এসো নিজে করি (কাগজের তৈরি ফুলের তোড়া)। 10% লাজুক শেয়ালের জন্য।
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি ইরানি আহমেদ। আমার স্টিমিট আইডি @iraniahmed। আমি বাঙালি। ভালোবাসি আমার বাংলাদেশকে। আজ আমি রঙিন কাগজ দিয়ে একটি ফুলের তোড়া বানানোর চেষ্টা করব। শুরুতেই বলে রাখি এই ফুলের তোড়া টি আমি ইউটিউব দেখে নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি। আপনারাও চাইলে নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন কালারের কাগজ ব্যবহার করে নিজের মতো করে বানাতে পারেন। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ
- আঠা
- কাঁচি
- স্কেল
- ছুরি

প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- এ ফোর সাইজের একটি কালো কাগজ নেই। তারপর মুড়ির ঠোঙ্গার মতো পেঁচিয়ে আঠা দিয়ে লাগিয়ে দেই।
|
|
ধাপ-২ঃ
- ঠোঙ্গার উপরিভাগের মাপ অনুযায়ী এক খন্ড সাদা কাগজ গোল করে কেটে নিয়ে মাঝে আঠা দিয়ে বসিয়ে দেই।
|
|
ধাপ-৩ঃ
- এ ফোর সাইজের একটি সবুজ কাগজ হতে আড়াই ইঞ্চি ব্যাসার্ধের পাঁচটি বৃত্ত আকৃতির কাগজ কেটে নেই।
|
|
ধাপ-৪ঃ
- বৃত্ত গুলি দিয়ে চিত্রের মতো পাঁচটি ফুল বানাই। এরপর প্রথম ফুল হতে একটি, দ্বিতীয় ফুল হতে দুইটি, তৃতীয় ফুল হতে তিনটি, চতুর্থ ফুল হতে চারটি, পঞ্চম ফুল হতে পাঁচটি পাপড়ি কেটে নেই।
|
|
|
ধাপ-৫ঃ
- প্রতিটি কাটা অংশ মুড়িয়ে আঠা দিয়ে লাগাই। এরপর বড় ফুলটির মাঝখানে তার চাইতে কিছুটা ছোট, তার উপর তার চাইতে কিছুটা ছোট, এভাবে ক্রমান্বয়ে বড় থেকে ছোট ফুলগুলিকে আঠা দিয়ে একটির উপর আরেকটি লাগাই। সবশেষে ফুলগুলোর পাপড়িগুলোকে পেন্সিল এর সাহায্যে বিপরীত দিকে কিছুটা পেচিয়ে ছেরে দেই।
|
|
ধাপ-৬ঃ
- 1 ইঞ্চি প্রস্থ ও 6 ইঞ্চি দৈর্ঘ্যের একখণ্ড সবুজ কাগজ নিয়ে চিত্রে প্রদর্শিত ভাবে কাটতে হবে। এরপর কাগজটির দুই মাথা বাঁকিয়ে মাঝখানে এনে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে।
|
|
|
ধাপ-৭ঃ
- হাফ ইঞ্চি প্রস্থ ও দু ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট দুইখণ্ড সবুজ কাগজের দুই মাথা চিত্রে প্রদর্শিত ভাবে কেটে আগের অংশের মাঝখানে আঠা দিয়ে লাগিয়ে দেই। এবার লাল-নীল বা অন্য যেকোনো রঙের কাগজ দিয়ে ছোট্ট একটি ফুল বানিয়ে রিবনের মাঝখানে লাগিয়ে দেই। সবশেষে কাল কাগজের ঠোঙাটির মাঝখানে বড় ফুল এবং কাগজের ঠোঙার গায়ে ছোট ফুলসহ রিবনটি আঠা দিয়ে লাগিয়ে দেই।
|
|
Photographer | @iraniahmed |
---|---|
Device | Samsung m01s |
আপনার কাগজের তৈরি ফুলের তোড়াটি খুব সুন্দর হয়েছে। বিশেষ করে এর কালারের কারণে এটি দেখতে আরো চমৎকার লাগছে। আপনি খুব নিখুঁতভাবে ফুলের তোড়া তৈরি করেছেন তা আপনার তৈরীর পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাগজের তৈরি ফুলের তোড়া আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার কাগজের তৈরি ফুলের তোড়াটি দেখতে ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর করে ফুলগুলি কাটিং করে একটা পর একটা বসিয়ে ফুলটি তৈরি করেছেন। আপনি খুব সুন্দর ভাবে ফুলের তোড়া তৈরী করে প্রত্যেকটা ধাপ উপস্থাপন করে দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের তোড়া বানিয়ে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্যও রইলো শুভকামনা।
সত্যিই আপনি অনেক সুন্দর একটি ফুলের তোড়া বানিয়েছেন। এই ফুলের তোড়াটা দেখতে অনেক সুন্দর এবং মনমুগ্ধকর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুলের তোড়া বানানোর জন্য। আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে।
কাগজের তৈরি ফুলের তোড়া টি অসাধারণ হয়েছে ।আপনি খুবই চমৎকার ভাবে ফুলের তোড়া টি তৈরি করেছেন। দেখে মনেই হচ্ছে না যে কাগজ দিয়ে তৈরি। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।সেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার রঙিন কাগজের তৈরি ফুলের তোড়া টি বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকে ও ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে।
অসাধারণ একটি রঙিন কাগজের ফুলের তোড়া তৈরি করেছেন। ফুলটা অনেক সুন্দর ভাবে একটু একটু করে তৈরি করেছেন। এ ফুলটা তৈরি করতে অনেক সময় লেগেছে বুঝতে পারছি। দেখতে একেবারে বাজার থেকে কেনা ফুলের তোড়ার মতো মনে হচ্ছে।কাগজের তৈরি ফুলের তোড়া অনেক ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।