"এসো নিজে করি"বিশেষ ক্রিসমাস সপ্তাহ-⛄⛄"গাছের কার্পাস তুলা দিয়ে কিউট স্নোম্যান পুতুল তৈরি"⛄⛄
নমস্কার
বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই?
আশা করি সবাই ঈশ্বরের আশীর্বাদে অনেক ভালো এবং সুস্থ আছেন।আমিও মোটামুটি ব্যস্ততার মধ্যে ভালোই আছি।আমি আবারো একটি নতুন diy নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে।যাইহোক মেরি ক্রিসমাস উপলক্ষে diy প্রতিযোগিতায় এটি আমার চতুর্থতম অংশগ্রহণ।এছাড়া মেরি ক্রিসমাস উপলক্ষে এক সপ্তাহ ব্যাপী যে সুন্দর diy প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কমিউনিটি কর্তৃক।এইজন্য কমিউনিটির প্রতি রইলো আমার অফুরন্ত ভালোবাসা ও সম্মান।💝💝
⛄⛄ স্নোম্যান/তুষার মানব⛄⛄
আমি যতদূর জানি,ক্রিসমাস উৎসব স্নোম্যানকে বাদ দিয়ে অসম্পূর্ণ থেকে যায়।কারণ বিশ্বের দরবারে স্নোম্যান মানুষের মনে অনেক বড় জায়গা করে নিয়েছে ছোট থেকে বড়ো সবারই ক্ষেত্রে।স্নো ম্যানকে "বাচ্চাদের বন্ধু" বলা হয়ে থাকে।স্নোম্যানের নাম বইয়ের পাতায় ও আমরা দেখতে পাই।বিভিন্ন দেশে এই স্নোম্যান বিভিন্ন আকৃতি ও গঠনে তৈরি করা হয়।কোনো দেশে গোল তিনটি বল আকৃতির করে স্নোম্যান তৈরি করা হয় আবার কোনো দেশে গোল আকৃতির দুটি বল দিয়েও স্নোম্যান তৈরি করা হয়।এখন শীতকাল চলছে।তুষারপাত এলাকাগুলো ধপধপে সাদা বরফে ঢেকে গিয়েছে ।এছাড়া রাস্তাঘাট, গাছপালা ও ঘর-বাড়ি সবই স্নিগ্ধ সাদা বরফে বরফময়।এইসময় মানুষেরা ও বাচ্চারা ভালোবেসে বরফ জড়ো করে স্নোম্যান তৈরি করে ।যেটিকে বাংলায় "তুষার মানব" বলে গন্য করা হয়।স্নোম্যান সকলের প্রিয় ও আনন্দের একটি বিষয়।তাই আমি ক্রিসমাস উপলক্ষে- "একটি কিউট স্নোম্যান পুতুল তৈরি করেছি গাছের কার্পাস তুলা দিয়ে"।⛄ ⛄তো চলুন শুরু করা যাক----
উপকরণ:
1.কার্পাস তুলা
2.গাম আঠা
3.কেচি
4.কালো রঙের (বোতাম ও পুঁতি)
5.গোলাপি রঙের কাগজ(এক টুকরো)
6.উলের কমলা রঙের সুতো (1 হাত পরিমাণ)
7.কেক বক্সের কাগজ
8.কালো রঙের মার্কার পেন
9.নীল রঙের কাগজ
10.সাদা রঙের কাগজ
পদ্ধতিসমূহ:

●প্রথমে আমি গাছের থেকে পরিপূর্ণভাবে ফেটে যাওয়া কার্পাস তুলা সংগ্রহ করে নেব।

●কার্পাস থেকে তুলাগুলি ছাড়িয়ে নেব এবং তুলার দানা ছাড়িয়ে ফেলে দেব।

●এরপর তুলাসহ সকল উপকরণ নিয়ে নেব স্নোম্যান তৈরির জন্য।

●তুলোর দানা ছাড়িয়ে ফেলে দেওয়ার পর তুলাগুলিকে দুইভাগে ভাগ করে নেব।একটিতে বেশি ও একটিতে কম তুলা ভাগ করে নেব।

●দুই হাতের তালুতে তুলা নিয়ে গোল করে নেব।এক্ষেত্রে একটি বড়ো সাইজের ও একটি ছোট সাইজের করে গোল করে নিলাম।

●এবার বড়ো সাইজের গোল তুলার উপর আঠা লাগিয়ে নিয়ে ছোট গোল সাইজের তুলাটি বসিয়ে দেব।

●এরপর গোলাপি রঙের কাগজের টুকরো নিয়ে নেব।কাগজটি মুকুটের মতো রোল করে নিয়ে আঠা দিয়ে আটকে নেব।তারপর ছোট করে কেচি দিয়ে কেটে নেব।

●এরপর আঠা দিয়ে আটকে নেব উপরের গোল সাইজের ছোট তুলার মাঝে।এটি স্নোম্যানের নাক তৈরি করা হয়ে গেল।এরপর কালো রঙের দুটি ছোট পুঁতি আঠা দিয়ে আটকে নেব নাকের একটু উপরে দুইপাশে । এটি স্নোম্যানের চোখ তৈরি করা হল।

●উলের কমলা রঙের সুতা নিয়ে নেব একহাত পরিমাণ। এটি কেচি দিয়ে কেটে স্নোম্যানের গলায় বেঁধে নেব।

●তো মোটামুটি প্রায় স্নোম্যান আমার তৈরি করা হয়ে গেল।এরপর বড়ো সাইজের নিচের গোল তুলার মাঝখানে কালো রঙের বোতাম দুটি আঠা দিয়ে আটকে নিলাম।

●গোলাপি রঙের টুকরো কাগজে কালো মার্কার পেন দিয়ে স্নোম্যানের ভ্রু ও ঠোঁট একে নেব।তারপর কেচি দিয়ে কেটে নেব।

●এরপর স্নোম্যানের চোখের উপর ভ্রু ও নাকের নীচে ঠোঁটটি আঠা দিয়ে আটকে নিলাম ।

●এরপর এক টুকরো সাদা কাগজ নিয়ে কালো মার্কার পেন দিয়ে কালো করে নিলাম।এরপর আঠা দিয়ে আটকে স্নোম্যানের মাথার টুপি তৈরি করে নিলাম।টুপির দুইপাশে গোল কালো কাগজ দিয়ে আটকে নেব।

●টুপির নিচের বড়ো পাশে আঠা লাগিয়ে স্নোম্যানের মাথার উপরে বসিয়ে দেব।তো আমার তৈরি করা হয়ে গেল কিউট স্নোম্যান।

●এবার কেক বক্সের একটি তিনকোনা কাগজ নিয়ে নিলাম কেচি দিয়ে সমান করে কেটে।এছাড়া একটি নীল রঙের কাগজ নিয়ে নিলাম।

●কাগজের গায়ে নীল রঙের কাগজটি আঠা দিয়ে আটকে নেব ওই একই মাপে কেটে নিয়ে।

●দেখুন স্নোম্যানের তিনটি ধাপ একসঙ্গে দিলাম।প্রথমে একটি কিউট মুরগির বাচ্চা থেকে কিউট স্নোম্যান তৈরি হয়ে গেল।

●নীল কাগজে আটকানো কাগজের তিনপাশ উঁচু থাকবে তার গায়ে হালকা তুলো লাগিয়ে দেব এবং মাঝখানে স্নোম্যানকে বসিয়ে দেব।স্নোম্যানের চারিপাশ হালকা হালকা তুলা বিছিয়ে দেব।

●এইবার স্নোম্যানকে আমার হাতের পূর্বের তৈরি সংগ্রহশালার মাঝে রেখে দিলাম যত্নসহকারে।

●সবশেষে গতদিন তৈরি করা দেশলাই কাঠি দিয়ে ক্রিসমাস ট্রি টাকে বসিয়ে দেব স্নোম্যানের পাশে।ট্রির গায়ে হালকা তুলো লাগিয়ে দিলাম।দেখুন ক্রিসমাস ট্রি ও স্নোম্যানকে কি কিউট দেখতে লাগছে।🎄⛄
গাছের কার্পাস তূলা দিয়ে কিউট স্নোম্যান এর দারুন ডাই করেছেন আপু।খুবই চমৎকার হয়েছে দেখতে।বেশ গুছিয়ে ধাপ গুল উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনি যে
স্নোম্যান তৈরি করেছেন খুব ভালো হয়েছে ।আমার খুব ভালো লেগেছে। আপনার প্রতিটি পোস্ট আমাকে মুগ্ধ করে যা আমি আপনাকে আগেও বলেছি। আজ আপনার স্নোম্যান এত সুন্দর ভাবে কার্পাস তুলা দিয়ে তৈরি করেছে যা অসাধারণ হয়েছে আপনি খুব নিখুঁতভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। যার মাধ্যমে আপনার সৃজনশীলতার প্রকাশিত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ভাবে কার্পাস তুলো দিয়ে ক্রিসমাস ডে উপলক্ষে স্নোম্যান তৈরি করার জন্য।
আপনার কাছে স্নোম্যান ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।ভালো থাকবেন সর্বদা💝
আপনার কাছে ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো ভাইয়া।অসংখ্য ধন্যবাদআপনাকে,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
গাছের কার্পাস তুলা দিয়ে এত সুন্দর স্নোম্যান পুতুল হাতে তৈরি করেছেন। পুতুলটা থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি স্নোম্যান তাকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। আপনার হাতের কাজ গুলো সত্যি অনেক সুন্দর আপু। আমার তো খুব ভাল লাগে এক কথায় অসাধারণ লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
আপু আপনার পেইন্টিং ও হাতের কাজগুলো ও আমার কাছে ভীষণ ভালো লাগে।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার প্রশংসাভরা সুন্দর মন্তব্যের জন্য।
আপু ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনি খুব সুন্দর একটি স্নোবেল এর হান্ডক্রাফট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কার্পাস তুলা দিয়ে সুন্দর একটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ হোক আপনার আগামীর পথচলা আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর উৎসাহমূলক মন্তব্যের জন্য।
অনেক ভালো লাগলো আজকের কাজটি দেখে। গাছের কার্পাস তুলা দিয়ে কিউট স্নোম্যান পুতুল তৈরি করেছেন আপু।দারুণভাবে প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং আপনার কাজের প্রশংসা করতেই হয়। আমি আপনার কাজ দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি এভাবেই এগিয়ে যান আমি আপনার পাশে আছি
আপনাদের উৎসাহমূলক মন্তব্যে অনুপ্রাণিত হয়ে আমি নতুন নতুন কিছু তৈরি করতে আগ্রহী হই ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে প্রতিনিয়ত সুন্দর মন্তব্য দ্বারা অনুপ্রাণিত করার জন্য।ভালো থাকবেন 💐
বাহ দিদি! অসাধারণ তো। কার্পাস তুলো দিয়ে খুব সুন্দর করে স্নোম্যান তৈরি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার তুলো দিয়ে বানানো কাজগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে আজকেরটিও সুন্দর লাগছে। দেখতে অনেকটা মুরগীর ছোট কিউট একটি বাচ্চার মতো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন ভাইয়া, প্রথমে এটি মুরগীর বাচ্চার মতো দেখতে লাগছিল।আপনার কাছে স্নোম্যান ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ ভাইয়া,আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনি অনেক সুন্দর করে একটি স্নোম্যান পুতুল তৈরি করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।
গাছের কার্পাস তুলা দিয়ে অসাধারণ সুন্দর ভাবে স্নোম্যান তৈরি করেছেন আপু। স্নোম্যান দেখতে অনেক সুন্দর লাগছে। স্নোম্যান তৈরীর প্রতিটি ধাপের বিবরণ গুলো অতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এক কথায় অসাধারন একটি পোস্ট করেছেন আপনি। এত সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্য ও শুভকামনা রইলো।
আপু আপনার ডাই প্রজেক্ট টি আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর একটি কাজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বুঝা যাচ্ছে যে এটি তৈরি করতে অনেক ধৈর্য ও সময় এর প্রয়োজন হয়েছিল।
ধন্যবাদ আপনাকে আপু আমাদের মাঝে এটি শেয়ার করার জন্য ও আপনার জন্য শুভকামনা রইল
আপনার কাছে স্নোম্যান ভালো লেগেছে জেনে আমার ও খুব ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপু,আপনার উৎসাহমূলক মন্তব্য আমাকে অনুপ্রাণিত করে।💐