DIY (এসো নিজে করি ) রঙ্গিন কাগজ দিয়ে কলমদানি তৈরি- ১০% প্রিয় লাজুক খ্যাঁককের জন্য
আমি ঢাকা, বাংলাদেশ থেকে @kawsar ।
আশা করি সবাই অনেক ভাল আছেন ,আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও খুব গরম পরতেছে এই গরমে নাজেহাল অবস্থা। তবুও ভালো থাকার চেষ্টা করছি, এই গরমে আমাদেরকে এমন খাবার খেতে হয় যে খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকতে পারি ,কিংবা অধিক পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে তবে কিন্তু আমরা এই গরমে মোটামুটি সুস্থ থাকতে পারবো। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রেখেই আবারো একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সামনে একটি ডাই পোস্ট শেয়ার করব। আশা করি আমার এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ:
- রঙিন কাগজ
- সাইন পেন
রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করা পদ্ধতি দেখানো হলো:
𒆜ধাপ ১:𒆜
রঙ্গিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করার জন্য প্রথমেই এ ফোর সাইজের একটি রঙিন কাগজ নিতে হবে এবং এটি লম্বা আড়াআড়িভাবে একটি ভাঁজ দিতে হবে।
𒆜ধাপ ২:𒆜
প্রথম কাগজটি নিয়ে যে ভাঁজ দিয়েছিলাম সেই ভাঁজ রাখা অবস্থায় আবারো আর ভাবে আরো একটি ভাঁজ দিতে হবে. আসলে এই যে কলমদানি তৈরি করব এটা ভাঁজ করে করে করব. কোন গাম এখানে প্রয়োজন হবে না।
𒆜ধাপ ৩:𒆜


শেষে যে ভাঁজ দিয়েছি সেই ভাঁজ খুলে ফেলতে হবে এবং দুই কোনায় সমানভাবে আবারো দুইটি ভাঁজ দিতে হবে।
𒆜ধাপ ৪:𒆜


এক পাশের দুই কোনাকুনি যখন দুইটি ভাঁজ দেয়া হয়ে যাবে। তখন অন্যপাশে একই পদ্ধতিতে দুইটি কোনায় দুইটি বাঁশ দিতে হবে।
𒆜ধাপ ৫:𒆜
যখন দুই পাশে এরকম ভাঁজ দেওয়া হয়ে যাবে তখন এটা যেহেতু ২ টি পার্ট ছিল এখানে ১ পার্ট উঠিয়ে নিতে হবে এবং একইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে।
𒆜ধাপ ৬:𒆜


দুই পার্টের দুই কোনায় যে দুইটি ভাঁজ দিয়েছিলাম সেই ভাঁজ দুইটি খুলে ফেলতে হবে এবং কোনাকোনিভাবে আবারো একটি ভাঁজ দিয়ে নিতে হবে এবং দুই পাশে দিতে হবে।
𒆜ধাপ ৭:𒆜




এ পর্যায়ে যে পাশের ২ পার্ট ছিল সেই পাশের সবকয়টি ভাঁজ খুলে ফেলতে হবে এবং অন্য পাশের ভাঁজ গুলো রাখতে হবে. এরপরে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেই ভাবেই ভাঁজ দিয়ে আর একটা ভাজের ভিতরে দিয়ে দিতে হবে।
𒆜ধাপ ৮:𒆜


এভাবে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে এই কলমদানি। এটা তৈরি করতে কিন্তু কোন কাঁচি কিংবা কোন গাম লাগেনি। এভাবে ভাঁজে ভাঁজে এই কলমদানি তৈরি করা হয়েছে। আর তৈরি করা খুবই সহজ আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন।
𒆜শেষ ধাপ𒆜
রঙিন কাগজ দিয়ে খুব সহজেই আমি এই কলমদানি তৈরি করেছি এবং আমি এর শেষ ছবি তুলেছি। এতে আমি কিছু জিনিস রেখে এরপর ছবিটা তুলেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।
ফটোগ্রাফার | @kawsar |
---|---|
ডিভাইস | স্যামসাং এ১০ |
লোকেশন | ঢাকা |
@kawsar
বাহ ভাইয়া অনেক সুন্দর একটা কলম দানি তৈরি করেছেন আপনি রঙ্গিন কাগজ দিয়ে। আমার কাছে খুব ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইল অবিরাম।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল।
বাহ,খুবই সুন্দর হয়েছে আপনার কলমদানীটি।আপনার কলমদানী তৈরির ধাপগুলো সুন্দর ছিল।কাগজের ভাঁজ খুবই কঠিন কাজ, প্রথম ছবিটি বেশ লাগছে।ধন্যবাদ ভাইয়া।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু
ভাই আপনি খুব চমৎকারভাবে রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা প্রাণঢালা শুভেচ্ছা রইল ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন ভাইয়া। কলমদানি দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে । কালার টা বেশ দারুন মিলেছে ।প্রথম থেকে শেষ পর্যন্ত কলমদানি তৈরির প্রসেস সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
শুভকামনা রইল আপনার।
সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল
ওয়াও ভাইয়া অনেক সুন্দর একটি কলম দানি তৈরি করেছেন। দেখতে অনেক চমৎকার লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশন অনেক সুন্দর লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কলমদানি আমাদের মাঝে শেয়ার করার জন্য
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি কলমদানি তৈরি করেছে। আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা কলমদানি টি দেখে আমি মুগ্ধ এবং আপনি প্রতিটা স্টেপ অনেক সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু
অনেক কার্যকরী একটি জিনিস তৈরি করেছেন। কলমদানি আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। আপনার তৈরি কলমদানি দেখতে অসাধারণ লাগছে। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ, আপনার জন্য ও শুভকামনা রইল
রঙিন পেপার দিয়ে অসাধারণ একটি কলমদানি প্রস্তুত করেছেন সত্যিই আপনার ইউনিক বুদ্ধির প্রশংসা করতে হয় কালার কম্বিনেশন অসাধারণভাবে পড়েছে কলমদানির শুভেচ্ছা রইল আপনার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাহ্ সুন্দর তো।খুব সহজেই কি সুন্দর কলমদানি বানিয়ে ফেললেন।আসলে রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে ভালোই লাগে।আপনার কলমদানির কালারটা কিন্তু বেশ দারুন হয়েছে।খুব সুন্দর করে ধাপ গুলো দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
জি আপু ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে
বাহ্ সুন্দর তো।খুব সহজেই কি সুন্দর কলমদানি বানিয়ে ফেললেন।আসলে রঙিন কাগজ দিয়ে তৈরি জিনিস গুলো দেখতে ভালোই লাগে।আপনার কলমদানির কালারটা কিন্তু বেশ দারুন হয়েছে।খুব সুন্দর করে ধাপ গুলো দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।