ডাই প্রজেক্ট: "কাগজের তৈরি জাতীয় ফুল শাপলা"

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু-আলাইকুম/আদাব।

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।হ্যাঁ, আমিও অনেক ভালো আছি।

অনেকদিন পর আজ আবার আপনাদের মাঝে হাজির হলাম আমার হাতের তৈরি একটি বিশেষ প্রজেক্ট নিয়ে। বরাবরের মতো এবারও কাগজের তৈরি একটি কাজ, যেটাকে বলা যায় ডাই প্রজেক্ট। ছোটবেলা থেকেই হাতের কাজ আর কাগজ দিয়ে কিছু তৈরি করার প্রতি আমার এক আলাদা টান ছিল। এই আগ্রহ থেকেই অনেকদিন আগে বিভিন্ন রঙের কাগজ দিয়ে একটি শাপলা ফুল তৈরি করেছিলাম। তখন বেশ উৎসাহ নিয়ে ফোনের ক্যামেরায় এর ছবি তুলে রেখেছিলাম। তবে সেই ছবিগুলো পোস্ট করার কথা একেবারেই ভুলে গিয়েছিলাম।

20240928_131746.jpg

আজ হঠাৎ করে যখন ফোনের গ্যালারিতে পুরোনো ছবি দেখতে ছিলাম, তখন এই শাপলা ফুলের ছবিগুলো চোখের সামনে চলে এলো। ছবিগুলো দেখেই মনে পড়ে গেল সেই সময়টার কথা, যখন তৈরি করেছিলাম। আর তখনই ভাবলাম, এতোদিন ধরে কাগজের তৈরি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই সুযোগ তো আর হাতছাড়া করা যায় না। তাই আর দেরি না করে ছবিগুলো একটু গুছিয়ে পোস্ট লিখতে বসে গেলাম।

শাপলা ফুল আমাদের জন্য একটু বিশেষ জায়গা রাখে। কারণ এটি আমাদের জাতীয় ফুল। ছোটবেলায় স্কুলে পড়ার সময় স্কুলের একটি প্রজেক্টের জন্য কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করতে বলা হয়েছিল। সেই সময় তিন-চার দিন ধরে কাগজ কেটে, ভাঁজ করে, আঠা মেখে অবশেষে একদিন শাপলা ফুল তৈরি করতে পেরেছিলাম। সেই শাপলা ফুলটি জমা দেওয়ার পর যে ভালো লাগা আর প্রশংসা পেয়েছিলাম, আজও সেটা স্পষ্ট মনে আছে।

20240928_131707.jpg

অনেক বছর পর আবার যখন কাগজের শাপলা ফুল তৈরি করছিলাম, মনে হচ্ছিল সেই স্কুলজীবনের দিনগুলো যেন আবার ফিরে এসেছে। সত্যি বলতে, অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল। কিন্তু তখন ভুলবশত আপনাদের মাঝে এটি শেয়ার করা হয়নি। তাই আজ দেরি হলেও ভাবলাম, সবার সঙ্গে আমার এই তৈরি করা কাগজের শাপলা ফুল শেয়ার করি। আশা করছি, আপনাদের ভালো লাগবে।চলুন তাহলে তাহলে ধাপে ধাপে শুরু করি...

প্রয়োজনীয় উপকরণ:-

20240927_191743.jpg

  • রঙিন কাগজ
  • কাঁচি
  • আঁঠা
  • পেন্সিল
  • হাইলাইটার
ধাপ সমূহ:-

20240927_192817.jpg

  • প্রথমে সাদা কাগজ কেটে কেটে ধারাবাহিকভাবে ছোট থেকে বড় পাঁচটি টুকরা করে নিলাম।

20240927_192944.jpg

  • সবচেয়ে ছোট কাগজটি, হাইলাইটার দিয়ে রং করে নিলাম।(কারন আমার কাছে তখন হলুদ রঙের কোন কাগজ ছিল না)
20240927_193028.jpg20240927_193039.jpg20240927_193146.jpg20240927_193258.jpg
  • আমি যেভাবে ছবিগুলো সাজিয়ে দিয়েছি,এভাবে ধারাবাহিকভাবে কাগজগুলো ভাজ করেতে হবে।এবং পেন্সিল দিয়ে দাগ দিতে হবে।

20240927_194002.jpg

  • ভাজ করা কাগজের উপর পেন্সিল দিয়ে দাগ দেওয়া অংশটুকু রেখে বাকি অংশটুকু কাঁচি দিয়ে কেটে ফেললাম।

20240927_194825.jpg

  • টোটাল পাঁচটি ফুলের পাপড়ি তৈরি করলাম। সবচেয়ে ছোটটি হলুদ রঙের ছিলো।
20240927_195237.jpg20240927_194956.jpg
  • আঁঠা দিয়ে পাপড়ি গুলো বড় থেকে ছোট ধারাবাহিক ভাবে লাগিয়ে দিলাম।

20240927_195435.jpg

  • আর এভাবেই সুন্দর একটি শাপলা ফুল তৈরি করলাম। এখনো কাজ শেষ হয়নি,শাপলা ফুলের সাথে আরো কিছু তৈরি করা বাকি আছে।
20240927_200859.jpg20240927_201442.jpg
  • এবার শাপলা ফুলের পাতা তৈরি করার পালা। কাগজ কেটে কেটে এভাবে পাতা তৈরি করলাম, পাতা তৈরি করার পর পেন্সিল দিয়ে এভাবে দাগ দিলাম।

20240927_201052.jpg

  • পাতা এবং ফুলের সাথে যে কান্ড থাকে, সেটি তৈরি করার জন্য কাগজ কেটে গোল করে স্টিক তৈরি করলাম। (এগুলোর সাথে শাপলা ফুল আঁঠা দিয়ে লাগিয়ে দিব)

20240927_201550.jpg

  • এবার স্টিকের সাথে শাপলা ফুল আঁঠা দিয়ে লাগিয়ে দিলাম।

20240927_200446.jpg

  • একটি বক্স তৈরি করলাম,এই বক্সের উপর শাপলা ফুল এবং পাতাগুলো সংযুক্ত করে দেব। শাপলা ফুল সোজা হয়ে থাকতে পারে। (এতে করে সৌন্দর্য বৃদ্ধি পাবে)

20240927_202338.jpg

  • অবশেষে বক্সের উপর শাপলা ফুল এবং পাতা দুইটি আঁঠা দিয়ে লাগিয়ে দিলাম। আর এখানেই কাগজ দিয়ে শাপলা ফুল তৈরি করা কাজ শেষ হলো।
আউটলুক:-

20240928_131639.jpg

অনেকদিন পর একটি ডাই প্রজেক্ট শেয়ার করতে পেরে সত্যিই দারুণ ভালো লাগছে। শাপলা ফুল আমাদের জাতীয় ফুল, তাই এর সাথে আমাদের অনেক আবেগ আর স্মৃতি জড়িয়ে আছে। এই পোস্টটি তৈরি করার সময় সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গিয়েছিল, আর ভেতরটা অন্যরকম ভালো লাগায় ভরে উঠেছিল। যাই হোক, আশা করছি আমার তৈরি এই কাগজের শাপলা আপনাদের সবার ভালো লেগেছে। অনেকদিন পর এমন একটি কাজ শেয়ার করলাম, তাই কোথাও কোনো ভুল হলে বা আরও ভালো করার পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা।


আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

standard_Discord_Zip.gif

ফোনের বিবরণ

মোবাইলSamsung A33 (5G)
ধরণ"ডাই প্রজেক্ট: কাগজের তৈরি জাতীয় ফুল শাপলা"
ক্যমেরা মডেলA33 (48+8+5+2)
ক্যাপচার@mohamad786
অবস্থানসিরাজগঞ্জ- বাংলাদেশ

আমার পরিচয়

1000024149.png

আমার নাম মোঃ ফয়সাল আহমেদ। আমি ঘোরাফেরা, লেখালেখি এবং ফটোগ্রাফি করতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমে নতুন জায়গা ও সংস্কৃতি আবিষ্কার করতে আমার আনন্দ লাগে। বিভিন্ন মুহূর্ত ও দৃশ্যকে ক্যামেরার লেন্সে বন্দি করা আমার শখ। লেখালেখির মাধ্যমে আমি আমার ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতিগুলো শেয়ার করতে ভালোবাসি। প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনধারা এবং ভ্রমণের অভিজ্ঞতা আমার লেখার মূল অনুপ্রেরণা। আমি প্রতিটি মুহূর্তকে উপভোগ করার চেষ্টা করি এবং সেগুলোকে স্মৃতিতে ধরে রাখি। এসব অভিজ্ঞতা আমাকে নতুন করে জীবনকে দেখার অনুপ্রেরণা দেয়।

1000024154.png

1000024151.gif

Posted using SteemX

Sort:  
 last month 

কাগজের তৈরি শাপলা ফুল দেখতে অসাধারণ হয়েছে ভাইয়া। আপনি তো তৈরি করতে গিয়ে স্কুল জীবনে ফিরে গিয়েছিলেন আমি তো দেখেই স্কুল জীবনে ফিরে গেলাম। স্কুল জীবনে এই প্রজেক্টগুলো খুব করা হতো। তখন হয়তো এত সুন্দরভাবে পারতাম না তবে চেষ্টাটা ছিল অনেক। আসলে ভাইয়া দেখতে অসাধারণ হয়েছে। সুন্দর একটি কাগজের শাপলা ফুল তৈরি করার সম্পূর্ণ প্রসেস ধাপে ধাপে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 last month 
 last month 

কাগজের তৈরি জাতীয় ফুল শাপলা তৈরি করেছেন। শাপলার ডিটেইলিং এবং রিয়ালিস্টিক লুক অসাধারণ! রঙের ব্যবহারও খুব সুন্দর।জাতীয় ফুলের প্রতি এই শ্রদ্ধা ও সৃজনশীলতা দেখে অনুপ্রাণিত হলাম। এমনই আরও শিল্পকর্ম আশা করছি। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last month 

কাগজের তৈরি শাপলা ফুল খুবই চমৎকার হয়েছে। আপনার দক্ষতা দেখে ভালো লেগেছে। কাগজের তৈরি করা ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

মন ভরে যাওয়ার মত একটা শাপলা ফুল তৈরি করলেন তো আপনি। অনেক সুন্দর দেখতে লাগছে এই শাপলা ফুলটা। আমি তো দেখে মুগ্ধ হলাম। কালার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর লাগছে। সাদা কালারের শাপলা ফুল হওয়ার কারণে একটু বেশি আকর্ষণীয় লাগে। অনেক সুন্দর হয়েছে পুরোটা।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

 last month 

অনেক সুন্দর লাগে যদি এরকম ভাবে সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট গুলো তৈরি করা হয় তাহলে। আমি এই ধরনের ডাইগুলো তৈরি করতে ভালোবাসি। ডাই তৈরি করে ঘরে সাজালে ঘরের সৌন্দর্য বেশ ভালোই বৃদ্ধি পায়। আমার কাছে তো আপনার আজকের এই ডাই পোস্ট অসম্ভব ভালো লেগেছে। কেউ চাইলে এই শাপলা ফুল তৈরি করে নিতে পারবে। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা টা তুলে ধরেছেন।