আমার আজকের , প্রাকৃতিক গ্রামের দৃশ্য আর্ট ।[shy-fox--10%]
আসসালামু আলাইকুম আদাব
কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ? আশা করি সবাই ভালো আছেন । আমিও ভাল আছি । আজকে আমি আপনাদের সামনে গ্রামের প্রকৃতিক দৃশ্যের আর্ট নিয়ে হাজির হয়েছি ।আর্ট আমার খুব ভালো লাগে ।চেষ্টা করি নিজের মনের মতো আর্ট করতে । আজকে আমি প্রকৃতিকে ভালো বেসে একটি আর্ট করেছি আশা করি ভালো লাগবে সবার ।চলুন আর্টটি দেখে নেই ।
আমার প্রকৃতিক গ্রামের দৃশ্য আর্ট ::
আর্ট এর উপকরন :
আর্ট পেপার
পেন্সিল
রাবার
সাইন পেন
স্কেল
মোম রং
আর্ট করার পদ্ধতি :
প্রথম ধাপ :
এ ধাপে আর্ট পেপার টি নিয়ে সাইন পেন ও স্কেল দিয়ে চারপাশ বিড আর্ট করে নিবো ।এতে সুন্দর লাগবে আর্টটি ।
দ্বিতীয় ধাপ :
এ ধাপে নদীর সাথে ছোট খালটি আর্ট করে নেব ।
তৃতীয় ধাপ
এই ধাপে ঘরগুলো আর্ট করে নিবো সুন্দর করে ধাপে ধাপে ।
চতুর্থ ধাপ
এধাপে ঘরগুলোর পাশে গাছের অর্ধেকটা আর্ট করে নেবে এবং পাহাড়গুলো আর্ট করে নেব ।
পঞ্চম ধাপ :
এভাবে পুরো গাছটি সুন্দর করে আর্ট করে ।
ষষ্ট ধাপ :
এ ধাপে নদীর উপরে নৌকা টি আর্ট করে নেব সুন্দর করে।
সপ্তম ধাপ :
এই ধাপে রং করার পালা শুরু । মোম রং দিয়ে প্রথমে গাছের মাথাটি রং করে দেবো ।
অষ্টম ধাপ
এ ধাপে সূর্য আর্ট করে নেব । এবং আকাস এর কিছু নমুনা আর্ট করে নেব ।
নবম ধাপ:
এই ধাপে ঘরগুলোকে সুন্দর একটি কালার করে নেব ।যাতে দেখতে ভালো লাগে ।এ জন্য ঘরের চালে এক রং ঘরের নিচের দিকে আর এক রং করে নিবো ।
দশম ধাপ
এধাপে সূর্য কে সুন্দর করে একটি লাল রং দিয়ে দেবো । এরপর আকাশের নীল ও হালকা হলুদ কালার দিয়ে দেবো যাতে দেখতে ভালো ।
এগারোতমো ধাপ :
এই ধাপে প্রথমে পাহাড় গুলোকে একটু কালার করে নেব ।এরপরে নৌকাটিকে একটু কালার করে নেব যাতে চোখে পড়ার মতো হয় ।
বারোতম ধাপ
এই ধাপে নদীর পানি গুলো এবং নদীর সাথে ছোট খালের পানিকে কালার করে নেব । পানির কালার গুলো এমন সুন্দর করব যাতে চোখে ধরে।
তেরোতমো ধাপ :
এই ধাপে নদীর আশ পাশ ও ঘরের আশ পাশ গুলো রং করে নেব ।যাতে কালারটি চোখে ধরার মতো হয় ।
ফাইনাল ধাপ :
সর্বশেষ ধাপে ভালোমতো চেক করে নিয়ে দেখতে হবে সব ঠিক আছে কিনা । এরপরে নিজের আইডির নাম লিখে শেষ করতে হবে।
এই ছিল আমার আজকের আর্ট। যদিও ভালোমতো পারিনা ,তবুও সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি । আশাকরি আপনাদের সবার ভালো লাগবে । আজ এ পর্যন্তই আবার অন্যদিন অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন । করোণা থেকে বাঁচার জন্য মাক্স পড়ে সব জায়গায় যাতায়াত করবেন ।
বিষয় | প্রাকৃতিক গ্রামের দৃশ্য আর্ট |
---|---|
ডিভাইস | Redmi 5 |
ফটোগ্রাফার | @khan55 |
লোকেশন | পার্বতীপুর, দিনাজপুর, বাংলাদেশ। |
প্যাস্টেল রং ব্যবহার করে অসাধারণ একটি প্রাকৃতিক দৃশ্য অংকন করেছেন। ঘরবাড়ি, গাছপালা, নদী সবকিছুই দিয়েছেন দেখছি এই দৃশ্যের মাঝে। সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে। একেবারে মনমুগ্ধকর একটি পরিবেশের প্রাকৃতিক দৃশ্য। অনেক ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে এতেই খুশি ।ধন্যবাদ পোষ্টটি দেখার জন্য ।
সুন্দর একটি গ্ৰামের দৃশ্য অঙ্কন করেছেন।গ্ৰামের পাশে নদী আর পাহাড়ের দৃশ্য বেশি আকর্ষণীয় ছিল। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাই।
ধন্যবাদ ভাই আপনাকেও ।
স্বাগতম আপনাকে।
গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আপনি আপনার অংকনের মাধ্যমে তুলে ধরেছেন ভাইয়া। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখলে মনটা আনন্দে ভরে যায়। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য আপনি আপনার অংকনের মাধ্যমে অনেক সুন্দর করে তুলে ধরেছেন। আপনার অংকন চিত্রটি আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর একটি অংকন চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপু সংবেদনশীল মন্তব্যের জন্য।
ভাই আপনি অনেক সুন্দর চিত্র অংকন করতে পারেন। আপনার অংকন করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। চিত্র অংকন করার পদ্ধতিও খুব সুন্দরভাবে ধাপআকারে উপস্থাপন করেছেন।সেই সঙ্গে চিত্রটির রং ও খুবই সুন্দর ফুটে উঠেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য
খুব ভালো একটা আর্ট করেছেন ভাই। বেশ ভালো একটা চেষ্টা করেছেন দৃশ্য টা আঁকতে। সবগুলো ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন এবং পোস্ট টা খুবই গুছিয়ে করেছেন। রং টা আরেকটু ভালোভাবে করলে দেখতে আরো বেশি সুন্দর লাগত। ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতের জন্য ।
ভাইয়া আপনার গ্রাম বাংলার দৃশ্য টি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ছিল। আপনি খুব ভালো আর করতে পারেন দেখে বোঝা যাচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল সামনের দিকে এগিয়ে যান।
ধন্যবাদ আপু আপনাকেও ।
ধন্যবাদ গঠনশীল মন্তব্যের জন্য ।
আপনার চিত্রের মাধ্যমে একদম গ্রামের দৃশ্য ফুটে উঠেছে ।অসাধারণভাবে আপনি এটি করছেন। আজ আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিটা ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে অনেক সুবিধা হয়েছে ।এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।
আপনার রং পেন্সিল দিয়ে আঁকা চিত্র টি দেখতে অনেক সুন্দর হয়েছে। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকেও অনেক ধন্যবাদ ।
বাহ ভাইয়া অনেক সুন্দর একটা আর্ট শেয়ার করেছেন আপনি। সত্যি অনেক সুন্দর ফুটিয়ে তুলেছেন গ্রামের দৃশ্য আর্ট। আমার কাছে অনেক ভালো লেগেছে। সবকিছু সুন্দর করে সাজিয়ে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।