পেজ দিয়ে ফুল বানানো ১০%@shy-fox এর জন্য
আমি @mdemaislam00 বাংলাদেশ থেকে।আজ বুধবার, জুলাই ১৪/২০২৩
হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আশাকরি আমার বাংলা ব্লগের সকল সদস্যবৃন্দ আল্লাহর রহমতে ভালো আছে। আমার নাম ইমা অন্য দিনের মতো আজও আমি আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করতে এসেছি । আজকে আমি আপনাদের মাঝে পেজ দিয়ে কিভাবে ফুল বানাতে হয় আপনাদের মাঝে শেয়ার করব। সবাই হয়তো কালার পেপার দিয়ে ফুল বানায় আমার কাছে আজকে মনে হলো পেজ দিয়ে আমি একটা সুন্দর ফুল বানাবো। সত্যি কথা বলতে কি তেমন কালার পেপার রুমে নেই যেসব কালার পেপার ছিল সবগুলো ফুরিয়ে গিয়েছে। তাই ঘরে যা ছিল তাতেই তৈরি করে ফেললাম। খাতার পেজ দিয়ে ফুলটা বানাতে আমার তেমন একটা কষ্ট হয়নি। এমন ধরনের ফুল সম্ভবত কালার পেপার দিয়ে বানালে দেখতে আরো বেশি চমৎকার লাগে ।আপনারা যদি চান কালার পেপার দিয়ে আমার এই ফুলটা বানিয়ে ঘরে সুতা দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন ।দেখতে অনেকটা সুন্দর লাগবে।
ফুলটা বানানোর জন্য আমি গামের আঠা এবং একটি কাচি নিয়ে নিয়েছি।
এবার আমি অনেক সুন্দর ভাবে সাইজ করে পেজটা কেটে নিয়েছি।
এবার আমি কুনা বরাবর ভাস করে নিব। আপনারা ফুলটা বানালে কালার পেপার দিয়ে বানাবেন তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে।
এবার আমি কুনা বরাবর ভাস করে নেওয়ার পর যেটুকু বাড়তি থাকবে সেটুকু আমি কাচির সাহায্যে কেটে ফেলবো।
আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাবে আমি কাচির সাহায্যে বাড়তি পেজটুকু কেটে ফেলেছি।
এবার আমি কুনা বরাবর কাচির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব।
এইতো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কাচির সাহায্যে আমি সবগুলো চিকন করে কেটে ফেলেছি।
এবার আমি দুই দিকের কাটা অংশ গামের আঠার সাহায্যে জোড়া লাগিয়ে নিব।
এবার আমি যেদিকে আঠা লাগানো হয়ে গেছে তার উল্টোদিকে পুনরায় গামের আঠার লাগিয়ে নিব।
এবার আমার সবগুলো কাটা অংশ আঠা লাগানো হয়ে গিয়েছে। এবার উপরের অংশটুকু আঠা লাগিয়ে নিব।
এইতো অনেক সুন্দর ভাবে আমি খাতার পেজ দিয়ে ফুলটা বানানো সম্পূর্ণ করেছি। জানিনা দেখতে কেমন হয়েছে । যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।
🌹 ধন্যবাদ সবাইকে🌹
ফটোগ্রাফার | @mdemaislam00 |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | vivo12a |
বাহ আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে ফুল তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো। কাগজ দিয়ে ফুল তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে চমৎকার ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আসলে কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুবই সুন্দর লাগে ।এত চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি পেজ দিয়ে খুব সুন্দর একটি কাগজের ফুল বানিয়েছেন।পেজ দিয়ে ফুল বানাতে খুবই ভালো লাগে।আসলে কাগজের তৈরি যে কোন বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু পেজ দিয়ে বানানো সুন্দর ফুলটি আমাদের মাঝে শেয়ার জন্য।
সাদা কাগজ দিয়ে দেখছি অনেক সুন্দর করে একটা ফুল তৈরি করেছেন। কাগজ কেটে এরকম বিভিন্ন রকমের ফুল তৈরি করা যায় যেগুলোর সৌন্দর্যতা অনেক ভালো লাগে দেখতে। বিভিন্ন রকমের ফুল তৈরি আমার কাছে খুব ভালো লাগে দেখতে। এই ফুলটা যদি রঙিন কাগজ দিয়ে তৈরি করা হতো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো। সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা ফুল তৈরি করে সবার মাঝে ভাগ করে নিলেন।
কাগজ দিয়ে এরকম কিছু তৈরি করতে আমি খুব পছন্দ করি। আমি তো অবসর সময় পেলে কাগজ নিয়ে বসে পড়ি বিভিন্ন রকমের কাজ করার জন্য। আপনি এপাশ ওপাশ দুইবার করে ভাঁজ করেছেন, যার কারণে দেখতে অনেক বেশি ভালো লেগেছে এটি। আর আপনার ফুল বানানোর পদ্ধতিটাও অনেক বেশি সুন্দর হয়েছে, এটা ঘরে লাগিয়ে রাখলে খুব ভালো লাগবে।