আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো চমৎকার হলুদ কালারের কাগজের ফুল বানানোর প্রক্রিয়া। আশা করি সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ
- রঙিন কাগজ
- কাঁচি
- আঠা
- স্কেল

প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- 10× 10 ইঞ্চি এক টুকরো কাগজ নেই। কাগজটিকে কোনাকোনি ভাবে মাঝ বরাবর ভাগ করে নেই।এরপর কাগজটি কেটে ফেলি। বাকি অংশ কোনাকোনিভাবে মাঝ বরাবর ভাগ করে আবার কেটে ফেলি। এভাবে এক টুকরো কাগজ কে চার টুকরো কাগজ বানিয়ে ফেলি।
ধাপ-২ঃ
- এরপর ছবির মত করে ভাজ করে নেই। একটি পেন্সিল এর সাহায্যে ছবির মত করে আকিয়ে নেই এরপর কাঁচি দিয়ে কেটে ফেলি। এরপর খুলে দেখা যাবে একটি ফুলের আকৃতি হয়ে গেছে। এরপর একটি ফুলের পাপড়ির সাথে অন্য একটি পাপড়ি আঠা দিয়ে লাগিয়ে দিই।
ধাপ-৩ঃ
- এখন এক টুকরো সবুজ কাগজ নিয়ে পেন্সিল এর সাহায্যে পেচিয়ে একটি স্টিক বানিয়ে নেই।
ধাপ-৪ঃ
- এখন এক টুকরো সবুজ কাগজ নিয়ে ছবির মত একটি পাতা আকিয়ে নেই। এরপর কাচি দিয়ে দাগ বরাবর কেটে ফেলি।
ধাপ-৫ঃ

- এভাবে কয়েকটি পাতা, ফুল এবং স্টিক বানিয়ে ফেলি।
ধাপ-৬ঃ

- এইবার স্টিকের মাথায় আঠা দিয়ে ফুল লাগিয়ে ফেলি।
ধাপ-৭ঃ

- ফুল লাগানো হয়ে গেলে এবার আঠা দিয়ে স্টিক এর সাথে পাতা লাগিয়ে নেই। হয়ে গেল আমাদের চমৎকার হলুদ রঙের কাগজের ফুল। ফুল গুলো একটি ফ্লাওয়ার ভাসে সাজিয়ে ঘরের ড্রইং রুমে রেখে দিতে পারেন।
Photographer | iraniahmed |
Device | Samsung M01s |
বাহ ভাইয়া আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। আপনি অনেক সুন্দর ভাবে ধাপগুলোও উপস্থাপন করেছেন। আশা করি পরবর্তীতে আরো সুন্দর কিছু আমাদের সামনে উপস্থাপন করবেন
আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া
ধন্যবাদ আপনাকে। আমি ভাইয়া না, আপু।
জাস্ট অসাধারণ রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক চমৎকার ভাবে একটি হলুদ ফুল তৈরি করেছেন । আপনার তৈরীকৃত রঙিন কাগজের এই হলুদ ফুলটি দেখতে বেশ ভালোই দেখাচ্ছে। তবে চেষ্টা করতে থাকুন আরো একটু সুন্দর ভাবে ইউনিক ইউনিক কিছু আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ আপনাকে এরকম একটি ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
কাগজের তৈরি হলুদ ফুল গুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ফুল তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দারুন কিছু ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে ফুল তৈরি খুবই সুন্দর হয়েছে ।আপনি অসাধারণ ভাবে ফুলটির কাজ করেছেন ।দেখতে খুব সুন্দর লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার জন্যও রইলো শুভকামনা।
কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন। আপনার ফুলটি অনেক দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় হয়েছে। বিশেষ করে সপ্তম ভাবে আপনি যখন সব ফুলগুলো সম্পূর্ণ করেছেন তখন এগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
আপনার তৈরি কাগজের হলুদ ফুল টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ ফুল তৈরি করলেন। হলুদ রঙিন কাগজ দিয়ে তৈরি করার কারণে ফুলগুলোকে অনেক আকর্ষণীয় দেখাচ্ছে। এরকম ফুলগুলো পড়ার টেবিলে সাজিয়ে রাখলে দেখতে খুবই আকর্ষণীয় দেখায়। তেমনি আপনার তৈরি করা ফুল গুলো আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে।