Diy- "নীল অপরাজিতা ফুলের আর্ট"
নমস্কার
Diy- নীল অপরাজিতা ফুলের আর্ট:
অনেকটা দিন হয়ে গেল কোনোরকম আর্ট করা হয়নি।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তবে বৃষ্টির দিনে মাঝে মাঝেই অঙ্কনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে বেশ ভালোই লাগে।যদিও আমি অতটাও দক্ষতাসম্পন্ন মানুষ নই তবুও।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আমার বাগানে নীল রঙের অপরাজিতা ফুল রয়েছে, যেটি আমার ভীষণই প্রিয়।তাই আজ ভাবলাম নীল অপরাজিতা ফুলের চিত্র অঙ্কন করবো।সেটাও আবার একটু বাস্তবের এর মতো করে।তো এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--
উপকরণ:
2.পেন্সিল
3.রঙিন মার্কার পেন
4.রঙিন মোম রং ও
5.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে আমি একটি পেন্সিল দিয়ে কিছু পাতা ও স্প্রিং এর মতো বাঁকানো ডালের গঠন একে নেব।
ধাপঃ 2
এরপর পাতা ও ফুলের গঠন একে নেব।
ধাপঃ 3
এবারে সবুজ রঙের পেন দিয়ে পাতা ও ডালের গঠন একে নেব।
ধাপঃ 4
আমার হাতের একটি ছবি তুলে নিলাম ফোনের মাধ্যমে।
ধাপঃ 5
এখন সবুজ রঙের মার্কার পেন দিয়ে পাতাগুলোর ভিতরে একে নিলাম।
ধাপঃ 6
এরপর নীল রঙের দুটি অপরাজিতা ফুল একে নেব মোম রঙের সাহায্যে।
শেষ ধাপঃ
এখন ফুলের মধ্যে হলুদ ও পাশে নীল রঙের মোম রং দিয়ে একে নিলাম।সবশেষে অঙ্কনের নীচে আমার নাম লিখে নিলাম কালো রঙের বলপেন দিয়ে।
ছবি উপস্থাপন:
তো অঙ্কন করা হয়ে গেল আমার নীল অপরাজিতা ফুলের চিত্রটি।এটা অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক-- https://x.com/green0156/status/1940222674640543898
https://x.com/green0156/status/1940222936264450309
https://x.com/green0156/status/1940226215300014446
https://x.com/green0156/status/1940226447190499460
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
Upvoted! Thank you for supporting witness @jswit.
কালারফুল ভাবে আপনি আজকে অসাধারন একটা আর্ট করেছেন তো। এই ধরনের আর্ট গুলো যত বেশি সময় নিয়ে করা হয়, ততই দেখতে সুন্দর লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এই আর্ট করেছেন। কালার কম্বিনেশনটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এরকম আর্ট আশা করি সময় আমাদের মাঝে শেয়ার করবেন।
ঠিক বলেছেন আপু, নিখুঁতভাবে কাজ করলে বেশ সময় লাগে।ধন্যবাদ আপনাকে।
অপরাজিতা ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে দেখতে। সত্যিকারের ফুলের মত লাগছে। আর নীল অপরাজিতা অনেক আকর্ষণীয় লাগছে দেখতে।
ধন্যবাদ আপু আপনাকেও।
বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।
আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে অনুপ্রাণিত হলাম ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে ও।
কি চমৎকার সুন্দর আঙ্কন করেছেন দিদি।দেখে মনে হচ্ছে অরিজিনাল অপরাজিতা। লতা ও ফুল গুলো চমৎকার সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন দারুণ। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর অপরাজিতা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আপনার কাছে ভালো লেগেছে আমার আর্টটি জেনে আমারও ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনার আইডিয়া তো অসাধারণ। আপনি দেখছি খুব সুন্দর করে নীল অপরাজিতা ফুলের চমৎকার আর্ট করেছেন। এবং আর্ট এর মধ্যে কি চমৎকার পাতা ও ফুল আর্ট করলেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া।
কিছুদিন আগে আমি এই ফুলটি দেখেছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এই ফুলের আর্ট দেখে আরো অনেক বেশি ভালো লাগছে। আপনি আজকের এই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে যেভাবে আপনি এত চমৎকারভাবে এই আর্ট শেয়ার করেছেন তা দেখে মনে হচ্ছে যেন বাস্তবে সেই ফুলটি আবার দেখতে পেলাম৷ এর মধ্যে আপনি রঙের সংমিশ্রণ এবং ডিজাইনগুলো একেবারে নিখুঁত ভাবে দিয়েছেন৷
চেষ্টা করেছি ভাইয়া, বাস্তবের মতো করে ফুটিয়ে তোলার জন্য, ধন্যবাদ আপনাকে সুন্দর মতামতের জন্য।