অরিগ্যামি পোস্ট : //রঙিন পেপার দিয়ে তৈরি লেডিবাগ এর অরিগ্যামি//
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।
আজকে আপনাদের সঙ্গে অরিগ্যামি পোস্ট শেয়ার করব। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানাতে আমার খুবই ভালো লাগে। এবং প্রায়ই বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে গেলেই প্রথমে ভাবতে হয় কি তৈরি করব। ভাবতে ভাবতেই অনেক সময় চলে যায়। আজকে ভাবলাম একটা সুন্দর কিন্তু সহজ কিছু তৈরি করা যাক। তাই আজকে রঙিন পেপার দিয়ে তৈরি করলাম লেডিবাগ এর অরিগ্যামি। এটি এক ধরনের পোকা। এই পোকাগুলো দেখতে অনেক সুন্দর হয়। বিশেষ করে পোকাটির পিঠের অংশ দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। আমার তৈরি করা এই লেডিবাগ এর অরিগ্যামিটি আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম লেডিবাগ এর অরিগ্যামিটি।
১.রঙিন কাগজ
২.কাঁচি
৩.গাম
৪.জেল কলম
প্রথমে কমলা রঙের একটি কাগজ নিব। এখন জেল কলম দিয়ে কাগজটির উপর সুন্দরভাবে একটি সার্কেল এঁকে নিব। কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ সুন্দরভাবে কেটে সার্কেল তৈরি করে নিব।
![]() | ![]() |
---|
একইভাবে আমি কমলা রঙের কাগজ দিয়ে আরো একটি সার্কেল তৈরি করব। এবং কালো রংয়ের কাগজ দিয়ে একটি ছোট সাইজের এবং আরেকটি বড় সাইজের সার্কেল তৈরি করে নিব।
![]() | ![]() |
---|
এখন কমলা রঙের কাগজ দিয়ে তৈরি করা সার্কেল দুইটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব। কালো রঙের কাগজের সার্কেলটির উপর ভাঁজ দেওয়া কাগজ দুইটি গামের সাহায্যে লাগিয়ে নিব।
![]() | ![]() |
---|
![]() | ![]() |
---|
কালো রংয়ের কাগজের তৈরি ছোট সাইজের সার্কেলটি গামের সাহায্যে চিত্রের মত করে লাগিয়ে নিব। এবং লেডিবাগের মাথায় দুইটি সুর লাগিয়ে নিব।
![]() | ![]() |
---|
এখন সাদা রঙের কাগজ দিয়ে সুন্দরভাবে দুইটি চোখ তৈরি করে নিব। জেল কলম দিয়ে চোখের মনি এঁকে নিব।
![]() | ![]() |
---|
এরপর গামের সাহায্যে চোখ দুইটি লেডিবাগের মাথার অংশে লাগিয়ে নিব। এবং জেল কলম দিয়ে চিত্রের মত করে লেডিবাগের পাখনায় অনেকগুলো ছোট ছোট বৃত্ত এঁকে নিব।
![]() | ![]() |
---|
তৈরি হয়ে গেল সুন্দর লেডিবাগের অরিগ্যামি।এই অরিগ্যামিটি দেখতে আমার কাছে বেশ সুন্দর লাগছিল।
আশা করি আমার তৈরি করা আজকের এই অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন। আজকের মত এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | অরিগ্যামি পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
---|
লেডি বাগ বা গুবুরে পোকা আমার খুবই পছন্দ। অরিগামিটি খুবই সুন্দর হয়েছে। জেল কলম দিয়ে উপরে ফোটা গুলো দেওয়ায় একদম সত্যিকারের পোকা মনে হচ্ছে।
লেডিবাগ পোকাটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।তাই তো আজকে আপনাদের মাঝে এই পোকার অরিগ্যামিটি শেয়ার করলাম ।
রঙিন কাগজ ব্যবহার করে লেডি বাগ পোকা এর অরিগামি তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙিন কাগজ দিয়ে এমন জিনিস তৈরি করতে আমারও অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে লেডি বাগের অরিগ্যামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
একদম ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কি বানাবো তা ভাবতে ভাবতেই বেশি সময় লাগে। বানাতে অতটা সময় লাগে না। একবার ঠিক করে ফেলতে পারলে খুব সহজে বানানো যায়। আপনার রঙিন কাগজের লেডিবাগটি খুব সুন্দর হয়েছে। উপরের ডিজাইনটির কারণে আরও বেশি ভালো লাগছে দেখতে।
ঠিকই বলেছেন আপু, বিষয়বস্তু নির্ধারণ করতে গেলে অনেক বেশি সময় লেগে যায়। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
ওয়াও আপু আমি আপনার প্রতিভা দেখে মুগ্ধ। অসম্ভব সুন্দর হয়েছে। এইটা দেখেই মনে হচ্ছে না এইটা কাগজের তৈরি। দেখতে মনে হচ্ছে সত্যিকারের একটি লডিবাগ।অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।
আপনার কাছে আমার তৈরি এই অরিগ্যামিটি এত সুন্দর লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি লেডিবাগ অরিগ্যামি তৈরি করেছেন। যেটা দেখতে অসাধারন লাগছে। বিশেষ করে কালার কম্বিনেশনেও খুবই চমৎকার ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।
রঙিন পেপার দিয়ে দারুণ ভাবে লেডিবাগ এর অরিগ্যামি তৈরি করেছো। রঙিন পেপারের এই ধরনের কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ধাপে ধাপে খুব সুন্দর ভাবে লেডিবাগ অরিগ্যামি দেখিয়েছো। দেখতে সত্যিই অনেক কিউট হয়েছে।
আমার তৈরি করা রঙিন কাগজ দিয়ে লেডি বাগের অরিগ্যামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।
আপনার তৈরি করার রঙিন পেপার দিয়ে লেডি বাগ এর অরিগ্যামি টা দারুন হয়েছে আপু। অরিগ্যামি তৈরীর প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার শেয়ার করা ধাপ গুলো দেখে সহজেই তৈরি করা যাবে অরগ্যামি টি । এরকম সুন্দরভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।
রঙিন পেপার দিয়ে খুবই সুন্দর একটি লেডিবা তৈরি করেছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো কিছু তৈরি করলে সেটা দেখতে অন্যরকম সৌন্দর্য লাগে। ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন, রঙিন কাগজ দিয়ে যেকোন কিছু তৈরি করলে সেটা দেখতে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার এই কাজটি বেশ দারুন ছিল। নিজের দক্ষতা খাটিয়ে রঙ্গিন পেপার দিয়ে তৈরি লেডিবাগ এর অরিগ্যামি তৈরি করেছেন।এটা ভীষণ ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে প্রতিটি ধাপ উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
আমার তৈরি করা অরিগ্যামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।
ডাই যে কোন কাজ করতে গেলেই কি বানানো সেটা ভাবতে ভাবিতেই বেশি সময় চলে যায় ঠিকই। কিছু যখন বানানো হয়ে যায় তখন বেশ ভালো লাগে। আপনার তৈরি করা রঙ্গিন কাগজের লেডি বার্ডবাগ এর অরিগ্যামিটি দেখতে বেশ সুন্দর হয়েছে। বেশ সুন্দর করে ধাপে ধাপে তৈরির ধাপটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।
ঠিকই বলেছেন, কি বানাবো সেটা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়। আমার তৈরি করা অরিগ্যামিটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।