DIY-সুন্দর একটি কাঁচের বোতল ডেকোরেশন||

in আমার বাংলা ব্লগ13 hours ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। পুরনো কোন কিছু নতুন করে সাজাতে আমার খুবই ভালো লাগে। বাসায় যেগুলো ছোট ছোট কাঁচের বোতল আছে সেগুলো কাজে লাগিয়ে আমি সুন্দর করে বোতল ডেকোরেশন করার চেষ্টা করছি। আর এই সুন্দর একটি কাঁচের বোতল ডেকোরেশন করতে ভালো লেগেছে।


সুন্দর একটি কাঁচের বোতল ডেকোরেশন:

IMG_20251010_074034.jpg
Device-OPPO-A15


ঘর সাজাতে সবারই অনেক ভালো লাগে। নিজের মন মত ঘর সাজানোর উপকরণ যদি থাকে ঘরের চারপাশে তাহলে নতুন কিছু বানাতেও ভালো লাগে। কয়েকদিন থেকেই ভাবছিলাম বোতল ডেকোরেশন করবো। সেই ভাবনা থেকেই সুন্দর করে একটি বোতল ডেকোরেশন করার চেষ্টা করেছিলাম। সত্যি কথা বলতে যখন আমরা নিজের মনের মত করে নিজের চারপাশটা সাজিয়ে তুলি তখন অনেক বেশি ভালো লাগে। আর এই বোতল ডেকোরেশন করতে ভালো লেগেছে। এবার চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি এই বোতল ডেকোরেশন করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:

১. কাঁচের বোতল।
২. রং।
৩. তুলি।
৪. ক্লে।
৫. ডলার।

IMG20251009170036.jpg
Device-OPPO-A15
IMG20251009170527.jpg
Device-OPPO-A15


ধাপ সমূহ:


ধাপ-১

IMG20251009170117.jpg
Device-OPPO-A15
IMG20251009170323.jpg
Device-OPPO-A15


এই বোতলটি সুন্দর করে ডেকোরেশন করার জন্য প্রথমে আমি রঙের ব্যবহার করেছি।


ধাপ-২

IMG20251009170328.jpg
Device-OPPO-A15
IMG20251009170536.jpg
Device-OPPO-A15


এবার কিছুক্ষণ সময় রং শুকিয়ে নিয়েছি। আর যেখানে রং হালকা হয়েছিল সেই অংশের ব্যবহার করেছি। এরপর সাদা রঙের ক্লে নিয়েছি।


ধাপ-৩

IMG20251009170650.jpg
Device-OPPO-A15


এবার সুন্দর করে বিভিন্ন অংশে সাদা রংয়ের ক্লে ব্যবহার করেছি।


ধাপ-৪

IMG20251009170859.jpg
Device-OPPO-A15
IMG20251009171051.jpg
Device-OPPO-A15


এবার সবুজ পাতা তৈরি করার জন্য সবুজ রঙের ব্যবহার করেছি। যাতে করে দেখতে ভালো লাগে।


ধাপ-৫

IMG20251009171130.jpg
Device-OPPO-A15
IMG20251009171415.jpg
Device-OPPO-A15


এবার ফুল এবং পাতাগুলো সুন্দর করে তৈরি করা হয়ে গেলে মাঝের অংশে কিছু ডলার বসিয়েছি। যাতে দেখতে ভালো লাগে।


ধাপ-৬

IMG_20251010_074155.jpg
Device-OPPO-A15


এইভাবে সুন্দরভাবে ডেকোরেশন করে এই বোতল ডিজাইনটি আরও বেশি সুন্দর আর আকর্ষণীয় করে তুলেছি।


উপস্থাপনা:

IMG_20251010_074249.jpg
Device-OPPO-A15
IMG20251010072654.jpg
Device-OPPO-A15


সুন্দর একটি বোতলকে নিজের মন মতো করে সাজাতে অনেক ভালো লেগেছে। তাই ঘরে থাকা বিভিন্ন উপকরণ দিয়েই সুন্দর করে এই বোতল ডিজাইনটি করেছি। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। তবে এই বোতল ডেকোরেশন টি বাস্তবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। তাই আমি এই সুন্দর বোতল ডেকোরেশন সবার মাঝেই তুলে ধরলাম।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 12 hours ago 

আপনি যেভাবে কাচের বোতল টিকে সাজিয়েছেন দেখে তো মুহূর্তেই আমার চোখ জুড়িয়ে গেল এত চমৎকারভাবে সাজানো সাধারণ কোন ব্যাপার নয় বোঝাই যাচ্ছে আপনার আর্ট এর বিষয়ে অধিক দক্ষতা রয়েছে। ক্লে এবং রং তুলি এর মাধ্যমে বোতলের ডেকোরেশন টি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 hours ago 

ক্লে এবং রং তুলি দিয়ে আপনি দারুণভাবে কাঁচের বোতল ডেকোরেশন করেছেন আপু। আপনার আইডিয়ার প্রশংসা করতেই হয়। যাইহোক এতো চমৎকার একটি ডাই পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।