ডাই :- ক্লে দিয়ে জোকার তৈরি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। তাই আজকে আমি ক্লে দিয়ে আবারো খুব সুন্দর একটি জোকার তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম। ক্লে দিয়ে আমি সবসময় যে কোন জিনিস তৈরি করার চেষ্টা করি। কারণ বিকেলে নরম হবার কারণে যে কোন জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই আমি সব সময় বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি। আজকে বিভিন্ন কালারের ক্লে দিয়ে এই কালারফুল জোকার তৈরি করলাম। সবচেয়ে বেশি জোকারের মাথার চুল গুলো ছোট ছোট বল দিয়ে তৈরি করতে অনেক ভালো লাগলো। এই ধরনের জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকের সেজন্য এই সুন্দর জোকার তৈরি করা আপনাদের মাঝে শেয়ার করলাম।আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল
বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি হালকা স্কিন কালারের ক্লে নিয়ে তার উপরে লাল এবং কালো রংয়ের ক্লে দিয়ে চোখ মুখ তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর মুখের নিচের অংশে জামার কিছু ডিজাইন কয়েকটি ক্লে দিয়ে একসাথে ছোট ছোট ডিজাইন করে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর নীল রঙের ক্লে দিয়ে ছোট বড় কয়েকটি বৃত্ত সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর মাথার উপরে ছোট বড় বৃত্ত গুলোকে এক এক করে জোড়া লাগিয়ে সুন্দর করে মাথার চুল এর ডিজাইন তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কমলা , লাল এবং সাদা রংয়ের খেলে দিয়ে এটি মাথার টুপি সুন্দর করে তৈরি করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর ডিজাইনিং চুলের উপরে মাথার টুপিটাকে সুন্দর করে জোড়া লাগিয়ে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবে কালারফুল ক্লে দিয়ে একটি জোকার তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই জোকার আপনাদের অনেক ভালো লাগবে দেখে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
ক্লে দিয়ে জোকার তৈরি করেছেন।জোকারটির ডিটেইলিং এবং এক্সপ্রেশন অসাধারণ! মুখের ভাবভঙ্গি এবং কাপড়ের ফোল্ডগুলো খুব বাস্তবিক দেখাচ্ছে। ক্লে দিয়ে এমন সূক্ষ্ম কাজ করা সত্যিই প্রশংসার যোগ্য। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।
আমি চেষ্টা করেছি ক্লে দিয়ে জোকার তৈরি করতে। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
https://x.com/Jamal7183151345/status/1904839936274292941?t=eMSz-OazrLLyjro0o6eh3Q&s=19
https://x.com/Jamal7183151345/status/1904792032138453134?t=Xmjd6PFcbKqqgaRQRrW_Bw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1904762248029143402?t=C4c73u09Q6IPSBFJHiikoA&s=19
https://x.com/Jamal7183151345/status/1904760778185441696?t=B-8TbQzaTK7M5VTW620Jdw&s=19
কারো ব্যাকগ্রাউন্ড এর ওপরে পুরো ডাই কাজটা করেছেন বলে খুব স্পষ্ট দেখাচ্ছে এবং উজ্জলও লাগছে। আর জোকার টা তো অপূর্ব দেখতে হয়েছে সে নিয়ে কোন দ্বন্দ্ব নেই। আগাগোড়া স্টেপ গুলো দেখতে দেখতে মনে হচ্ছিল আমিও যেন বানিয়ে ফেলতে পারব।
আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।