন এবং ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়।ফুলের পাপড়িগুলোর টেক্সচার এবং থ্রি-ডি ইফেক্ট দেখে মনে হচ্ছে অনেক পরিশ্রম করেছেন। বিশেষ করে মাঝের অংশের ডিটেইলিং অসাধারণ।এমন সৃজনশীল কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ!
এত সুন্দর করে আকর্ষণীয় ভাবে এই ওয়ালমেট তৈরি করতে পেরে ভালো লাগছে।