ডাই :- ক্লে দিয়ে কয়েকটি ফল তৈরি।

in আমার বাংলা ব্লগ23 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ক্লে দিয়ে কয়েকটি ভিন্ন রকম ফল তৈরি করার চেষ্টা করলাম। ক্লে দিয়ে সব সময় এরকম জিনিসগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আমি তাই ভিন্ন রকম কিছু তৈরি করার চেষ্টা করি। আজকেও কয়েকটি কালারের ফল তৈরি করার চেষ্টা করলাম। এই ফলগুলোর চোখ মুখ দেওয়ার কারণে আমার নিজের কাছেও অনেক ভালো লাগলো। কারণ এরকম ভিন্ন ধরনের ফলগুলো সত্যিকারের হয় না। যেকোন দোকানে আর্টিফিশিয়াল ফল হিসেবে এগুলো পাওয়া যায়। তাই আমি আজকে নিজের মতো করে তৈরি করলাম। ক্লে নরম হবার কারণে তৈরি করতে সব সময় অনেক অসুবিধা হয়। কিন্তু আমি চেষ্টা করেছি সুন্দর করে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20250312_105400.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

%2Fstorage%2Femulated%2F0%2FPictures%2FGallery%2Fowner%2F%E0%A6%89%E0%A6%AA%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%20%2FIMG_20240624_132257.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি লাল রঙের একটি ক্লে সমান করে আপেলের মতো করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250228_204201.jpg

ধাপ - ২ :

তারপর সবুজ রঙের একটি পাতা ক্লে দিয়ে দাগ দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250228_204345.jpg

ধাপ - ৩ :

তারপর আপেলের উপরের অংশে পাতা জোড়া লাগিয়ে আপেলের চোখ মুখ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250228_204411.jpg

ধাপ - ৪ :

তারপর এটি পাকা আম হলুদ রঙের ক্লে দিয়ে সুন্দর করে তৈরি করে চোখ মুখ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250228_204440.jpg

ধাপ - ৫ :

তারপর বেগুনি কালারের ক্লে দিয়ে কয়েকটি ছোট বড় বৃত্ত সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250228_204455.jpg

ধাপ - ৬ :

তারপর ছোট বড় বৃত্ত গুলোকে আঙ্গুরের মতো করে তার পাশে এক এক করে জোড়া লাগিয়ে নিলাম।

IMG_20250228_204507.jpg

ধাপ - ৭ :

তারপর উপরের পাতা তৈরি করে একই রকম ভাবে আঙ্গুরের চোখ মুখ তৈরি করে নিয়ে নিলাম।

IMG_20250228_204516.jpg

শেষ ধাপ :

এভাবে কয়েকটি ফল তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা ক্লে দিয়ে এই ফলগুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20250312_105400.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 23 days ago 

ক্লে দিয়ে তৈরি আপনার তিনটি ফল সত্যিই দারুণ হয়েছে! এত সুন্দর ও নিখুঁতভাবে গড়ে তুলেছেন, দেখে মনে হচ্ছে একদম আসল। ক্লে আর্টের এমন সৃজনশীলতা সবসময়ই ভালো লাগে। ধাপে ধাপে পরিষ্কারভাবে বর্ণনা করায় যে কেউ শিখতে পারবে। এত সুন্দর একটি ক্রাফট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 22 days ago 

চেষ্টা করেছি ক্লে দিয়ে সত্যিকারে ফলের মত বানানোর জন্য। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 23 days ago 

চমৎকার বানিয়েছেন ভাইয়া।আমিও এই ফলগুলো বানাতে বানাতে আপনি বানিয়ে ফেলেছেন দেখছি। দারুণ বানিয়েছেন ভাইয়া।আঙ্গুর সব থেকে বেশি ভালো লাগছে।ধাপো ধাপে ক্লে দিয়ে ফল গুলো বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে দেওয়া জন্য ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে সুন্দর ফল বানাতে। ভালো থাকবেন আপু।

 23 days ago 

ক্লে দিয়ে কয়েকটি ফল তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে।ক্লে দিয়ে ফল তৈরি করা একটি সৃজনশীল এবং শিক্ষামূলক কার্যকলাপ, যা শিল্পকলা ও প্রকৃতির প্রতি ভালোবাসা বৃদ্ধি করে।প্রতিটি ফলের আকৃতি, রঙ এবং টেক্সচার নিখুঁতভাবে তৈরি করার জন্য সময় ও প্রচেষ্টা প্রয়োজন, যা শিল্পীর ধৈর্য ও দক্ষতা বৃদ্ধি করে।

 22 days ago 

আমার তৈরি করা ক্লে দিয়ে ফলগুলো নিয়ে চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 23 days ago 

Screenshot_20250312_185842_com.android.chrome.jpg

Screenshot_20250312_185328_com.twitter.android.jpg

 23 days ago 

তাকিয়ে থাকার মত সুন্দর করে বানিয়েছেন আপনি ক্লে দিয়ে। কালো ব্যাকগ্রাউন্ডে রেখেছেন বলে আরই সুন্দর দেখাচ্ছে৷ আঙুরটা সব থেকে ভালো লেগেছে৷ আর ফলগুলোর হাসিমুখ আর চোখ এঁকে দিয়েছেন বলে আরই সুন্দর লাগছে৷

 22 days ago 

ধন্যবাদ দিদি আপনার উৎসাহিতমূলক মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 23 days ago 

বাহ্ ক্লে দিয়ে অসাধারণ কিছু ফল বানিয়েছেন। ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

 22 days ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 23 days ago 

ভাইয়া আপনি ক্লে দিয়ে খুব সুন্দর তিনটি ফল বানিয়েছেন। আপনার বানানো তিনটি ফল দেখতে খুব সুন্দর হয়েছে। ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 22 days ago 

আমার বানানো ফল গুলো দেখতে সুন্দর হয়েছে বলে সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ।

 22 days ago 

আপনি আজকে ক্লে দিয়ে কয়েকটি ফল তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। এধরনের ডাই প্রজেক্টগুলো করতে অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন হয়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 22 days ago 

আসলে এ ধরনের কাজগুলো করতে একটু সময় লাগে। ভালো থাকবেন ভাই।