DIY- ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি||
আসসালামু আলাইকুম/নমস্কার
আমি@monira999। আমি একজন বাংলাদেশী। আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে আমার তৈরি একটি ক্রাফট শেয়ার করতে যাচ্ছি। ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু কয়েকদিন থেকে শরীর খুবই খারাপ তাই কিছুই তৈরি করতে ভালো লাগেনা। আজকে কি পোস্ট করবো ভেবেই পাচ্ছিলাম না। তাই ছোট্ট করে একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম। আশা করছি সবার ভালো লাগবে।
ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি:

ওয়ালমেট তৈরি করতে অনেক ভালো লাগে। আর ওয়ালমেট দিয়ে যখন ঘর সাজানো হয় তখন দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগে। একটা সময় ছিল যখন নিজের তৈরি করা ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখতে অনেক ভালো লাগতো। কিন্তু এখন কেন জানি দিনে দিনে অলস হয়ে যাচ্ছি। এখন আর যেভাবে কিছু তৈরি করতে ইচ্ছা করে না। আজকে অনেকদিন পর সবকিছু নিয়ে বসেছিলাম তৈরি করার জন্য। আর সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। জানিনা আমার তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুরা চলুন আমার আজকের ওয়ালমেট তৈরির পদ্ধতি দেখে নেয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. কাগজ।
২. ক্লে।
৩. কলম।

ধাপ সমূহ:
ধাপ-১


এই সুন্দর ওয়ালমেট তৈরি করার জন্য প্রথমে কাগজ নিয়েছি। এরপর কলম দিয়ে সুন্দর করে একটি গাছ আর্ট করেছি।
ধাপ-২


এবার ওয়ালমেট এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য পাতা তৈরি করার চেষ্টা করেছি। এজন্য আমি সবুজ রঙের ক্লে নিয়েছি।
ধাপ-৩


সুন্দর করে পাতাগুলো ডিজাইন করেছি। এরপর ফুল তৈরি করার জন্য হলুদ রংয়ের ক্লে নিয়েছি।
ধাপ-৪


এবার সুন্দর করে ধীরে ধীরে ফুলগুলো তৈরি করার চেষ্টা করেছি আর ওয়ালমেট এর সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ধাপ-৫


এবার ওয়ালমেট এর সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার চেষ্টা করেছি আর নিচের দিকে কিছু ঘাসের মতো তৈরি করার চেষ্টা করেছি।
উপস্থাপনা:

ওয়ালমেট তৈরি করতে আমার খুবই ভালো লাগে। কিন্তু যখন শরীর ভালো থাকে না তখন এমনিতেই মন মানসিকতা ভালো থাকে না। তাই কোন কাজ করতে গেলেও বিরক্ত লাগে। তবে চেষ্টা করেছি সুন্দর একটি ওয়ালমেট তৈরি করার। জানিনা আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আমার তৈরি করা এই ওয়ালমেট সবার ভালো লাগবে।
আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।
https://x.com/Monira93732137/status/1935242006625968171?t=weaoRvq9zDCjBCvyaEIBRQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
এত সুন্দর ওয়ালমেট দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কাজ গুলো দেখলে অনেক ভালো লাগে। আপনার তৈরি করা এই সুন্দর ডাই দেখে আমি অবাক বেশি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে এটা সবার মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন আপু এই ধরনের কাজগুলো করতে অনেক ভালো লাগে। আর দেখতেও ভালো লাগে।
আপনি ক্লো অনেক সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এ ধরনের প্রজেক্ট গুলো তৈরি করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনি ধৈর্য এবং সহনশীলতার সাথে অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন। প্রতিটি ধাপ বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করি। আপনার কাছে ভালো লেগেছে এটা জেনে খুবই উৎসাহ পেলাম ভাইয়া।
ডেইলি টাস্ক প্রুভ:
https://x.com/Monira93732137/status/1935278068798759291?t=M0TpdHZVLsjpjSQi0o91zQ&s=19
https://x.com/Monira93732137/status/1935278428519022890?t=C4MIyxw9zcDhNSQSVjo4Fw&s=19
https://x.com/Monira93732137/status/1935278840341045745?t=zJpnWuD0YN9gieK5pWCQ0g&s=19
https://x.com/Monira93732137/status/1935279778384462005?t=r5VJbdRVrpwMAw8snkGG_A&s=19
https://x.com/Monira93732137/status/1935280111248650251?t=DvBUInUSyim_Kr6ghz80tQ&s=19
অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় এরকম ভাবে ক্লে দিয়ে। আর যে কোনো কিছু সুন্দরভাবে তৈরি করে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এগুলো একটু সময় নিয়ে তৈরি করা হলে বেশি সুন্দর হয়। নিশ্চয়ই আপনি অনেক সময় ব্যবহার করে এটা তৈরি করেছেন। এই কাজগুলো করার মাধ্যমে নিজের ভিতরে লুকিয়ে থাকা সৃজনশীলতার প্রকাশ ঘটে সুন্দরভাবে।
এই ওয়ালমেট তৈরি করতে ভালো লেগেছে। আর সবার মাঝে উপস্থাপন করতে সত্যি অনেক ভালো লেগেছে ভাইয়া।
ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় যার তৈরি করতে এবং দেখতে ভালই লাগে। সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ওয়ালমেট ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
ক্লে দিয়ে কোন কিছু তৈরি করতে অনেক ভালো লাগে। তাই নতুন কিছু করার চেষ্টা করেছি আপু।
বাহ আপু আপনি তো ক্লে দিয়ে কি চমৎকার ওয়ালমেট বানিয়েছেন। আপনার বানানো ওয়ালমেট কিন্তু অসাধারণ হয়েছে। আর এই ধরনের ওয়ালমেট গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। এবং ক্লে নরম এই কারণে অনেকে অনেক কিছু বানাতে বেশি পছন্দ করে। ধন্যবাদ ক্লে দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা ওয়ালমেট আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
সব সময় আপনি ক্লে দিয়ে খুব সুন্দর কিছু জিনিস তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে থাকেন৷ আজকেও যেভাবে আপনি ক্লে দিয়ে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন তা দেখে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে ক্লে দিয়ে যেভাবে আপনি এত সুন্দর ভাবে সবকিছু তৈরি করেছেন তা তৈরি করতে আপনি অনেক সময় দিয়েছেন এবং অনেক কষ্ট করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে৷