পাল তোলা নৌকার অরিগামি।

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা ❣️❣️

কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভাল আছেন। সকলের জন্য সুস্থতা কামনা করছি। আলহামদুলিল্লাহ ভালো আপনি আমিও।
যাইহোক আজকে কাগজ দিয়ে পালতোলা নৌকার অরিগ্যামি তৈরি করলাম। এই গুলো সহজেই তৈরি করা সম্ভব। শুধু ভাঁজগুলো পারফেক্ট ভাবে হতে হবে তবেই কাজ অনেক সুন্দর হবে। এইভাবে নৌকাগুলো তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। সিম্পল হলেও বাস্তব নৌকার মতোই দেখায় । যাইহোক কাজে ফেরা যাক। আশা করি আপনাদের কাছে আমার ডাই প্রজেক্ট টি ভালো লাগবে।

আমি নিচে নকশা টি তৈরির পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা দিয়েছি। আশা করি এটি আপনাদের ও ভালো লাগবে।
কাগজের নকশাটির ফাইনাল লুক

IMG-20231101-WA0020.jpg

IMG-20231101-WA0021.jpg

IMG-20231101-WA0007.jpg

IMG-20231101-WA0005.jpg

♦️♦️প্রয়োজনীয় উপকরণ ♦️♦️
  • কাগজ
  • কাঁচি

IMG-20231101-WA0015.jpg

প্রথম ধাপঃ
  • প্রথমে আমি A4 সাইজের একটি কাগজ নিলাম তারপর নিচের ছবির মতো করে বর্গাকার করে কেটে নিলাম ।

IMG-20231101-WA0017(1).jpg

দ্বিতীয় ধাপঃ
  • এখন দুই পাশ থেকে দুটি ভাঁজ দিয়ে দিলাম ও কোনাকুনিভাবে আরেকটি ভাজ দিয়ে দিলাম। তারপর ভাঁজ অনুযায়ী কাগজগুলো আবার ভাঁজ দিয়ে দিলাম।

IMG-20231101-WA0014.jpg

IMG-20231101-WA0013.jpg

তৃতীয় ধাপঃ
  • এখন সম্পূর্ণ ভাঁজ আবার খুলে নিলাম। এবং দুই সাইডের ভাঁজ আবার দিয়ে দিলাম।

IMG-20231101-WA0016.jpg

চতুর্থ ধাপঃ
  • তারপর নিজের ছবির মত করে এক সাইড এর কাগজ লম্বালম্বিভাবে তৈরি করলাম।

IMG-20231101-WA0012.jpg

পঞ্চম ধাপঃ
  • এক পাশের এর কাগজ লম্বালম্বি ভাবে উঠানোর পর আরেক সাইডের কাগজ লম্বালম্বি করে উঠিয়ে নিলাম।
    IMG-20231101-WA0009.jpg
সর্বশেষ ধাপ
  • তারপর নৌকাটিরি নিচের অংশটি ভাঁজ করে ঘুরিয়ে দিলাম।

IMG-20231101-WA0011.jpg

|

কাগজ দিয়ে নৌকাটি এখন সম্পূর্ণ তৈরি ।
এভাবে আমি নৌকার আরেকটি আরেক আমি তৈরি করলাম।

IMG-20231101-WA0022.jpg

IMG-20231101-WA0019.jpg

IMG-20231101-WA0018.jpg

আশা করি আপনাদের সকলের কাছে আমার আজকের এই পোস্টটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভুলক্রটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা
@naimuu
ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি দেখার জন্য ও পড়ার জন্য🥰🥰

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পালতোলা নৌকার সুন্দর একটি অরিগ্যামি তৈরি করেছেন আপু। এর আগে অনেকবার আমি নৌকা তৈরি করেছি কিন্তু এভাবে পালতোলা নৌকা কখনো তৈরি করিনি বা দেখিনি। আপনার আজকের তৈরি পোস্টটা সত্যি অসাধারণ হয়েছে ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাজের মাধ্যমে আপনি নতুন কিছু দেখতে পেরেছেন শুনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

ছোটবেলায় রঙিন কাগজ দিয়ে নৌকা তৈরি করতাম আপনার পালতোলা নৌকাটি দেখে ছোটবেলার কথাই মনে পড়ে গেল। আপনার পালতোলা নৌকাটি দেখতে খুব সুন্দর লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন চাইলে যে কেউ আপনার তৈরি করা দেখে শিখে নিতে পারবে। এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago (edited)

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

পালতোলা নৌকার খুবই সুন্দর একটা অরিগামি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ধরনের জিনিসগুলো তৈরি করা দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটবেলায় এগুলো প্রচুর পরিমাণে তৈরি করতাম।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।

 2 years ago 

ছেলেবেলা বৃষ্টি হলে নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে দিতাম।এরপরে আর নৌকা করা হয়নি।আপনি আজ রঙিন কাগজ দিয়ে পাল তোলা নৌকা করে শেয়ার করলেন। দেখতে খুব ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে ধাপে ধাপে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু ছোটবেলায় এগুলো তৈরি করার পর বৃষ্টি হলে নৌকা আমরা পানিতে ভাসিয়ে দিতাম। আর হাত দিয়ে ঢেউ দিয়ে দূরে ঠেলে দিতাম।

 2 years ago 

এগুলো নিজের সক্রিয় অনুভূতি থেকে এবং অনুশীলনের মধ্য থেকে সৃষ্টি করা সম্ভব। চমৎকারভাবে সুন্দর একটি কার্যক্রম করে দেখানোর চেষ্টা করেছেন আপনি। সুন্দর কার্যক্রম দেখানোর জন্য ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু করতে গেলে ভাঁজগুলো একদম ঠিকঠাক মতো করতে হয়। না হলে দেখতে ভালো লাগে না। পাল তোলা নৌকা দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাঁজগুলো একদম ঠিকঠাক করে দিতে হয়।

 2 years ago 

বেশ দারুন একটি পোস্ট শেয়ার করেছেন তো আপু। আপনার আজকের পোস্টি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বেশ সুন্দর করে পাল তোলা নৌকার অরিগ্যামি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তারপর আবার অরিগ্যামি পোস্টের প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপনও করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপনার কাছে আমার এই পোস্ট ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো।

 2 years ago 

অসাধারণ একটি পাল তোলা নৌকার অরিগ্যামি শেয়ার করলেন আপনি। দেখতে বেশ ভালোই লেগেছে আপু।এই ধরনের নৌকা ছোট বেলায় কাগজ দিয়ে তৈরি করে অনেক খেলা করতাম। আজকে আবার আপনার রঙ্গিন কাগজ এবং সাদা কাগজ দিয়ে তৈরি করা নৌকার দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ছিল অরিগ্যামি টা। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

আসলে ছোটবেলায় এগুলো দিয়ে প্রচুর খেলতাম।

 2 years ago 

পালতোলা নৌকার খুবই সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। পাল তোলা নৌকার অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে কালো রঙ্গের কাগজটি সুন্দরভাবে ভাঁজ করে নেওয়াটা সত্যিই অসাধারণ হয়েছে। অনেক সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার এই গঠনমূলক মন্তব্য দেখে বেশ ভালো লাগলো।