''DIY এসো নিজে করি''প্রেম নিবেদনের কাপল আর্ট (10% beneficiary @shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

০১কর্তিক, ১৪২৮ বঙ্গাব্দ

১৭অক্টোবর , ২০২১ খ্রিস্টাব্দ
০৯রবিউল আওয়াল, ১৪৪৩ হিজরী
রবিবার
হেমন্তকাল।


আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


১.

IMG_20211017_153959.jpg


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ড্রাই পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।প্রেম নিবেদনের কাপল আর্ট।আমি এবং আমার বন্ধু গত শুক্রবার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ঘুরতে যাই।হঠাৎ করে পুকুর পাড়ে দেখি এক জোড়া কাপল একটি গোলাপের মাধ্যমে প্রেম নিবেদন করছে।এবং তার বন্ধুরা চার পাশ দিয়ে ঘিরে আছে।দৃশ্যটা আমার কাছে ভালো লাগল। তাই মনে মনে ঐ প্রেম নিবেদন এর দৃশ্য কল্পনা করে অঙ্কনটি করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লাগবে।


প্রয়োজনীয় যন্ত্রপাতি
★A4 পেপার
★পেনসিল
★রাবার
★স্কেল
★হার্ডবোড


২.

IMG_20211017_143449.jpg

প্রথমে আমি মেয়েটির মুখ ও দেহের দৃশ্য পট অঙ্কন করি।


৩.

IMG_20211017_143917.jpg

এই অংশে মেয়েটির হাত ও পরণে পরিহিত লেহেঙ্গা অঙ্কন করি।


৪.

IMG_20211017_144456.jpg

এই ধাপে এসে মেয়েটির সম্পুর্ণ অংশ অংকন করে শেষ করি।


৫.

IMG_20211017_144944.jpg

এই ধাপে এসে প্রেম নিবেদন করার জন্য ছেলেটার হাত ও একটি গোলাপ ফুল অঙ্কন করি।


৬.

IMG_20211017_145255.jpg

এরপর হাত সহ মুখের দৃশ্য অঙ্কন করি।


৭.

IMG_20211017_145557.jpg

এবার ছেলে টির দেহের অংশ অঙ্কন করি।


৮.

IMG_20211017_151209.jpg

এবার ছেলেটির পা ও ভূমি সহ প্রেম নিবেদনের সব ধাপ শেষ করি।


৯.

IMG_20211017_153959.jpg

সম্পুর্ন অংশ অঙ্কন করার পর আপনার দেখতে পাচ্ছেন প্রেম নিবেদন এর দৃশ্য।


লোকেশন:

https://w3w.co///stewardess.unsettle.antidotes


ডিভাইস ঃrealme


সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

ধন্যবাদ

Sort:  
 3 years ago 

খুবই সুন্দর হয়েছে ভাই। আপনি অনেক দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। চিত্রটি সম্পূর্ণ আপনার দক্ষতাকে ফুটিয়ে তুলেছে।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ খুব সুন্দর পেইন্টিং বন্ধু, শেয়ার করার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপনি বন্ধু

 3 years ago 

আপনার কাপল আর্ট টি সুন্দর হয়েছে। আমার কাছে মোটামোটি ভালো লেগেছে।
তবে আমি মনে করি আপনি চেষ্টা করলে আর্ট আরো অনেক বেশি সুন্দর করতে পারবেন।তাই বলবো চেষ্টা চালিয়ে যান।

 3 years ago 

ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে ভাইয়া

একটু বেসি স্টেপ দিলে ভালো হতো৷

শুভকামনা রইলো 💓💓💓

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আগামীতে চলে চেষ্টা করব।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে চিত্র টি। অনেক দক্ষতার সাহায্যে ধাপ গুলো সুন্দর করে তুলে ধরেছেন আপনি। শুভেচ্ছা রইল অনেক।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

খুব অসাধারন হয়েছে আপনার আকানো চিত্র টি। আমার কাছে খুবই ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।