diy ।। "এসো নিজে করি" ।। 🌺 ফুল সহ ফুলদানি তৈরি ।
আজ শুক্রবার ।। ২৪শে জুন ২০২২ ইং ।। ১০ই আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ ।। ১৩শে জিলক্বদ ১৪৪৩ হিজরি ।।
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন ? আশা করি সবাই অনেক ভাল আছেন ।
রঙিন কাগজের অরিগামি তৈরিতে বরাবরি আমার ভাল লাগে । যখনি তেমন কোন নতুন আইডিয়া মাথায় আসে তখনি কাজে লেগে পড়ি । সাধারণ আগে থেকে সম্পুর্ণ প্লান পরিকল্পনা করে কোন কিছু তৈরি করা সম্ভব হয়না । জাস্ট মন চাইলো কাঁচি আর কাগজ নিয়ে বসে পড়লাম ভবঘরের মত হাতঘুরে অবস্থা কাঁচি যেদিকে চলতে চাই সেদিকে ঘুরাতে থাকি শেষে যা তৈরি হয় নেহাৎ খারাপ কিছু হয়না । আজ ও তেমনি একটা আইডিয়া মাথায় ঘুরপাক খাচ্ছিল হাতের কাছে পেয়ে গেলাম একটা তুথ পাউডারের খালি কৌটা আর বানিয়ে ফেললাম আজকের প্রজেক্ট "ফুল সহ ফুলদানি" ।
তাহলে বন্ধুরা শুরু করা যাক "ফুল সহ ফুলদানি" তৈরির সম্পুর্ণ সচিত্র বর্ণনা ।
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরনঃ
- রঙিন কাগজ
- স্কেল
- কাঁচি
- আঠা
- পাউডারের খালি কৌটা
ধাপঃ০১
প্রথমে আমি পাউডারের কৌটা তল সহ ৪সেমি কেটে নিলাম এবং সবুজ কাগজ দিয়ে বাইরের চারিপাশ র্যাপিং করে দিলাম ।
ধাপঃ০২
এবার লাল, সবুজ ও সাদা রঙের কাগজ ৩ * ৪ বর্গ সেমি সাইজে কেটে নেব । গোল গোল করে জড়িয়ে নেব । এরপর একে একে র্যাপিং করে রাখা কৌটার মাঝে একটা একটা করে আঠা লাগিয়ে বসিয়ে দেব।
ধাপঃ০৩
আবার ও ৮ * ১২ বর্গ সেমি আকারে সবুজ কাগজ নিলাম । লম্বালম্বি মাঝ দিয়ে ভাজ দিলাম । এরপর বিপরীত দিক থেকে ২সেমি করে অর্ধেক পর্যন্ত কেটে দিলাম । এবার লাল রঙের কাগজ ১.৫ * ৫ বর্গ সেমি আকারে কেটে নিলাম ।
ধাপঃ০৪
চিত্র অনুরুপ লাল কাগজ গুলো সবুজ কাগজের উপর লাগিয়ে নিলাম ।
ধাপঃ০৫
এবার চিত্র অনুরুপ ভাবে কাগজটি র্যাপিং করে রাখা কৌটার উপরের অংশে চারিপাশে ঘুরিয়ে আঠা লাগিয়ে দেব । সৌন্দর্য বৃদ্ধির জন্য লাল রঙের কাগজ দিয়ে বর্ডার দিয়ে দিলাম ।
তৈরি হয়ে গেল আমার আজকের ফুলদানি
ধাপঃ০৬
এবার সবুজ রঙের কাগজ ৪ * ২০ বর্গ সে.মি. আকারে কেটে নিলাম । ফুলের ডাল তৈরির জন্য সুন্দর করে মুড়িয়ে পাইপ আকৃতি করে নিলাম । ফুলদানিতে বসিয়ে দিলাম ।
ধাপঃ০৭
আবার সবুজ রঙের কাগজ ৪ * ৫ বর্গ সে.মি. আকারে কেটে নিলাম । মাঝ দিয়ে অর্ধেক ভাজ দিয়ে সুন্দর করে কেটে পাতা তৈরি করে নিলাম ।
ধাপঃ০৮
এবার হলুদ রঙের কাগজ ৮ * ৮ বর্গ সে.মি. আকারে কেটে নিলাম । চিত্র অনুরুপ ধাপে ধাপে ভাজ দিয়ে কেটে নিলাম ।
ধাপঃ০৯
এবার দুইটি আলাদা অংশ একত্র করে একটির সাথে আরেকটা আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম ।
তৈরি হয়ে গেল আমার আজকের ফুল
ধাপঃ০১০
এবার সবুজ রঙের কাগজ ৮ * ৮ বর্গ সে.মি. আকারে কেটে নিলাম। ফুলের অনুরুপ ভাবে ভাজ করে পাতার আকৃতিতে কেটে নিলাম ।
ধাপঃ১১
ফুলদানিতে রাখা ফুলের ডালের উপর অংশে একটি করে আঠা দিয়ে লাগিয়ে দিলাম
ধাপঃ১২
এবার প্রথমে ফুল দুটি দুই ডালের উপরি ভাগে লাগিয়ে দেব । এরপর একটা একটা করে পাতা লাগিয়ে দেব ।
ধাপঃ১৩
এবার ৭ * ১৪ বর্গ সেমি আকারে লাল রঙের কাগজ নিলাম । কাগজটি চিত্র অনুরুপ ভাবে কেটে নিলাম ।
এবার ফুলের ব্যাকসাইডে ফুলদানির সাথে এটি আঠা দিয়ে সংযুক্ত করে দিলাম।
ব্যাস হয়ে গেল আমাদের আজকের "ফুল সহ ফুলদানি" তৈরি
নতুন কিছু তৈরি করতে আমার নিজের কাছেই ভাল লাগে । আশা করি ভাললাগাটা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারবো ।
ভাল থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি ।
আল্লাহ্ হাফেজ ।
নামঃ | @maruffhh |
---|---|
ফটোগ্রাফি ডিভাইসঃ | mobile |
মোবাইল নেমঃ | redmi 6a |
ক্যামেরাঃ | 8mp |
আপনি অনেক সুন্দর ভাবে ফুলসহ ফুলদানি তৈরি আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার ফুল ও ফুলদানিটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ।আসলেই ফুল ও ফুলদানিটা আপনি অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন ।বিশেষ করে ফুলদানি বানানোটা দেখে বেশি ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ফুলদানিটা বানানো সহজ ছিল কিন্তু দেখতে আমার কাছেও বেশ লেগেছে।
ওয়াও ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর করে ফুলসহ ফুলের ফুলদানি তৈরি করেছেন। দেখতে সত্যিই অসাধারণ লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ও ধন্যবাদ প্রিয় বোন। উৎসাহ দিয়ে পাশে থাকার জন্য।
রঙিন কাগজ দিয়ে ফুলসহ ফুলদানি টি দেখতে দারুণ লাগছে। কাগজ শিল্প আমার বরাবরই খুব পছন্দের। অবসর সময় পেলেই কাগজ দিয়ে নানারকম ছোট ছোট জিনিস বানাত্র বসে যাই। খুব সুন্দর হয়েছে আপিনার এই ছোট্ট কাগজ শিল্পী টি। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইলো।
রঙিন কাগজ নিয়ে কাজ করতে আমার ও ভীষণ ভাল লাগে। আপনাকে ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব সুন্দর করে কাগজ দিয়ে ফুলদানি ফুল তৈরি করেছেন। এগুলো দিয়ে খুব সুন্দর করে ঘরের কোনায় কোনায় ডেকোরেশন করা যাবে। বিভিন্ন ধরনের রঙিন কাগজ ব্যবহার করাতে বেশ ফুটে উঠেছে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।
এর আগে ও অনেক ফুল তৈরি করেছি। তবে ফুলদানির অভাবে সব অগোছালো হয়েছিল। তাই এবার ফুলদানি সহ তৈরি করে ফেললাম।
ফুলসহ খুব সুন্দর ফুলদানি তৈরি করেছেন ভাইয়া। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই অসাধারণ একটি কাজ ছিল এটি। ফুলদানি তৈরি ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে ভিতরে গোল করে কাগজগুলো দেওয়ার কারণে অনেকগুলো ফুলের স্টিক রাখা যাবে। এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল গুলোও খুব সুন্দর লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক গুলো স্টিক রাখা যায়। কিন্তু হাল্কা হওয়ার কারনে পড়ে যাওয়ার সম্ভাবনা তাই ছোট ছোট দুইটা ফুল রেখে দিলাম।
বাহ বেশ চমৎকার একটি কাজ শেয়ার করেছেন তো আপনি।
আমি কয়েকদিন আগেও আপনার তৈরি করা সুন্দর ডাই প্রজেক্ট দেখেছিলাম। খুব সুন্দর একটি ফুল তৈরি করেছিলেন। আপনি ফুলদানি সহ সুন্দর ফুল তৈরি করেছেন। আপনার কাজগুলো আমার বেশ ভালো লাগে।
আমার তৈরি diy পোস্ট গুলো নিয়মিত দেখে থাকেন যেনে বড় ভাল লাগলো। ধন্যবাদ প্রিয় বোন।
তাছাড়া ফুল সহ ফুলের দানি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমি প্রথমে মনে করেছিলাম ইতি বাজার থেকে প্লাস্টিকের ফুলদানি ক্রয় করে এনেছেন। পরে দেখলাম এটাই সত্যিকারে আপনি তৈরি করেছেন। এত চমৎকার একটি ফুলদানি তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
পরিত্যাক্ত প্লাস্টিক থেকে অনেক সুন্দর কাজ করা যায়। তাই একটু চেষ্টা করে দেখলাম। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ভাবে ফুলসহ ফুলদানি তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার ফুলদানি এটি সেই সাথে ফুলগুলো খুব সুন্দর অনেক ভাবে তৈরি করেছেন। দেখেই বুঝা যাচ্ছে কতটা ধৈর্যসহকারে বানিয়েছেন।
সময় অবশ্য একটু বেশি লেগেছিল। কিন্তু ফুলের সৌন্দর্যের কাছে তা হার মেনে গেছে।
এমন আসলেই যদি হতো যে কাঁচি যেদিকে মন চায় সেদিকে ঘোরাতাম আর এত সুন্দর সুন্দর ডাই হয়ে যেত। তাহলেতো খুব ভালো হত। আপনার ফুলসহ ফুলদানিটি খুব সুন্দর হয়েছে। পাউডারের খালি কৌটা দিয়ে খুব সুন্দর একটি ফুলদানি তৈরি করেছেন । তাছাড়া ফুল গুলো ওদেখতে ভালো লাগছে।
আসলে আপু কথাটা প্রতিকি অর্থে বললাম। এই ফুল তৈরির আগে আমি নিজেও ভাবিনি এর শেষটা কেমন হবে। আর তাছাড়া কলমের চেয়েও কাচি ✂ আমার কাছে বেশি কম্ফোর্টেবল মনে হয়।
অসাধারণ হয়েছে ভাইয়া আপনার তৈরি ফুল ও ফুলদানি টি। রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে আপনি আপনার দক্ষতা আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। রঙিন কাগজ দিয়ে ফুল ও ফুলদানি টির তৈরি প্রক্রিয়া অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ আপু। আপনার সুন্দর মতামত এর জন্য।